Daily Current Affairs in BengaliCurrent Affairs

20 & 21st August Current Affairs Quiz 2023 – Bengali – ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

একনজরে সাম্প্রতিকী 

  • প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর স্মরণে ভারতে প্রতি বছর ২০ আগস্ট দিনটি সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা হয় ।
  • মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে এবারে এই কাপ জিতে নিয়েছে স্পেন।
  • এশিয়ার বৃহত্তম টিউলিপ পার্ক হিসেবে সম্প্রতি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে শ্রীনগরের টিউলিপ গার্ডেন নিজের নাম তুলে নিয়েছে।
  • সম্প্রতি ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ (ICA) মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৫তম জন্মবার্ষিকী আয়োজন করেছিল।
  • চীনের দালিয়ানে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র স্কোয়াশ ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নিয়েছে ভারতের আনাহাত সিং।
  • দেশীয় প্রতিপক্ষ অর্জুন এরিগাসিকে পরাজিত করে FIDE দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছেন আর প্রজ্ঞানন্দ।
  • আইএনএস ভাগির সাবমেরিনটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ইউনিটের সাথে বিভিন্ন নৌ মহড়ায় অংশ নেয়।
  • গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর-পূর্বের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে যেটি ‘ডিজি যাত্রা’ সুবিধা পেয়েছে।
  • কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং ১০৮টি পাপড়িযুক্ত পদ্ম ফুলের একটি নতুন জাত ‘NaMoh 108’ উন্মোচন করেছেন।
  • সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারত্নম ১লা সেপ্টেম্বর সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।
  • সম্প্রতি রাশিয়ার চন্দ্র মিশন লুনা-25 ল্যান্ডার চাঁদের প্রি-ল্যান্ডিং কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে।

দেওয়া রইলো ২০ ও ২১শে আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20 & 21st August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  19th August Current Affairs Quiz 2023 – Bengali – উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত রতন টাটা

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি খবরে আসা লেক ওহরিড কোন মহাদেশে অবস্থিত?

(A) এশিয়া ] (B) অস্ট্রেলিয়া
(C) ইউরোপ
(D) উত্তর আমেরিকা

উত্তর
(C) ইউরোপ

  • লেক ওহরিড হ্রদটি উত্তর মেসিডোনিয়ার দক্ষিণ-পশ্চিম অংশ এবং পূর্ব আলবেনিয়ার মধ্যে বিস্তৃত। এটি ইউরোপের গভীরতম এবং প্রাচীনতম হ্রদগুলির মধ্যে একটি।
  • সম্প্রতি বিজ্ঞানীরা এই লেকের কাছে কিছু পুরাতাত্বিক বসতির হাদিস পেয়েছেন যেগুলি অনুমান করা হচ্ছে  ইউরোপে পাওয়া প্রাচীনতম বসতি গুলির মধ্যে একটি ।

২. ভারতে কোন দিনটি প্রতিবছর সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা হয় ?

(A) ২০ আগস্ট
(B) ২১ আগস্ট
(C) ২২ আগস্ট
(D) ২৩ আগস্ট

উত্তর
(A) ২০ আগস্ট

  • প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর স্মরণে ভারতে প্রতি বছর ২০ আগস্ট দিনটি সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা হয় ।
  • ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাঁর মৃত্যুর এক বছর পর ১৯৯২ সালে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার চালু করেছিল ।

৩. ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ কোন দল জিতে নিয়েছে ?

(A) স্পেন
(B) ইংল্যান্ড
(C) মরক্কো
(D) ব্রাজিল

উত্তর
(A) স্পেন
মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে এবারে এই কাপ জিতে নিয়েছে স্পেন।

৪. সম্প্রতি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে শ্রীনগরের টিউলিপ গার্ডেন নিম্নলিখিত কোন রেকর্ড গড়েছে?

(A) এশিয়ার বৃহত্তম টিউলিপ পার্ক
(B) এশিয়ার সবচেয়ে উঁচু টিউলিপ গাছ
(C) একদিনে সবচেয়ে বেশি দর্শক
(D) এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুল

উত্তর
(A) এশিয়ার বৃহত্তম টিউলিপ পার্ক
এশিয়ার বৃহত্তম টিউলিপ পার্ক হিসেবে সম্প্রতি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে শ্রীনগরের টিউলিপ গার্ডেন নিজের নাম তুলে নিয়েছে। টিউলিপ বাগানটি শ্রীনগরের ডাল লেক এবং জাবারওয়ান পাহাড়ের মাঝখানে অবস্থিত ।

৫. সম্প্রতি কোন রাজ্য সরকার মহারাজা বীর বিক্রমের ১১৫তম জন্মবার্ষিকী পালন করেছে ?

(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) ত্রিপুরা

উত্তর
(D) ত্রিপুরা

  • সম্প্রতি ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ (ICA) মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৫তম জন্মবার্ষিকী আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

৬. সম্প্রতি কোন রাজ্য হাইকোর্টে সরকারের প্রতিনিধিত্ব করার জন্য আইন কর্মকর্তাদের বাধ্যবাধকতা বাতিল করেছে?

(A) রাজস্থান
(B) উত্তরাখণ্ড
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

উত্তর
(B) উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে, রাজ্য সরকার নৈনিতালে হাইকোর্টে সরকারের প্রতিনিধিত্ব করার জন্য আইন কর্মকর্তাদের বাধ্যবাধকতা বাতিল করেছে এবং এর জন্য প্রয়োজনীয় অর্ডার জারি করা হয়েছে।

৭. আনহাত সিং সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

(A) টেনিস
(B) স্কোয়াশ
(C) ব্যাডমিন্টন
(D) ক্রিকেট

উত্তর
(B) স্কোয়াশ
চীনের দালিয়ানে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র স্কোয়াশ ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নিয়েছে ভারতের আনাহাত সিং।

৮. কে সিনসিনাটিতে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে প্রথম WTA 1000 খেতাব জিতে নিয়েছেন ?

(A) মারিয়া শারাপোভা
(B) ইগা সোয়াটেক
(C) কোকো গফ
(D) মার্টিনা হিঙ্গিস

উত্তর
(C) কোকো গফ
বিশ্বের ৬ নম্বর কোকো গফ ফাইনালে ১৭ নম্বর ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করে সিনসিনাটি মাস্টার্স শিরোপা জিতে নিয়েছেন।

৯. বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় যিনি FIDE বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছেন –

(A) গুকেশ ডি
(B) কোনেরু হাম্পি
(C) আর প্রজ্ঞানন্দ
(D) ভি. প্রণীত

উত্তর
(C) আর প্রজ্ঞানন্দ

  • দেশীয় প্রতিপক্ষ অর্জুন এরিগাসিকে পরাজিত করে FIDE দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছেন আর প্রজ্ঞানন্দ।
  • সেমিতে মুখোমুখি হবে আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানার।
  • এখনও পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দই হলেন একমাত্র ভারতীয় যিনি ক্যান্ডিডেট টুর্নামেন্টে খেলেছেন।
  • প্রজ্ঞানন্দ দ্বিতীয় ভারতীয় হতেই পারেন।

১০. সম্প্রতি ভারতের কোন পরিচালক পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম “Bay of Blood” ঢাকায় প্রিমিয়ার করা হয়েছে ?

(A) বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়
(B) কৃষ্ণেন্দু বসু
(C) তরুণ মজুমদার
(D) সত্যজিৎ রায়

উত্তর
(B) কৃষ্ণেন্দু বসু

  • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যার উপর একটি তথ্যচিত্র “বে অফ ব্লাড” ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে (Liberation War Museam ) সম্প্রতি প্রদর্শিত হয়েছে।
  • এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন – কৃষ্ণেন্দু বসু।

১১. ভারতীয় নৌবাহিনীর নিচের কোন সাবমেরিনটি ২০২৩ সালের আগস্টে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর ইউনিটের সাথে বিভিন্ন নৌ-মহড়ায় অংশগ্রহণ করেছিল?

(A) আইএনএস করঞ্জ
(B) আইএনএস ভেলা
(C) আইএনএস ভাঘশির
(D) আইএনএস ভাগীর

উত্তর
(D) আইএনএস ভাগীর
আইএনএস ভাগির সাবমেরিনটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ইউনিটের সাথে বিভিন্ন নৌ মহড়ায় অংশ নেয়।

১২. সারা ওয়াকিতা ও তেনশি ইওয়ামি তামিলনাড়ু ইন্টারন্যাশনাল সার্ফ ওপেন QS 3000- জিতে নিয়েছেন। তারা কোন দেশের ?

(A) জাপান
(B) স্পেন
(C) দক্ষিণ কোরিয়া
(D) চীন

উত্তর
(A) জাপান
জাপানি জুটি সারা ওয়াকিতা এবং তেনশি ইওয়ামি উদ্বোধনী তামিলনাড়ু ইন্টারন্যাশনাল সার্ফ ওপেন ওয়ার্ল্ড সার্ফ লিগ (WSL) কোয়ালিফাইং সিরিজ (QS) 3,000 ইভেন্টে জয়লাভ করেছেন।

১৩. নিচের কোন বিমানবন্দরটি উত্তর-পূর্ব ভারতের প্রথম ‘ডিজি যাত্রা’ সুবিধা পেয়েছে ?

(A) মহারাজা বীর বিক্রম বিমানবন্দর
(B) ডনি পোলো বিমানবন্দর
(C) পাকিয়ং বিমানবন্দর
(D) লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তর
(D) লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর
গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর-পূর্বের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে যেটি ‘ডিজি যাত্রা’ সুবিধা পেয়েছে।

দেখে নাও : ভারতের আন্তর্জাতিক  বিমানবন্দরের তালিকা

১৪. টানা দুই বছর বিভিন্ন প্রকল্পের জন্য ব্যাঙ্ক তহবিল পাওয়ার ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে ?

(A) মধ্য প্রদেশ
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) উত্তর প্রদেশ

উত্তর
(D) উত্তর প্রদেশ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগস্ট ২০২৩ বুলেটিন অনুসারে, উত্তরপ্রদেশ ব্যাঙ্কিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা অনুমোদিত প্রকল্পগুলির মোট ভাগের তালিকায় শীর্ষে রয়েছে।

১৫. সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অনুপ পুনাওয়ালা
(B) অজয় ​​সিনহা
(C) রমেশ পুরী
(D) পি আর শেশাদ্রি

উত্তর
(D) পি আর শেশাদ্রি

  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI ) সম্প্রতি কেরালা ভিত্তিক দক্ষিণ ভারতীয় ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পিআর শেশাদ্রির নিয়োগের অনুমোদন দিয়েছে।
  • ১ অক্টোবর থেকে তিন বছরের জন্য এই নিয়োগ হবে।

১৬. কোন গবেষণা প্রতিষ্ঠানে পদ্ম ফুলের নতুন জাত ‘NAMOH 108’ উদ্ভাবন করা হয়েছে?

(A) FSSAI
(B) National Botanical Research Institute, Howrah
(C) National Botanical Research Institute, Lucknow
(D) উপরের কোনোটিই নয়

উত্তর
(C) National Botanical Research Institute, Lucknow
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং ১০৮টি পাপড়িযুক্ত পদ্ম ফুলের একটি নতুন জাত ‘NaMoh 108’ উন্মোচন করেছেন। লখনউতে অবস্থিত ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (NBRI) এই পদ্মের জাতটি তৈরি করেছে।

১৭. কোন ভারতীয় বংশোদ্ভূত নেতা সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন ?

(A) পবন নাগার্জুন
(B) অভয় দেশপান্ডে
(C) থারমান শানমুগারত্নম
(D) দেবকৃষ্ণান

উত্তর
(C) থারমান শানমুগারত্নম
সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারত্নম এবং রাষ্ট্র-সংযুক্ত কোম্পানির দুই প্রাক্তন চীনা বংশোদ্ভূত নির্বাহী ১লা সেপ্টেম্বর সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।

১৮. রাশিয়ার কোন চন্দ্র অভিযান সম্প্রতি অসফল হয়েছে ?

(A) Moon-23
(B) Luna-23
(C) Chandra-23
(D) Luna-25

উত্তর
(D) Luna-25
সম্প্রতি রাশিয়ার চন্দ্র মিশন লুনা-25 ল্যান্ডার চাঁদের প্রি-ল্যান্ডিং কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। প্রায় ৫০ বছর পর রাশিয়া তার এই চন্দ্র মিশন পাঠায় কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে রাশিয়ার স্পেস এজেন্সি রোসকসমস লুনা-25 এর লান্ডারের সাথে যোগাযোগ করতে অক্ষম হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button