Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st & 2nd November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা ও ২রা নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st & 2nd November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 31st October Current Affairs Quiz 2023 – Bengali


১. নিম্নলিখিতদের মধ্যে কে ৫৪তম IFFI-এর আন্তর্জাতিক জুরির অংশ?

(A) শেখর কাপুর
(B) স্টিভেন স্পিলবার্গ
(C) ক্রিস্টোফার নোলান
(D) কুয়েন্টিন ট্যারান্টিনো

[spoiler title=’উত্তর ‘ ] (A) শেখর কাপুর

  • ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) তার আন্তর্জাতিক জুরি গঠনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র প্রযোজকদের আমন্ত্রণ জানিয়েছে।
  • আন্তর্জাতিক জুরির সদস্যদের মধ্যে রয়েছে শেখর কাপুর, হোসে লুইস আলকেইন, জেরোম পাইলার্ড, ক্যাথরিন ডুসার্ট এবং হেলেন লিকের মতো অভিজ্ঞ ব্যক্তিরা।
[/spoiler]

২. কার ১৪৮তম জন্মবার্ষিকীতে সম্প্রতি ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ?

(A) জওহরলাল নেহরু
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধী
(D) ডঃ বি আর আম্বেদকর

[spoiler title=’উত্তর ‘ ] (B) সর্দার বল্লভভাই প্যাটেল

  • দেশের মহান ব্যক্তিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মজয়ন্তীতে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করা হয়।
  • এই উপলক্ষ্যে এবারে বিভিন্ন জায়গায় ‘রান ফর ইউনিটি’ আয়োজিত হয়েছিল।
[/spoiler]

৩. নিচের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে?

(A) জম্মু ও কাশ্মীর
(B) মধ্য প্রদেশ
(C) গুজরাট
(D) রাজস্থান

[spoiler title=’উত্তর ‘ ] (A) জম্মু ও কাশ্মীর

  • সম্প্রতি প্রধানমন্ত্রী আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কার প্রদান করেছেন।
  • এতে শীর্ষ ৩টি রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চল
    1. জম্মু ও কাশ্মীর,
    2. গুজরাট এবং
    3. হরিয়ানা এবং রাজস্থান যৌথ অবস্থানে৷
[/spoiler]

৪. ২০২৩ সালের ‘AI Safety Summit’ এর থিম হল –

(A) AI changing Lives
(B) AI for Livelihood
(C) AI for Life
(D) AI for Good

[spoiler title=’উত্তর ‘ ] (D) AI for Good

  • এবারে ‘AI Safety Summit’ আয়োজন করা হয়েছে ব্রিটেনে ।
  • ভারতের পক্ষ থেকে এই সামিটে যোগদান করবেন ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ।
  • এবারের এই সামিটের থিম হল – AI for Good
[/spoiler]

৫. কর্ণাটক রাজ্য কত সালে গঠিত হয়েছিল ?

(A) ১৯৬১
(B) ১৯৬৬
(C) ১৯৫৩
(D) ১৯৫৬

[spoiler title=’উত্তর ‘ ] (D) ১৯৫৬

  • ১লা নভেম্বর ১৯৫৬-এ, রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ পাসের পরে, মহীশূর রাজ্য, অর্থাৎ আজকের কর্ণাটক গঠিত হয়েছিল।
  • প্রতিবছর ১লা অক্টোবর কর্ণাটক প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
  • ১৯৭৩ সালে এই রাজ্য কর্ণাটক নাম পায়।
[/spoiler]

৬. বিশ্ব নিরামিষাশী দিবস (World Vegan Day) কোন তারিখে পালন করা হয়?

(A) নভেম্বর ১
(B) নভেম্বর ২
(C) নভেম্বর ৩
(D) নভেম্বর ৪

[spoiler title=’উত্তর ‘ ] (A) নভেম্বর ১

  • প্রতি বছর ১ অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস পালিত হয়।
  • এই দিবসের উদ্দেশ্য শুধুমাত্র নিরামিষ খাবারের প্রচারই নয়, পরিবেশ ও প্রাণীর সুরক্ষার পাশাপাশি নিরামিষ খাবারের উপকারিতা সম্পর্কেও মানুষকে সচেতন করা।
  • ১ অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস হিসাবে উদযাপন করা শুরু করে উত্তর আমেরিকান নিরামিষাশী সোসাইটি এবং তার পরে ১৯৭৮ সালে এটি আন্তর্জাতিক নিরামিষাশী ইউনিয়ন দ্বারা স্বীকৃত হয়।
[/spoiler]

৭. ভারতের প্রথম সাহিত্যের শহর (city of Literature ) কোনটি?

(A) কোঝিকোড়
(B) জয়পুর
(C) গোয়ালিয়র
(D) কলকাতা

[spoiler title=’উত্তর ‘ ] (A) কোঝিকোড়

  • কেরলের কোঝিকোড় শহরকে ‘সিটি অফ লিটারেচার’ বা সাহিত্যের শহর স্বীকৃতি দিল ইউনেস্কো।
  • একই সঙ্গে মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে সঙ্গীতের ক্ষেত্রে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে স্থান দেওয়া হয়েছে।
[/spoiler]

৮. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কোথায় ১০ দিনের উত্তরাখণ্ড মহোৎসবের উদ্বোধন করেছেন ?

(A) লখনউ
(B) মিরাট
(C) আগ্রা
(D) কানপুর

[spoiler title=’উত্তর ‘ ] (A) লখনউ

  • সম্প্রতি খাতু শ্যাম মন্দিরের কাছে গোমতী তীরে পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পার্বতীয়া সাংস্কৃতিক উপবনে ১০ দিনের উত্তরাখণ্ড মহোৎসব শুরু হয়েছে।
  • এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
[/spoiler]

৯. কোন দেশ গ্লোবাল সোলার ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে ?

(A) ভারত
(B) চীন
(C) ফ্রান্স
(D) আমেরিকা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত

  • আন্তর্জাতিক সৌর জোটের (International Solar Alliance’s) গ্লোবাল সোলার ফ্যাসিলিটি ৩৫ মিলিয়ন ডলারের ক্যাপিটাল অবদান পেতে প্রস্তুত।
  • ভারত সরকার গ্লোবাল সোলার ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসাবে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ বিবেচনা করছে।
[/spoiler]

১০. এলসিএইচ প্রচন্ড (LCH Prachand) সফলভাবে উদ্বোধনী গুলি চালিয়েছে। লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH) এর নির্মাতা কোন সংস্থা ?

(A) Lockheed Martin
(B) Boeing
(C) Hindustan Aeronautics Limited
(D) Northrop Grumman

[spoiler title=’উত্তর ‘ ] (C) Hindustan Aeronautics Limited
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (সংক্ষেপেঃ হ্যাল) ভারতের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির সদর দপ্তর ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত। [/spoiler]

১১. IIT গুয়াহাটির কোন স্টার্টআপ পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে ?

(A) BioNEST
(B) MebbleCart
(C) MoFirst
(D) Beta Tank Robotics

[spoiler title=’উত্তর ‘ ] (D) Beta Tank Robotics
IIT গুয়াহাটির স্টার্টআপ বিটা ট্যাঙ্ক রোবোটিক্স (Beta Tank Robotics) পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে। [/spoiler]

১২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) সায়মা ওয়াজেদ
(B) ডাঃ রডেরিকো এইচ অফরিন
(C) ডাঃ মানকুশ মান্ডাভিয়া
(D) ডঃ হর্ষ বর্ধন সিংলা 4

[spoiler title=’উত্তর ‘ ] (A) সায়মা ওয়াজেদ

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের (২০২৪) ১ ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
  • সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
[/spoiler]

১৩. সাম্প্রতিক বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। তিনি কোন দেশের নাগরিক ?

(A) নিউজিল্যান্ড
(B) আয়ারল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (D) ইংল্যান্ড

  • চলতি বিশ্বকাপে (ODI World Cup) গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team) একেবারেই ছন্দে নেই। এরই মাঝে সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করলেন ইংল্য়ান্ডের তারকা অলরাউন্ডার ডেভিড উইলি (David Willey)।
  • ৩৩ বছর বয়সি উইলি ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে বাঁ-হাতি অলরাউন্ডার ৭০টি ওয়ান ডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
  • তবে চলতি বিশ্বকাপের পরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন উইলি।
[/spoiler]

১৪. বাংলাদেশ বিমান বাহিনী তাদের প্রতিষ্ঠা দিবস স্মরণে ভারতের কোন রাজ্য সম্প্রতি পরিদর্শন করেছে ?

(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) ত্রিপুরা

[spoiler title=’উত্তর ‘ ] (A) নাগাল্যান্ড
বাংলাদেশ বিমান বাহিনী ১লা নভেম্বর, ২০২৩ তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস স্মরণে ডিমাপুর পরিদর্শন করে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী।
[/spoiler]

১৫. গ্লোবাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং-এর জন্য ২০২৩ সালে ব্রিটিশ একাডেমি বই পুরস্কার জিতে নেওয়া ভারতে জন্মগ্রহণকারী লেখক /লেখিকার নাম কী?

(A) অরুন্ধতী রায়
(B) ঝুম্পা লাহিড়ী
(C) নন্দিনী দাস
(D) কিরণ দেশাই

[spoiler title=’উত্তর ‘ ] (C) নন্দিনী দাস

  • আবার ইংরেজি সাহিত্যের দুনিয়ায় ভারতীয়দের জয়জয়কার।
  • এ বছরের ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ’ জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভূত নন্দিনী দাস।
  • তাঁর প্রথম বই ‘কোর্টিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘল অ্যান্ড দ্য অরিজিনস অফ এম্পায়ার’ বইটির জন্য।
[/spoiler]

১৬. কোন স্টেডিয়ামে সম্প্রতি শচীন টেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছে ?

(A) নরেন্দ্র মোদি স্টেডিয়াম
(B) ওয়াংখেড়ে স্টেডিয়াম
(C) ইডেন গার্ডেন স্টেডিয়াম
(D) অরুণ জেটলি স্টেডিয়াম

[spoiler title=’উত্তর ‘ ] (B) ওয়াংখেড়ে স্টেডিয়াম

  • বিশ্বকাপের মাঝে প্রিয় সচিনের মূর্তি উন্মোচন হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
  • এই মাঠেই ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি মাস্টার ব্লাস্টারের।
  • তাই ওয়াংখেড়ের মাঠেই তাঁকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • সচিনের আদলে মূর্তি উন্মোচিত হতে চলছে এই স্টেডিয়ামে।
[/spoiler]

১৭. Tata Power Renewable Energy এর MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অমল মুজুমদার
(B) দীপেশ নন্দা
(C) টি চন্দ্রশেখর
(D) অনুপম ঘটক

[spoiler title=’উত্তর ‘ ] (B) দীপেশ নন্দা
দীপেশ নন্দা Tata Power Renewable Energy এর MD এবং CEO হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন । [/spoiler]

১৮. সম্প্রতি ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন কে?

(A) আকাশ পান্ডে
(B) দয়ানিতা সিং
(C) রঘু রাই
(D) বিহান তাল্যা বিকাশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) বিহান তাল্যা বিকাশ
বেঙ্গালুরুর ১০বছর বয়সী ভিহান তালিয়া বিকাশ, লন্ডনে অনুষ্ঠিত এবং প্রাকৃতিক ইতিহাস জাদুঘর দ্বারা আয়োজিত মর্যাদাপূর্ণ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার (WPY) প্রতিযোগিতায় তার বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button