Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 31th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি, ভারতের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর সূচনা থেকে ৪৯ কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) প্রকল্পটি কোন বছরে চালু হয়েছিল?

(A) ২০১৪
(B) ২০১৫
(C) ২০১৬
(D) ২০১৭

উত্তর
(A) ২০১৪

  • সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী জন ধন যোজনা -এর অধীনে এখনও পর্যন্ত  প্রায় ৪৯ কোটি ব্যাঙ্ক একাউন্ট খোলা হয়েছে

প্রধানমন্ত্রী জন ধন যোজনা

  • প্রধানমন্ত্রী জন ধন যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারের যোজনা।
  • ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৮শে আগস্ট এই যোজনা শুরু করেছিলেন।
  • ভারতের অধিক সংখ্যক জনগণের কাছে ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই যোজনা শুরু করা হয়েছিল।
  • এতে বীমা, ক্রেডিট অ্যাক্সেস এবং পেনশন প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে।
  • এছাড়াও, প্রতিটি সুবিধাভোগী একটি বিল্ট-ইন 1 লাখ দুর্ঘটনা কভার সহ একটি Rupay ডেবিট কার্ড পাবেন।

২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি পুনেতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারটি কত সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) ১৯৮৩
(B) ১৯৮৪
(C) ১৯৮৫
(D) ১৯৮৬

উত্তর
(A) ১৯৮৩

  • লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পুনেতে স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের ১০৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর হাতে এই পুরস্কার অর্পন করা হয়েছে।
  • এই পুরস্কারটি ১৯৮৩ সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতি বছর ১লা আগস্ট, লোকমান্য তিলকের মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়।

৩. সম্প্রতি প্রয়াত ভাক্কম পুরুষোথামন ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন ?

(A) কেরালা
(B) তেলেঙ্গানা
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ

উত্তর
(A) কেরালা

  • প্রবীণ কংগ্রেস নেতা এবং কেরালার প্রাক্তন স্পিকার ভাক্কম পুরুষোথামান সম্প্রতি প্রয়াত হয়েছেন।
  • তিনি মিজোরামের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।
  • এছাড়াও এই প্রবীণ নেতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবেও কাজ করেছেন।

৪. কোন সরকার উপচে পড়া নদীর জল শুকনো ক্ষেতে চ্যানেল করার পরিকল্পনা করছে?

(A) মহারাষ্ট্র সরকার
(B) কেরালা সরকার
(C) উত্তরপ্রদেশ সরকার
(D) তামিলনাড়ু সরকার

উত্তর
(C) উত্তরপ্রদেশ সরকার

  • উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর প্রদেশের অনেক নদীর জলস্তর বেড়েছে, যার ফলে সরযূ, গঙ্গা এবং যমুনা নদীর ধারে জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে।
  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উপচে পড়া নদীর জল সুসংগঠিত পদ্ধতিতে কৃষকদের শুকনো ক্ষেতে প্রবাহিত করতে।

৫. কোন শহরে ভারতের প্রথম IAU 50 কিমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে?

(A) ব্যাঙ্গালোর
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) নতুন দিল্লি

উত্তর
(C) হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ ৫ই নভেম্বর ভারতের প্রথম আন্তর্জাতিক অ্যাথলেটিক ইউনিয়নের এজিয়াস ফেডারেশন লাইফ ইন্স্যুরেন্স ৫০ কিলোমিটার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে ।

৬. অত্যাবশ্যকীয় জিনিসপত্র বহনকারী প্রথম গুডস ট্রেন কোন রাজ্যে সম্প্রতি পরিচালিত হয়েছে?

(A) সিকিম
(B) অরুণাচল প্রদেশ
(C) আসাম
(D) মণিপুর

উত্তর
(D) মণিপুর
সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতরের সাথে সহযোগিতায় রেলওয়ে কর্তৃপক্ষ গুয়াহাটি থেকে মণিপুরে খাদ্যশস্য এবং প্রয়োজনীয় পণ্য বহনকারী প্রথম পণ্য ট্রেনগুলি প্রেরণ করেছে ।

৭. আইকনিক পাখির লোগো প্রতিস্থাপনের পর টুইটারের নতুন লোগো কী?

(A) Alphabet ‘X’
(B) Rocket
(C) Tesla Car
(D) Chat symbol

উত্তর
(A) Alphabet ‘X’

  • টুইটারের লোগো বদল হয়েছে।
  • পাখির বদলে এসেছে ইংরেজি অক্ষর ‘X’। আর এবার টুইটারের নয়া রূপ নিয়ে বড় ঘোষণা করলেন মালিক ইলন মাস্ক।
  • নীল-সাদা ‘থিম’-এর বদলে টুইটারের নয়া ‘থিম’ শীঘ্রই স্থায়ী ভাবে কালো হয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী।

৮. সম্প্রতি খবরে আসা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস কোন দেশের নাগরিক?

(A) পাকিস্তান
(B) শ্রীলঙ্কা
(C) বাংলাদেশ
(D) ভারত

উত্তর
(C) বাংলাদেশ
বাংলাদেশে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা (USD ১ .১ মিলিয়ন) কর প্রদানের নির্দেশ দিয়েছে।

৯. কারমান কৌর থান্ডি কোন খেলার সাথে যুক্ত?

(A) ব্যাডমিন্টন
(B) টেবিল টেনিস
(C) স্কোয়াশ
(D) টেনিস

উত্তর
(D) টেনিস

  • ভারতের কারমান কৌর থান্ডি মার্কিন যুক্তরাষ্ট্রে ইভান্সভিলে ইভেন্টে জয়ী হয়ে তার ক্যারিয়ারের দ্বিতীয় W60 ITF শিরোপা জিতে নিয়েছেন ।
  • এই জয়ের সাথে, সানিয়া মির্জার পরে কারমানই একমাত্র ভারতীয় মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রো খেতাব জিতেছেন।

১০. ভারতের কোন রাজ্য ‘টাইগার স্টেট’ (Tiger State) ট্যাগ ধরে রেখেছে?

(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) মধ্য প্রদেশ
(D) মহারাষ্ট্র

উত্তর
(C) মধ্য প্রদেশ

  • ব্যাঘ্র আদমশুমারির রিপোর্ট অনুসারে, মধ্যপ্রদেশে, ৫৬৩টি বাঘ ছয়টি ব্যাঘ্র সংরক্ষণে কেন্দ্রে এবং ২২২টি বাঘ সুরক্ষিত এলাকার বাইরে রয়েছে ।
  • উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভের আন্তর্জাতিক বাঘ দিবসে প্রকাশিত একটি আদমশুমারি অনুসারে, মধ্যপ্রদেশ ৭৮৫টি বাঘের জন্য ‘বাঘের রাজ্য’ বা tiger state-এর ট্যাগ এখনো ধরে রেখেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button