29-30th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
29-30th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯-৩০শে জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29-30th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 28th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. প্রজাতন্ত্র দিবসের ভাষণে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২৩-২৪ আর্থিক বছর থেকে যুবকদের জন্য বেকার ভাতা ঘোষণা করেছেন?
(A) ছত্তিশগড়
(B) মধ্য প্রদেশ
(C) ওড়িশা
(D) ঝাড়খণ্ড
- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রজাতন্ত্র দিবসের ভাষণে ২০২৩-২৪ আর্থিক বছর থেকে যুবকদের জন্য বেকারত্ব ভাতা ঘোষণা করেছিলেন।
- ছত্তিশগড়ের রেশন কার্ডধারীরা এক বছরের জন্য বিনামূল্যে চাল পাবেন।
- ছত্তিশগড় রাজ্য উদ্ভাবন কমিশন গঠন করা হবে।
২. সম্প্রতি কে FIH-এর প্রেসিডেন্ট পুরস্কারে ভূষিত হলেন?
(A) ডাঃ সান্দুক রুইত
(B) অম্বিকাসুথান মঙ্গদ
(C) অপর্ণা সেন
(D) ভি কার্তিকেয়ান পান্ডিয়ান
- ভুবনেশ্বর এবং সুন্দরগড়ে ২০২৩ সালের FIH পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩ সফলভাবে আয়োজন করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
- এর আগে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি, হকি ওয়ার্ল্ড লিগ এবং FIH প্রো-লিগের মতো অন্যান্য হকি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিলেন।
৩. টম ভারলাইন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিন্মোক্ত কোন দেশের অধিবাসী ছিলেন?
(A) রাশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) জাপান
(D) আমেরিকা
- কিংবদন্তি আমেরিকান গিটারিস্ট এবং পাঙ্ক রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা, টম ভারলাইন ২৯শে জানুয়ারী ২০২৩-সালে প্রয়াত হয়েছেন।
- তিনি ১৯৭০ এর পাঙ্ক যুগে তার ব্যান্ড ‘টেলিভিশন’ দিয়ে রক গিটারে বিপ্লব ঘটান।
৪. কেন্দ্রীয় সরকার নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রেখেছে?
(A) অটল উদ্যান
(B) শাস্ত্রী উদ্যান
(C) অমৃত উদ্যান
(D) নির্মল উদ্যান
- ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন উদ্যানের একটি সাধারণ নাম দিয়েছেন অমৃত উদ্যান।
- উদ্যানগুলি ৩১শে জানুয়ারী, ২০২৩ এ সাধারণ জনগণের জন্য খোলা হবে এবং সোমবার ব্যতীত ২৬শে মার্চ, ২০২৩ পর্যন্ত খোলা থাকবে।
৫. ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NMDC) কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
(A) আনুশকা শর্মা
(B) নিখাত জারিন
(C) সৌরভ গাঙ্গুলী
(D) বিরাট কোহলি
- তিনি তুরস্কের ইস্তাম্বুলে ২০শে মে, ২০২২-এ মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন।
- তিনি পঞ্চম ভারতীয় মহিলা যিনি বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
- ২০১১ সালে, তিনি তুরস্কে AIBA মহিলা জুনিয়র এবং যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত ফ্লাইওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।
- ২০১৪ সালে, তিনি বুলগেরিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন।
৬. অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ এর পুরুষদের এককের ফাইনালে স্টেফানোস সিটসিপাসকে পরাজিত করলেন কে?
(A) রাফায়েল নাদাল
(B) রজার ফেদারার
(C) নোভাক জোকোভিচ
(D) কার্লোস আলকারাজ
- ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন ছিল একটি গ্র্যান্ড স্ল্যাম-স্তরের টেনিস টুর্নামেন্ট যা ১৬-২৯শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
- জেসন কুবলার এবং রিঙ্কি হিজিকাটা অস্ট্রেলিয়ান ওপেন 2023 পুরুষদের ডাবলস টুর্নামেন্ট জিতেছিলেন।
- বারবোরা ক্রেজসিকোভা এবং ক্যাটেরিনা সিনিয়াকোভা মহিলাদের ডাবলসের শিরোপা জিতেছেন।
- লুইসা স্টেফানি এবং রাফায়েল মাতোস মিক্সড ডাবল টেনিস শিরোপা জিতেছিলেন।
৭. পেত্র পাভেল সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন?
(A) আর্জেন্টিনা
(B) চেক প্রজাতন্ত্র
(C) পেরু
(D) জ্যামাইকা
- উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সামরিক কমিটির প্রাক্তন চেয়ারম্যান পেত্র পাভেল, ২৮শে জানুয়ারী ২০২৩-এ চেক প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হয়েছেন।
- তিনি বর্তমান প্রেসিডেন্ট মিলোস জেমানের স্থলাভিষিক্ত হলেন।
- চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী: পেত্র ফিয়ালা
- রাজধানী – প্রাগ
৮. ১লা ফেব্রুয়ারি ২০২৩ থেকে আসামের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) নিযুক্ত হলেন কে?
(A) নরেশ লালওয়ানি
(B) ভারত ভাস্কর
(C) শামালভাই বি প্যাটেল
(D) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং
- IPS অফিসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে ১লা ফেব্রুয়ারি ২০২৩ থেকে আসামের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) নিযুক্ত করা হয়েছে।
- বর্তমান ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের অবসরের পর তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
৯. পরবর্তী খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কোন রাজ্যে শুরু হবে?
(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) মধ্য প্রদেশ
- আগামী ৩১শে জানুয়ারি থেকে মধ্যপ্রদেশে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস শুরু হবে।
- KIYG-এর পঞ্চম সংস্করণটি ২০২৩ এর ৩১শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের আটটি শহরে অনুষ্ঠিত হবে।
- প্রথম টুর্নামেন্ট : ২০১৮ সালে
১০. ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মহিলা দল কোন দেশকে হারিয়ে শিরোপা জিতেছে?
(A) শ্রীলংকা
(B) ইংল্যান্ড
(C) দক্ষিন আফ্রিকা
(D) অস্ট্রেলিয়া
- ২৯শে জানুয়ারী, ২০২৩-এ, ভারত দক্ষিণ আফ্রিকায় ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করেছে।
- ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য এটিই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
- ম্যাচে টার্গেট ছিল ৬৯ রান।
To check our latest Posts - Click Here