Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (8th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  6th & 7th November Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন দেশ গবাদি পশুর জাত উন্নয়নের জন্য উত্তর প্রদেশের আনন্দ ডেইরির সাথে সম্প্রতি একটি চুক্তি করেছে?

(A) রাশিয়া
(B) স্পেন
(C) দক্ষিণ কোরিয়া
(D) ব্রাজিল

[spoiler title=’উত্তর ‘ ] (D) ব্রাজিল
উত্তরপ্রদেশের দুগ্ধ খাতের উন্নতির জন্য, রাজ্যের আনন্দ ডেইরি ব্রাজিলের কোম্পানিগুলির সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে৷ [/spoiler]

২. সম্প্রতি প্রয়াত হয়েছেন ৬৭বছর বয়সী মহেশ্বর মোহান্তি। তিনি কোন রাজ্যের প্রাক্তন স্পিকার ছিলেন?

(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) আসাম
(D) ওড়িশা

[spoiler title=’উত্তর ‘ ] (D) ওড়িশা

  • ওড়িশা বিধানসভার প্রাক্তন স্পিকার এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী মহেশ্বর মোহান্তি সম্প্রতি ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
  • তার বয়স হয়েছিল ৬৭ বছর।
  • ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওড়িশা বিধানসভার স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মোহান্তি।
[/spoiler]

৩. প্রথম ঘোষণার সাত বছর পর, ভারত সম্প্রতি নিম্নলিখিত কোথায় নতুন কনস্যুলেট খুলতে চলেছে ?

(A) ওহিও
(B) আলাবামা
(C) সিয়াটল
(D) আলাস্কা

[spoiler title=’উত্তর ‘ ] (C) সিয়াটল
প্রথম ঘোষণার সাত বছর পর, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের শহর সিয়াটলে একটি নতুন কনস্যুলেট খুলতে চলেছে । [/spoiler]

৪. নোভাক জোকোভিচ নিচের কোন খেলোয়াড়কে পরাজিত করে সপ্তম প্যারিস মাস্টার্স শিরোপা জিতেছেন?

(A) রজার ফেদারার
(B) অ্যান্ডি মারে
(C) রাফায়েল নাদাল
(D) গ্রিগর দিমিত্রভ

[spoiler title=’উত্তর ‘ ] (D) গ্রিগর দিমিত্রভ
নোভাক জোকোভিচ তার সপ্তম প্যারিস মাস্টার্স শিরোপা নিশ্চিত করেছেন ফাইনালে গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে ৬-৪, ৬-৩ ব্যবধানে জয়লাভ করে। [/spoiler]

৫. “Krishi 24/7” সম্প্রতি খবরে দেখা গিয়েছে। এটি হল –

(A) সার
(B) মোবাইল অ্যাপ
(C) কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমাধান
(D) সোলার ডিভাইস

[spoiler title=’উত্তর ‘ ] (C) কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমাধান
” Krishi 24/7″, স্বয়ংক্রিয় কৃষি সংবাদ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের জন্য প্রথম AI-চালিত সমাধান। [/spoiler]

৬. প্রথম অস্ট্রেলিয়া-ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিলস কাউন্সিল (AIESC) সভা কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে ?

(A) পুনে
(B) গান্ধীনগর
(C) জয়পুর
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (B) গান্ধীনগর
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার গুজরাটের গান্ধীনগরে প্রথম AIESC বৈঠক করেছেন। [/spoiler]

৭. কে FIDE গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট জিতেছেন?

(A) বিদিত গুজরাঠি
(B) আর বৈশালী
(C) কোনেরু হাম্পি
(D) বিদিত গুজরাঠি ও আর বৈশালী উভয়েই

[spoiler title=’উত্তর ‘ ] (D) বিদিত গুজরাঠি ও আর বৈশালী উভয়েই
বিদিত গুজরাঠি এবং আর বৈশালী আইল অফ ম্যান-এ FIDE গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট জিতেছেন। [/spoiler]

৮. বিশ্ব রেডিওগ্রাফি দিবস (World Radiography Day) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ৮
(B) নভেম্বর ৯
(C) নভেম্বর ১০
(D) নভেম্বর ১১

[spoiler title=’উত্তর ‘ ] (A) নভেম্বর ৮
১৮৯৫ সালে জার্মান পদার্থবিদ উইলহেলম কনরাড রোন্টজেন কর্তৃক এক্স-রেডিয়েশনের যুগান্তকারী আবিষ্কারকে স্মরণ করার জন্য প্রতি বছর ৮ই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়। ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – “Celebrating Patient Safety” [/spoiler]

৯. নিচের কোন খেলোয়াড় ৩৭তম জাতীয় গেমসে ১০মিটার এয়ার রাইফেল সোনা জিতেছেন?

(A) দীপিকা কুমারী
(B) জয়দীপ কর্মকার
(C) মেহুলি ঘোষ
(D) স্বাতী চৌধুরী

[spoiler title=’উত্তর ‘ ] (C) মেহুলি ঘোষ
ন্যাশনাল গেমস (National Games 2023) চলছে গোয়ায়। এর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button