Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. জাতিসংঘের পরিষদ মানবাধিকার পরিষদ থেকে কোন দেশকে সাসপেন্ড করা হয়েছে?

(A) চীন
(B) ইয়েমেন
(C) ইউক্রেন
(D) রাশিয়া

[spoiler title=”উত্তর : “] (D) রাশিয়া

  • জাতিসংঘের সাধারণ পরিষদ ((United Nations General Assembly)) রাশিয়াকে বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে বরখাস্ত করার একটি প্রস্তাব অনুমোদন করেছে।
  • মার্কিন-প্রবর্তিত রেজোলিউশনের পক্ষে ৯৩টি দেশ ভোট দিয়েছিলো, যেখানে ২৪টি দেশ বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ভারত সহ ৫৮টি দেশ কোনো রকম মত প্রকাশ করেনি।
  • এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো দেশকে কাউন্সিল থেকে বরখাস্ত করা হল।
  • মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
[/spoiler]

২. নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ‘Heroes of 1971’ বইটি প্রকাশ করেছেন?

(A) পীযূষ গয়াল
(B) ডাঃ এস জয়শঙ্কর
(C) রাজনাথ সিং
(D) নিতিন গড়করি

[spoiler title=”উত্তর : “] (C) রাজনাথ সিং

  • প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৭ই এপ্রিল ২০২২-এ ‘Heroes of 1971’ বইটি প্রকাশ করেছেন।
  • বইটি সম্পাদনা করেছেন দ্য ট্রিবিউনের প্রধান সম্পাদক রাজেশ রামচন্দ্রন।
  • বইটিতে ১৯৭১ সালের যুদ্ধের বীরত্ব পুরষ্কার (gallantry award) বিজয়ীদের সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে বর্ণনা করে যে কীভাবে মূল যুদ্ধ হয়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয়েছিল।
[/spoiler]

৩. সম্প্রতি নিম্নোক্তদের মধ্যে কাকে ২০২১ এবং ২০২০ সালের জন্য ‘Sant Namdeo National Award’-এ সম্মানিত করা হয়েছে?

(A) সত্যপাল মালিক
(B) এ এস দুলাত
(C) অনিল বৈজল
(D) A এবং B উভয়ই

[spoiler title=”উত্তর : “] (D) A এবং B উভয়ই

  • মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এবং প্রাক্তন গবেষণা ও বিশ্লেষণ শাখার পরিচালক এ এস দুলাত যথাক্রমে ২০২১ এবং ২০২০ বছরের জন্য ‘সন্ত নামদেও জাতীয় পুরস্কার’-এ সম্মানিত হয়েছেন।
  • পুনে-ভিত্তিক বেসরকারি সংস্থা সারহাদ তাদের পুরস্কৃত করেছে।
[/spoiler]

৪. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি দুই বছরের জন্য DCB ব্যাংকের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সিধ প্রকাশ
(B) মুরলি এম নটরাজন
(C) পল টুইগ
(D) দীপিকা কিঙ্গার

[spoiler title=”উত্তর : “] (B) মুরলি এম নটরাজন

  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২৯শে এপ্রিল, ২০২২ থেকে ২৮শে এপ্রিল, ২০২৪ পর্যন্ত দুই বছরের জন্য DCB ব্যাঙ্কের MD এবং CEO হিসাবে মুরলি এম নটরাজনকে পুনঃনিযুক্ত করার অনুমোদন দিয়েছে।
[/spoiler]

৫. সম্প্রতি কে একজন অসামান্য মহিলা মিডিয়াপারসন হিসাবে ২০২১ এর জন্য ‘চামেলি দেবী জৈন পুরস্কার’ জিতলেন?

(A) শেরীন ভান
(B) স্বেতা সিং
(C) আরেফা জোহরি
(D) সুচেতা দালাল

[spoiler title=”উত্তর : “] (C) আরেফা জোহরি

  • পুরষ্কারটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি প্রতি বছর উপস্থাপিত হয়।
  • এটি ভারতের মহিলা মিডিয়াপার্সনদের জন্য একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি যারা সামাজিক উন্নয়ন, রাজনীতি, ন্যায়বিচার, লিঙ্গ ন্যায়বিচার, স্বাস্থ্য, যুদ্ধ এবং সংঘর্ষ এবং ভোক্তা মূল্যবোধের মতো থিমগুলিতে রিপোর্ট করেছেন৷
[/spoiler]

৬. কাকে তার কবিতার সংকলন ‘মেই তো ইয়াহান হুন’-এর জন্য মর্যাদাপূর্ণ ‘সরস্বতী সম্মান ২০২১’ প্রদান করা হবে?

(A) ওম প্রকাশ গুপ্ত
(B) অভিনব কুমার
(C) পঙ্কজ অরোরা
(D) রামদরশ মিশ্র

[spoiler title=”উত্তর : “] (D) রামদরশ মিশ্র

  • ১৯৯১ সালে প্রতিষ্ঠিত, সরস্বতী সম্মান প্রতি বছর একজন ভারতীয় নাগরিকের দ্বারা যে কোনও ভারতীয় ভাষায় লিখিত এবং গত ১০ বছরের মধ্যে প্রকাশিত একটি অসামান্য সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়।
  • এই পুরস্কারে নগদ ১৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়৷
[/spoiler]

৭. কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দেশের বৈদ্যুতিক সংকট কমাতে সাহায্য করার জন্য ভারত সম্প্রতি কোন দেশে ২৭০,০০০ মেট্রিক টন পেট্রোল ও ডিজেল সরবরাহ করেছে?

(A) শ্রীলংকা
(B) ইউক্রেন
(C) তুরস্ক
(D) সিরিয়া

[spoiler title=”উত্তর : “] (A) শ্রীলংকা

  • ৬ই এপ্রিল ২০২২-এ ৩৬,০০০ মেট্রিক টন পেট্রোল এবং ৪০,০০০ মেট্রিক টন ডিজেল শ্রীলঙ্কায় পৌঁছে দেওয়া হয়েছিল।
  • চালানটি ভারত কর্তৃক শ্রীলঙ্কায় প্রসারিত ৫০০ মিলিয়ন ডলারের তেলের ক্রেডিট লাইনের একটি অংশ।
[/spoiler]

৮. কোন প্রতিষ্ঠান সম্প্রতি ‘Braving the Storms: East Asia and Pacific Economic Update’ রিপোর্ট প্রকাশ করেছে?

(A) International Monetary Fund
(B) BRICS Bank
(C) Asian Development Bank
(D) World Bank

[spoiler title=”উত্তর : “] (D) World Bank

  • রিপোর্ট অনুসারে, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির জন্য তিনটি ঝুঁকি রয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক কঠোরতা, চীনে কাঠামোগত মন্দা এবং ইউক্রেনে যুদ্ধ।
[/spoiler]

৯. কোন রাজ্য সম্প্রতি মহিলাদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে ‘She Auto’ স্ট্যান্ডস চালু করেছে?

(A) গুজরাট
(B) পশ্চিমবঙ্গ
(C) মহারাষ্ট্র
(D) অন্ধ্রপ্রদেশ

[spoiler title=”উত্তর : “] (D) অন্ধ্রপ্রদেশ

  • মহিলা এবং ছাত্রীদের নিরাপদ পরিবহন প্রদানের উদ্দেশ্যে অন্ধ্র প্রদেশের পুলিশ এই পদক্ষেপে নিয়েছে।
  • তিনটি ‘She Auto’ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
  • RTC বাস স্ট্যান্ড, মহিলা বিশ্ববিদ্যালয় এবং তিরুপতির রুইয়া হাসপাতালে তিনটি ‘She Auto’ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
  • এই অটো স্ট্যান্ড গুলিতে কেবল মহিলারা যাতায়াত করবে এবং অটো চালিকারাও মহিলা।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button