Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th & 21st September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০ ও ২১শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th & 21st September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  19th September Current Affairs Quiz 2023 – Bengali


১. ভারতের পুরাতন সংসদ ভবনের নাম কি দেওয়া হয়েছে ?

(A) সংবিধান সদন
(B) সংবিধান পূর্ব গৃহ
(C) সংবিধান সভা
(D) সংবিধান ঘর

উত্তর
(A) সংবিধান সদন

  • সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে সম্প্রতি নয়া সংসদ ভবনে শুরু হয়ে গিয়েছে বিশেষ অধিবেশন।
  • স্বাধীনতার ৭৫ বছর পর নয়া সংসদ ভবনে পা রেখেছেন সাংসদরা।
  • পুরনো সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদ ভবনের নাম ‘সংবিধান সদন’ রাখার প্রস্তাব দিয়েছেন।

২. ভারতীয় কোস্ট গার্ড ২০২৩ সালের সেপ্টেম্বরে সামুদ্রিক নিরাপত্তা এবং সচেতনতা জোরদার করতে কোন উপকূলীয় নিরাপত্তা ড্রিল পরিচালনা করেছে ?

(A) অপারেশন সজাগ
(B) অপারেশন গরুড়
(C) অপারেশন রক্ষক
(D) অপারেশন রোজ-মার

উত্তর
(A) অপারেশন সজাগ
ভারতীয় কোস্ট গার্ড সামুদ্রিক নিরাপত্তা এবং সচেতনতা জোরদার করার জন্য ‘অপারেশন সজাগ (Operation Sajag)’ উপকূলীয় নিরাপত্তা মহড়া পরিচালনা করে।

৩. পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের CEO হিসেবে মনোনীত হয়েছেন –

(A) শান্তনু নারায়ণ
(B) নীল মোহন
(C) লক্ষ্মণ নরসিংহন
(D) নিহার মালব্য

উত্তর
(D) নিহার মালব্য
একজন ভারতীয় বংশোদ্ভূত প্রকাশনা নির্বাহী, নিহার মালভিয়া, নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা গোষ্ঠী পেঙ্গুইন র্যান্ডম হাউসের স্থায়ী সিইও নিযুক্ত হয়েছেন।

৪. কর্ণাটকের নিচের কোন মন্দির সম্প্রতি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে?

(A) বিদ্যাশঙ্কর মন্দির, শৃঙ্গেরি
(B) মুরুদেশ্বর শিব মন্দির, ভাটকল
(C) হোয়সালা মন্দির
(D) বিত্তলা মন্দির, হাম্পি

উত্তর
(D) বিত্তলা মন্দির, হাম্পি

  • পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের পর এবার ভারতের কর্নাটক রাজ্যের হোয়সালা মন্দিরগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।
  • এ মন্দিরগুলো বেলুর, হালেবিডু এবং সোমানান্থপুরা অঞ্চলে অবস্থিত।
  • ইউনেস্কোর এক্স (আগের টুইটার) অফিসিয়াল হ্যান্ডেলে এই ঘোষণা দেওয়া হয়।
  • সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫. দক্ষিণ আফ্রিকার নিচের কোন জায়গায় ৩ বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘গান্ধী ওয়াক’ আবার শুরু হয়েছে ?

(A) জোহানেসবার্গ
(B) ডারবান
(C) কেপ টাউন
(D) প্রিটোরিয়া

উত্তর
(A) জোহানেসবার্গ

  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বার্ষিক গান্ধী ওয়াকের ৩৫তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে।
  • কোভিড-১৯ মহামারীর কারণে তিন বছর পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

৬. ডায়মন্ড লিগ ২০২৩-এ নীরজ চোপড়ার অবস্থান কী?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(B) দ্বিতীয়

  • ভারতীয় তারকা জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া , সম্প্রতি ডায়মন্ড লিগ ফাইনালে নিজের শিরোপা রক্ষা করতে ব্যর্থ হন এবং তাঁর সেরা ৮৩.৮০ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন।
  • এবার ডায়মন্ড লিগের ফাইনাল জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেচ।

৭. সম্প্রতি ভাবনগর জেলার আলং শহরের কাছে খাম্বাত উপসাগর থেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) নিম্নলিখিত কোন মৌল আবিষ্কার করেছে ?

(A) ভ্যানডিয়াম
(B) লিথিয়াম
(C) জিরকন
(D) অ্যালানিত

উত্তর
(A) ভ্যানডিয়াম

সম্প্রতি ভাবনগর জেলার আলং শহরের কাছে খাম্বাত উপসাগর থেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) ভ্যানাডিয়াম এর উপস্থিতি লক্ষ্য করেছে ।

ভ্যানাডিয়াম

  • ভ্যানাডিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক V এবং পারমাণবিক সংখ্যা ২৩।
  • এর আপেক্ষিক পারমাণবিক ভর ৫১।
  • এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, পঞ্চম শ্রেণীতে অবস্থিত। এটি ধূসর-রূপালি রঙের শক্ত ধাতু।

৮. সম্প্রতি ভারত সরকার চালু করা কৃষাণ ঋণ পোর্টালের উদ্দেশ্য কী?

(A) কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের (KCC) অধীনে ভর্তুকিযুক্ত ঋণ প্রদান
(B) মহিলা কৃষক এবং উদ্যোক্তাদের উন্নীত করার জন্য
(C) নিরাপত্তা ছাড়পত্র প্রদান
(D) ব্যবসা পুনঃসূচনা করার জন্য MSME-কে সমর্থন করার জন্য পরামর্শ প্রদান

উত্তর
(A) কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের (KCC) অধীনে ভর্তুকিযুক্ত ঋণ প্রদান

  • কৃষকদের জন্য ‘কিষান ঋণ পোর্টাল’ চালু করল কেন্দ্রীয় সরকার।
  • যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের ঋণ সংক্রান্ত তথ্য, সুদের হার-সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।
  • অর্থাৎ ‘ইন্টিগ্রেশন পোর্টাল’ বা সম্মিলিত পোর্টাল হিসেবে কাজ করবে ‘কিষান ঋণ পোর্টাল’।
  • যে পোর্টালের মাধ্যমে কিষান ক্রেডিট কার্ডের আওতায় কৃষকরা ভর্তুকিযুক্ত ঋণ পাবেন।

৯. সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোন দিনটিকে ব্যবসায়ী কল্যাণ দিবস (Traders’ Welfare Day) হিসেবে ঘোষণা করেছে?

(A) ২৯ জুন
(B) ২৯ জুলাই
(C) ২৯ আগস্ট
(D) ২৯ সেপ্টেম্বর

উত্তর
(A) ২৯ জুন

  • উত্তরপ্রদেশ সরকার প্রতি ২৯শে জুন ব্যবসায়ীদের কল্যাণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
  • দিনটি মহারানা প্রতাপের একজন সহযোগী ভামাশাহের জন্মবার্ষিকীর সাথে মিলে যায়, যার নৈতিক ও আর্থিক সহায়তা রাজপুত যোদ্ধা রাজাকে তার হারানো বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল বলে মনে করা হয়।

১০. ক্রিকেটার দীপক চাহারের নতুন ব্র্যান্ডের নাম কী?

(A) Seven
(B) One8
(C) DNINE Sports
(D) YouWeCan

উত্তর
(C) DNINE Sports
ভারতীয় ক্রিকেটার দীপক চাহার DNINE Sports নামে নিজস্ব স্পোর্টস লাইন চালু করেছেন।

১১. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তেজু বিমানবন্দরের নতুন পরিকাঠামো উদ্বোধন করতে চলেছেন। এটি কোন রাজ্যে অবস্থিত?

(A) আসাম
(B) নাগাল্যান্ড
(C) অরুণাচল প্রদেশ
(D) মিজোরাম

উত্তর
(C) অরুণাচল প্রদেশ
কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী – জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ২৪শে সেপ্টেম্বর, অরুণাচল প্রদেশের তেজু বিমানবন্দরের ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডটি উদ্বোধন করবেন।

১২. কে নয়াদিল্লিতে এশিয়া প্যাসিফিক মানবাধিকার ফোরামের সভা উদ্বোধন করেন?

(A) রাজনাথ সিং
(B) নরেন্দ্র মোদি
(C) অমিত শাহ
(D) দ্রৌপদী মুর্মু

উত্তর
(D) দ্রৌপদী মুর্মু

  • ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বিজ্ঞান ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন।
  • ভারতে এশিয়া প্যাসিফিক ফোরামের ২৮তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।

১৩. সম্প্রতি লোকসভায় ঐতিহাসিক নারী সংরক্ষণ বিল পাশ হয়েছে। কোন সালে এই বিলটি আনুষ্ঠানিকভাবে লোকসভায় পেশ করা হয়?

(A) সেপ্টেম্বর ১২, ১৯৯৪
(B) সেপ্টেম্বর ১২, ১৯৯৫
(C) সেপ্টেম্বর ১২, ১৯৯৬
(D) সেপ্টেম্বর ১২, ১৯৯৭

উত্তর
(C) সেপ্টেম্বর ১২, ১৯৯৬

সম্প্রতি ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম‘ নামক এই বিল লোকসভায় পেস করা হয়েছে । ডিলিমিটেশন নিয়মাবলীর প্রয়োগের পর এই আইন কার্যকর হতে পারে। এটি ২০২৬ সালের পর যে প্রথম আদমশুমারি হবে, তার ভিত্তিতে কার্যকর হবে।

নারী শক্তি বন্দন অধিনিয়াম বিলের সম্পর্কিত কিছু তথ্য –

  • এই বিলে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। তবে কোটা রাজ্যসভা বা রাজ্য বিধান পরিষদে প্রযোজ্য হবে না।
  • এই কোটার মধ্যে, তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে।
  • প্রথম আদমশুমারির পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই ডিলিমিটেশনের পর আসন সংরক্ষণ কার্যকর হবে।
  • লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আসনও ডিলিমিটেশনের পর নির্ধারিত হবে।
  • দুই মহিলা সংসদ সদস্যকে কখনই একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না।
  • এই বিলে ওবিসি ক্যাটাগরির মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

১৪. ২০২৩ সালের আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace)-এর থিম কি?

(A) Recovering better for an equitable and sustainable world
(B) End racism. Build peace
(C) Shaping Peace Together
(D) Actions for Peace: Our Ambition for the #GlobalGoals

উত্তর
(D) Actions for Peace: Our Ambition for the #GlobalGoals

  • ২০২৩ সালের আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace)-এর থিম – Actions for Peace: Our Ambition for the #GlobalGoals
  • ১৯৮২ সাল থেকে এই দিনটি পালন করে আসা হচ্ছে।
  • তবে ২০০২ সাল অবধি প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার এই দিনটি পালন করা হতো কিন্তু তারপর পাকাপাকি ভাবে ২১ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি।
  • এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হল সকলের মধ্যে সম্প্রীতি এবং সদ্ভাব বজায় রাখা।

১৫. কোন শহরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান শিব-থিমযুক্ত ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন?

(A) অযোধ্যা
(B) বারাণসী
(C) মথুরা
(D) বৃন্দাবন

উত্তর
(B) বারাণসী

  • জানা গিয়েছে যে লারসেন অ্যান্ড টুব্রো (L&T) বারাণসীতে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক স্টেডিয়াম ডিজাইন ও নির্মাণের বরাত পেয়েছে।
  • আরও জানা গিয়েছে যে এই গোটা স্টেডিয়ামটি নির্মাণ করা হবে ভগবান শিবের আদলে।
  • এই স্টেডিয়ামের অভ্যন্তরে কর্পোরেট বক্স, মিডিয়া বক্স, ভিআইপি লাউঞ্জ, স্কোর বোর্ড, ফ্লাড লাইট এবং অফিস এলাকা নির্মাণের করা হবে।

 

স্টেডিয়ামটির আরও কয়েকটি বৈশিষ্ট্যর কথা শোনা যাচ্ছে। এগুলি হল –

  • ভগবান শিবের বিভিন্ন বৈশিষ্ট্যতে স্টেডিয়ামের থিম
  • স্টেডিয়ামের গম্বুজ হবে ডমরুর মতো
  • ফ্লাডলাইটের আকৃতি হবে ত্রিশূলের মতো
  • প্রবেশ গেটের নকশা বেলপাত্রের মতো
  • বসার ব্যবস্থা যেমন গঙ্গা ঘাটের ধাপ।

১৬. নিচের কোন মুখ্যমন্ত্রী ওমকারেশ্বরে ‘Statue of Oneness’ উন্মোচন করেন?

(A) যোগী আদিত্যনাথ
(B) পুষ্কর সিং ধামি
(C) একনাথ শিন্ডে
(D) শিবরাজ চৌহান

উত্তর
(D) শিবরাজ চৌহান

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওমকারেশ্বরে আদি শঙ্করাচার্যের ১০৮ ফুটের মূর্তি ‘Statue of Oneness’ উন্মোচন করতে চলেছেন।
  • ওমকারেশ্বরে নর্মদা নদীর তীরে মনোরম মান্ধাতা পাহাড়ের উপরে বহু-ধাতু দিয়ে নির্মিত মূর্তিটি স্থাপন করা হয়েছে।

১৭. বিশ্ব আলঝেইমার দিবস (World Alzheimer’s Day) ২০২৩ এর থিম হল –

(A) Never too early, never too late
(B) Journey through the diagnosis of dementia
(C) Know Dementia, Know Alzheimer’s
(D) Let’s talk about dementia

উত্তর
(A) Never too early, never too late

  • বিশ্ব অ্যালজাইমার দিবস (World Alzheimer’s Day) ২০২৩ এর থিম – Never too early, never too late ।
  • ১৯০১ সালে প্রথমবার একজন জার্মান মনোবিদ অ্যালয়েজ অ্যালজাইমার এই রোগটিকে চিহ্নিত করেন, তখন থেকেই এই রোগটিকে অ্যালজাইমার্স রোগ নামে ডাকা হয়ে থাকে।
  • ১৯৮৪ সাল থেকে অ্যালজাইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল এই রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা করাতে সাহায্য করতে থাকে এবং একই সঙ্গে সচেতনতাও ছড়াতে থাকে।
  • ১৯৯৪ সালে এই সংস্থাই ২১ সেপ্টেম্বরকে বেছে নেয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস হিসেবে ।

১৮. BCCI কাকে বিসিসিআই ডোমেস্টিক-এর অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষণা করেছে ?

(A) SBI Life
(B) HDFC Life
(C) LIC
(D) Kotak Life Insurance

উত্তর
(A) SBI Life
BCCI সম্প্রতি SBI Life কে বিসিসিআই ডোমেস্টিক-এর অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষণা করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button