Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) লেফটেন্যান্ট জেনারেল সি পি মোহান্তি
(B) জেনারেল প্রভু রাম শর্মা
(C) লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু
(D) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

উত্তর :
(C) লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু

  • তিনি লেফটেন্যান্ট জেনারেল বাগগাভল্লি সোমশেখর রাজুর স্থলাভিষিক্ত হবেন।
  • নিয়ন্ত্রণ রেখা বরাবর উরি ব্রিগেডের কমান্ডিং করেছিলেন তিনিও।
  • তিনি উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক এবং যুদ্ধ সেবা পদক পেয়েছেন।

২. কে সম্প্রতি একটি মারাঠি বই ‘অমিত শাহ আনি ভাজাপাচি ভাতচালি’ প্রকাশ করেছে?

(A) অমিত শাহ
(B) দেবেন্দ্র ফড়নবিশ
(C) রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
(D) উদ্ধব ঠাকরে

উত্তর :
(B) দেবেন্দ্র ফড়নবিশ

  • বইটিতে অমিত শাহের জীবন ও যাত্রা এবং বিজেপি গঠনে তাঁর অবদানের বিষয়ে উল্লেখ করা রয়েছে।
  • বইটি ডঃ অনির্বাণ গাঙ্গুলী এবং শিবানন্দ দ্বিবেদীর লেখা এবং এটি মারাঠি ভাষায় অনুবাদ করেছেন ডাঃ জ্যোস্তনা কোলহাটকর।

৩. কোন দিনটিকে ২০২২ এ বিশ্ব ভেটেরিনারি দিবস (World Veterinary Day) হিসেবে পালন করা হল?

(A) ৩০শে এপ্রিল
(B) ২৫শে এপ্রিল
(C) ২৮শে এপ্রিল
(D) ২৬শে এপ্রিল

উত্তর :
(A) ৩০শে এপ্রিল

  • প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়।
  • ২০২২ এর জন্য এটি ৩০শে এপ্রিল।
  • দিবসটির লক্ষ্য পশু স্বাস্থ্যের যত্ন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধে পদক্ষেপ নেওয়া।
  • ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০০০ সালে ওয়ার্ল্ড ভেটেরিনারি অ্যাসোসিয়েশন দ্বারা চালু করা হয়েছিল।
  • ২০২২ ভেটেরিনারি ডে এর থিম হল ‘Strengthening Veterinary Resilience’।

৪. রবার্ট গোলোব সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) ক্রোয়েশিয়া
(B) মন্টিনিগ্রো
(C) স্লোভেনিয়া
(D) অস্ট্রিয়া

উত্তর :
(C) স্লোভেনিয়া

  • নির্বাচনে তিনি স্লোভেনিয়ার তিনবারের প্রধানমন্ত্রী জেনেজ জানসাকে পরাজিত করেছেন।
  • স্লোভেনিয়া মধ্য ইউরোপের একটি দেশ যার রাজধানী Ljubljana।

৫. কে সম্প্রতি দ্বিতীয়বারের মতো ‘জাতীয় তফসিলি জাতি কমিশন’ (NCSC)-এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সুমন কে. বেরি
(B) নীরজ ঠাকুর
(C) পমিলা জসপাল
(D) বিজয় সাম্পলা

উত্তর :
(D) বিজয় সাম্পলা

  • কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা দ্বিতীয়বারের জন্য জাতীয় তফসিলি জাতি কমিশনের (NCSC) চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন।
  • তিনি জলন্ধর ক্যান্টনমেন্টের সোফিপিন্ড গ্রামের সরপঞ্চ হিসাবে ১৯৯৮ সালে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।

৬. কোন কোম্পানি সম্প্রতি ‘ইন্ডিয়া ফার্মা ইনোভেশন অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে?

(A) Glenmark Pharmaceuticals Ltd.
(B) Mankind
(C) Cipla
(D) Alkem Laboratories

উত্তর :
(A) Glenmark Pharmaceuticals Ltd.

Glenmark Pharmaceuticals Ltd :

  • CEO : গ্লেন মারিও সালদানহা
  • প্রতিষ্ঠা : ১৯৭৭
  • সদর দপ্তর : মুম্বাই

৭. কোন ফটোগ্রাফার সম্প্রতি ২০২২ সালের Pink Lady Food Photographer পুরস্কার জিতেছেন?

(A) আরতি কুমার রাও
(B) প্রার্থনা সিং
(C) দেবদত্তা চক্রবর্তী
(D) পারমিতা চ্যাটার্জী

উত্তর :
(C) দেবদত্তা চক্রবর্তী

  • তার এক কাশ্মীরি ভেন্ডরের ছবি এই পুরস্কার জিতেছে।
  • তিনি কলকাতার একজন ফটোগ্রাফার।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button