12th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
12th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১২ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 11th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়?
(A) ১১ই নভেম্বর
(B) ২০শে নভেম্বর
(C) ১৫ই নভেম্বর
(D) ১২ই নভেম্বর
- নিউমোনিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১২ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়।
- ফুসফুসে প্রদাহজনক প্রতিক্রিয়া সৃষ্টিকারী যেকোনো সংক্রমণকে নিউমোনিয়া বলা হয়।
- এটি বিশ্বজুড়ে ৫ বছরের কম বয়সী শিশুদের বেশিরভাগ মৃত্যুর জন্য দায়ী।
- এই দিবসটি ২০০৯ সালে প্রথম পালিত হয়।
- ২০২২ সালের থিম: ‘Pneumonia Affects Everyone’।
২. ১৯৭০-এর দশকে ভারতে মহিলাদের ক্রিকেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী কোন ব্যক্তি সম্প্রতি প্রয়াত হলেন?
(A) জগমোহন ডালমিয়া
(B) রণবীর সিং মহেন্দ্র
(C) শশাঙ্ক মনোহর
(D) মহেন্দ্র কুমার শর্মা
- ১৯৭০-এর দশকে ভারতে মহিলাদের ক্রিকেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী মহেন্দ্র কুমার শর্মা সম্প্রতি প্রয়াত হলেন।
- তিনি প্রথম পাঁচ বছর ভারতের মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন এবং ১৯৭৮ সালে ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ হোস্টিংয়ের দায়িত্বে ছিলেন।
- ১৯৭৬ সালে মহিলাদের প্রথম টেস্ট আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
৩. কোন প্রখ্যাত লেখক ২০১৮ সালের উপন্যাস ‘হাম ইয়াহান থে’-এর জন্য ৩১তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন?
(A) মধু কাঁকরিয়া
(B) কিরণ দেশাই
(C) যশোধরা বাগচী
(D) বর্ষা আদলজা
- প্রখ্যাত লেখক মধু কাঙ্করিয়া এবং ডঃ মাধব হাদা যথাক্রমে ৩১তম এবং ৩২তম বিহারী পুরস্কারে ভূষিত হয়েছেন।
- কাঁকরিয়া তার ২০১৮ সালের উপন্যাস ‘হাম ইয়াহান থে’-এর জন্য পুরস্কৃত হয়েছেন এবং ডঃ মাধব হাদা তার ২০১৫ সালের বই ‘পাচরাং চোলা পাহাড় সখি রি’-এর জন্য পুরস্কৃত হয়েছেন।
- এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে।
৪. সম্প্রতি কে ৭৫ কেজি মহিলা বিভাগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে?
(A) লভলিনা বোরগোহাইন
(B) পূজা রানী
(C) নিখাত জারিন
(D) রুজমেতোভা সোখিবা
- ভারতীয় বক্সার লভলিনা বোরগোহাইন ১১ই নভেম্বর ২০২২-এ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৭৫ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
- তিনি উজবেকিস্তানের রুজমেতোভা সোখিবাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।
- ২২ বছর বয়সী পারভীন হুদাও ৬৩ কেজি বিভাগে জাপানের কিটো মাইকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।
- জর্ডানের আম্মানে ২০২২ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।
৫. সুইজারল্যান্ড ট্যুরিজম নিম্নোক্ত কাকে ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর’ হিসাবে নিযুক্ত করেছে?
(A) বিরাট কোহলি
(B) বজরং পুনিয়া
(C) সাক্ষী মালিক
(D) নীরজ চোপড়া
- সুইজারল্যান্ড পর্যটন অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে ভারতীয় ভ্রমণকারীদের কাছে দেশের অবস্থানগুলি প্রদর্শন এবং প্রচার করার জন্য তার ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর’ হিসাবে নিযুক্ত করেছে।
- নীরজ চোপড়া ২০২২ সালের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের লুজানে অলিম্পিক মিউজিয়ামে তার সোনা জয়ী জ্যাভলিন দান করেছিলেন।
- মেরি কমের গ্লাভস এবং ধ্যান চাঁদের হকি স্টিকও মিউজিয়ামের প্রদর্শনীর একটি অংশ।
৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় শ্রীনন্দ প্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন?
(A) বেঙ্গালুরু
(B) নিউদিল্লী
(C) জয়পুর
(D) হায়দ্রাবাদ
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ই নভেম্বর ২০২২-এ বেঙ্গালুরুতে শ্রীনন্দ প্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন।
- বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা নাদাপ্রভু কেম্পেগৌড়ার অবদানকে স্মরণ করার জন্য এই মূর্তি তৈরি করা হয়েছে।
- এই মূর্তি তৈরিতে ৯৮ টন ব্রোঞ্জ এবং ১২০ টন স্টিল লেগেছে।
৭. ‘ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ ওয়ার্কিং গ্রুপের’ ৪১তম অধিবেশন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
(A) টোকিও
(B) লন্ডন
(C) নিউইয়র্ক
(D) জেনেভা
- ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ওয়ার্কিং গ্রুপের ৪১তম অধিবেশন ৭ থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে।
- অধিবেশন চলাকালীন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি ১০ই নভেম্বর ২০২২-এ মানবাধিকার সম্পর্কিত ভারতের প্রতিবেদন পর্যালোচনা করেছে।
৮. দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস কোন শহরে ফ্ল্যাগ অফ করা হয়েছে?
(A) মহীশূর
(B) ভেলোর
(C) চেন্নাই
(D) বেঙ্গালুরু
- KSR বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- ট্রেনটি চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো।
- ট্রেনটি সপ্তাহে ছয় দিন মাইসুরু এবং চেন্নাইয়ের মধ্যে চলবে।
To check our latest Posts - Click Here