Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি JSW One Platforms-এর CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) গৌরব সচদেবা
(B) বিজয় কামথে
(C) প্রমোদ পারমার
(D) বিনায়ক জৈন

উত্তর :
(A) গৌরব সচদেবা

  • JSW One Platforms হলো JSW গ্রুপের একটি ই-কমার্স উদ্যোগ।
  • এই ই-কমার্স প্ল্যাটফর্মটি ইস্পাত, সিমেন্ট এবং পেইন্ট বিক্রি করে।
  • JSW One Platforms-এর CEO হিসেবে নিযুক্ত হওয়ার আগে, গৌরব সচদেবা JSW Ventures-এর প্রধান ছিলেন।

২. কোন বলিউড অভিনেতা সম্প্রতি French Riviera Film Festival-এ সিনেমায় শ্রেষ্ঠত্বের জন্য একটি পুরস্কার পেয়েছেন?

(A) সালমান খান
(B) নওয়াজউদ্দিন সিদ্দিকী
(C) রাজকুমার রাও
(D) আয়ুষ্মান খুরানা

উত্তর :
(B) নওয়াজউদ্দিন সিদ্দিকী

  • বলিউড অভিনেতা, নওয়াজউদ্দিন সিদ্দিকী কানে ২০-২১শে মে, ২০২২-এ অনুষ্ঠিত ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমায় শ্রেষ্ঠত্বের জন্য একটি পুরস্কার পেয়েছেন।
  • সিদ্দিকীকে পুরস্কার প্রদান করেন বিশিষ্ট তারকা ভিনসেন্ট ডি পল।
  • চলচ্চিত্রে অবদানের জন্য সিদ্দিকী এই পুরস্কার পান।

৩. কোন রাজ্য শিক্ষা ক্ষেত্রে মর্যাদাপূর্ণ ‘Star of Governance-SKOCH Award’ পেয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) কর্ণাটক
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র

উত্তর :
(A) পশ্চিমবঙ্গ

  • ‘ইন্ডিয়া গভর্নেন্স ফোরাম’-এর অংশ হিসাবে ১৮ই জুন, ২০২২-এ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে পশ্চমবঙ্গকে এই পুরস্কার প্রদান করা হবে।
  • ২০০৩ সালে প্রতিষ্ঠিত SKOCH পুরষ্কার, ভারতকে একটি উন্নত জাতিতে পরিণত করার জন্য পরিশ্রমকারী ব্যক্তি, প্রকল্প, প্রতিষ্ঠান এবং রাজ্যকে দেওয়া হয়।

৪. সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কাকে ‘Achievers of Bengaluru’ পুরস্কার প্রদান করা হয়েছে?

(A) অমর মিত্র
(B) ডাঃ এ গোপালকৃষ্ণান
(C) বিশ্ব কারিয়াপ্পা বি.এস
(D) আরদেশীর বি.কে. দুবাশ

উত্তর :
(C) বিশ্ব কারিয়াপ্পা বি.এস

  • সান গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বিশ্ব কারিয়াপ্পাকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ‘Achievers of Bengaluru’ পুরস্কার প্রদান করা হয়।
  • সান গ্রুপ কর্ণাটক ভিত্তিক একটি সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি।

৫. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোথায় ভারতের সবচেয়ে বড় ড্রোন উৎসব ‘ভারত ড্রোন মহোৎসব ২০২২’-এর উদ্বোধন করেছেন?

(A) নতুন দিল্লি
(B) কলকাতা
(C) বেঙ্গালুরু
(D) চেন্নাই

উত্তর :
(A) নতুন দিল্লি

  • ২৭শে মে ২০২২-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বৃহত্তম ড্রোন উৎসব-এর উদ্বোধন করেছেন।
  • এটি একটি ২ দিনের ইভেন্ট যা ২৭ থেকে ২৮শে মে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

৬. ভারতীয় রেসলিং ফেডারেশন সম্প্রতি কোন কুস্তিগীরের উপর আজীবন নিষেধাজ্ঞা (ban) জারি করেছে?

(A) দীপক পুনিয়া
(B) মোহিত দাহিয়া
(C) যোগেশ্বর দত্ত
(D) সাতেন্দর মালিক

উত্তর :
(D) সাতেন্দর মালিক

  • রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI); IGI স্টেডিয়ামের কেডি যাদব হলের ভিতরে CWG ট্রায়াল চলাকালীন রেফারি জগবীর সিংকে মারধর করার অভিযোগে কুস্তিগীর সতেন্দর মালিকের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
  • WFI সভাপতি ব্রিজ ভূষণ শরণের উপস্থিতিতে কমনওয়েলথ গেমস ২০২২ ট্রায়াল চলাকালীন সতেন্দার মালিক ১২৫ কেজি ফাইনালে হেরে যাওয়ার পরে ঘটনাটি ঘটেছিল।

৭. ভারতীয় নৌবাহিনী কোন দেশের নৌবাহিনীর সাথে একটি দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ পরিচালনা করেছে?

(A) ইন্দোনেশিয়া
(B) মালদ্বীপ
(C) বাংলাদেশ
(D) মালয়েশিয়া

উত্তর :
(C) বাংলাদেশ

  • ভারতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গসাগর’-এর তৃতীয় সংস্করণ ২৪শে মে, ২০২২ তারিখে বাংলাদেশের বন্দর মংলাতে শুরু হয়েছিল।
  • মহড়ার লক্ষ্য দুই নৌবাহিনীর আন্তঃকার্যক্ষমতা এবং যৌথ অপারেশনাল দক্ষতা বিকাশ করা।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button