8th November Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ই নভেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (8th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 6th & 7th November Current Affairs Quiz 2023 – Bengali
১. কোন দেশ গবাদি পশুর জাত উন্নয়নের জন্য উত্তর প্রদেশের আনন্দ ডেইরির সাথে সম্প্রতি একটি চুক্তি করেছে?
(A) রাশিয়া
(B) স্পেন
(C) দক্ষিণ কোরিয়া
(D) ব্রাজিল
উত্তরপ্রদেশের দুগ্ধ খাতের উন্নতির জন্য, রাজ্যের আনন্দ ডেইরি ব্রাজিলের কোম্পানিগুলির সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে৷ [/spoiler]
২. সম্প্রতি প্রয়াত হয়েছেন ৬৭বছর বয়সী মহেশ্বর মোহান্তি। তিনি কোন রাজ্যের প্রাক্তন স্পিকার ছিলেন?
(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) আসাম
(D) ওড়িশা
- ওড়িশা বিধানসভার প্রাক্তন স্পিকার এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী মহেশ্বর মোহান্তি সম্প্রতি ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
- তার বয়স হয়েছিল ৬৭ বছর।
- ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওড়িশা বিধানসভার স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মোহান্তি।
৩. প্রথম ঘোষণার সাত বছর পর, ভারত সম্প্রতি নিম্নলিখিত কোথায় নতুন কনস্যুলেট খুলতে চলেছে ?
(A) ওহিও
(B) আলাবামা
(C) সিয়াটল
(D) আলাস্কা
প্রথম ঘোষণার সাত বছর পর, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের শহর সিয়াটলে একটি নতুন কনস্যুলেট খুলতে চলেছে । [/spoiler]
৪. নোভাক জোকোভিচ নিচের কোন খেলোয়াড়কে পরাজিত করে সপ্তম প্যারিস মাস্টার্স শিরোপা জিতেছেন?
(A) রজার ফেদারার
(B) অ্যান্ডি মারে
(C) রাফায়েল নাদাল
(D) গ্রিগর দিমিত্রভ
নোভাক জোকোভিচ তার সপ্তম প্যারিস মাস্টার্স শিরোপা নিশ্চিত করেছেন ফাইনালে গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে ৬-৪, ৬-৩ ব্যবধানে জয়লাভ করে। [/spoiler]
৫. “Krishi 24/7” সম্প্রতি খবরে দেখা গিয়েছে। এটি হল –
(A) সার
(B) মোবাইল অ্যাপ
(C) কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমাধান
(D) সোলার ডিভাইস
” Krishi 24/7″, স্বয়ংক্রিয় কৃষি সংবাদ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের জন্য প্রথম AI-চালিত সমাধান। [/spoiler]
৬. প্রথম অস্ট্রেলিয়া-ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিলস কাউন্সিল (AIESC) সভা কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে ?
(A) পুনে
(B) গান্ধীনগর
(C) জয়পুর
(D) মুম্বাই
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার গুজরাটের গান্ধীনগরে প্রথম AIESC বৈঠক করেছেন। [/spoiler]
৭. কে FIDE গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট জিতেছেন?
(A) বিদিত গুজরাঠি
(B) আর বৈশালী
(C) কোনেরু হাম্পি
(D) বিদিত গুজরাঠি ও আর বৈশালী উভয়েই
বিদিত গুজরাঠি এবং আর বৈশালী আইল অফ ম্যান-এ FIDE গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট জিতেছেন। [/spoiler]
৮. বিশ্ব রেডিওগ্রাফি দিবস (World Radiography Day) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ৮
(B) নভেম্বর ৯
(C) নভেম্বর ১০
(D) নভেম্বর ১১
১৮৯৫ সালে জার্মান পদার্থবিদ উইলহেলম কনরাড রোন্টজেন কর্তৃক এক্স-রেডিয়েশনের যুগান্তকারী আবিষ্কারকে স্মরণ করার জন্য প্রতি বছর ৮ই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়। ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – “Celebrating Patient Safety” [/spoiler]
৯. নিচের কোন খেলোয়াড় ৩৭তম জাতীয় গেমসে ১০মিটার এয়ার রাইফেল সোনা জিতেছেন?
(A) দীপিকা কুমারী
(B) জয়দীপ কর্মকার
(C) মেহুলি ঘোষ
(D) স্বাতী চৌধুরী
ন্যাশনাল গেমস (National Games 2023) চলছে গোয়ায়। এর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। [/spoiler]
To check our latest Posts - Click Here