Daily Current Affairs in BengaliCurrent Affairs

29-30th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29-30th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯-৩০শে জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29-30th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রজাতন্ত্র দিবসের ভাষণে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২৩-২৪ আর্থিক বছর থেকে যুবকদের জন্য বেকার ভাতা ঘোষণা করেছেন?

(A) ছত্তিশগড়
(B) মধ্য প্রদেশ
(C) ওড়িশা
(D) ঝাড়খণ্ড

[spoiler title=’উত্তর ‘ ] (A) ছত্তিশগড়

  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রজাতন্ত্র দিবসের ভাষণে ২০২৩-২৪ আর্থিক বছর থেকে যুবকদের জন্য বেকারত্ব ভাতা ঘোষণা করেছিলেন।
  • ছত্তিশগড়ের রেশন কার্ডধারীরা এক বছরের জন্য বিনামূল্যে চাল পাবেন।
  • ছত্তিশগড় রাজ্য উদ্ভাবন কমিশন গঠন করা হবে।
[/spoiler]

২. সম্প্রতি কে FIH-এর প্রেসিডেন্ট পুরস্কারে ভূষিত হলেন?

(A) ডাঃ সান্দুক রুইত
(B) অম্বিকাসুথান মঙ্গদ
(C) অপর্ণা সেন
(D) ভি কার্তিকেয়ান পান্ডিয়ান

[spoiler title=’উত্তর ‘ ] (D) ভি কার্তিকেয়ান পান্ডিয়ান

  • ভুবনেশ্বর এবং সুন্দরগড়ে ২০২৩ সালের FIH পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩ সফলভাবে আয়োজন করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
  • এর আগে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি, হকি ওয়ার্ল্ড লিগ এবং FIH প্রো-লিগের মতো অন্যান্য হকি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিলেন।
[/spoiler]

৩. টম ভারলাইন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিন্মোক্ত কোন দেশের অধিবাসী ছিলেন?

(A) রাশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) জাপান
(D) আমেরিকা

[spoiler title=’উত্তর ‘ ] (D) আমেরিকা

  • কিংবদন্তি আমেরিকান গিটারিস্ট এবং পাঙ্ক রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা, টম ভারলাইন ২৯শে জানুয়ারী ২০২৩-সালে প্রয়াত হয়েছেন।
  • তিনি ১৯৭০ এর পাঙ্ক যুগে তার ব্যান্ড ‘টেলিভিশন’ দিয়ে রক গিটারে বিপ্লব ঘটান।
[/spoiler]

৪. কেন্দ্রীয় সরকার নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রেখেছে?

(A) অটল উদ্যান
(B) শাস্ত্রী উদ্যান
(C) অমৃত উদ্যান
(D) নির্মল উদ্যান

[spoiler title=’উত্তর ‘ ] (C) অমৃত উদ্যান

  • ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন উদ্যানের একটি সাধারণ নাম দিয়েছেন অমৃত উদ্যান।
  • উদ্যানগুলি ৩১শে জানুয়ারী, ২০২৩ এ সাধারণ জনগণের জন্য খোলা হবে এবং সোমবার ব্যতীত ২৬শে মার্চ, ২০২৩ পর্যন্ত খোলা থাকবে।
[/spoiler]

৫. ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NMDC) কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?

(A) আনুশকা শর্মা
(B) নিখাত জারিন
(C) সৌরভ গাঙ্গুলী
(D) বিরাট কোহলি

[spoiler title=’উত্তর ‘ ] (B) নিখাত জারিন

  • তিনি তুরস্কের ইস্তাম্বুলে ২০শে মে, ২০২২-এ মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন।
  • তিনি পঞ্চম ভারতীয় মহিলা যিনি বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
  • ২০১১ সালে, তিনি তুরস্কে AIBA মহিলা জুনিয়র এবং যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত ফ্লাইওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।
  • ২০১৪ সালে, তিনি বুলগেরিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন।
[/spoiler]

৬. অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ এর পুরুষদের এককের ফাইনালে স্টেফানোস সিটসিপাসকে পরাজিত করলেন কে?

(A) রাফায়েল নাদাল
(B) রজার ফেদারার
(C) নোভাক জোকোভিচ
(D) কার্লোস আলকারাজ

[spoiler title=’উত্তর ‘ ] (C) নোভাক জোকোভিচ

  • ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন ছিল একটি গ্র্যান্ড স্ল্যাম-স্তরের টেনিস টুর্নামেন্ট যা ১৬-২৯শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
  • জেসন কুবলার এবং রিঙ্কি হিজিকাটা অস্ট্রেলিয়ান ওপেন 2023 পুরুষদের ডাবলস টুর্নামেন্ট জিতেছিলেন।
  • বারবোরা ক্রেজসিকোভা এবং ক্যাটেরিনা সিনিয়াকোভা মহিলাদের ডাবলসের শিরোপা জিতেছেন।
  • লুইসা স্টেফানি এবং রাফায়েল মাতোস মিক্সড ডাবল টেনিস শিরোপা জিতেছিলেন।
[/spoiler]

৭. পেত্র পাভেল সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন?

(A) আর্জেন্টিনা
(B) চেক প্রজাতন্ত্র
(C) পেরু
(D) জ্যামাইকা

[spoiler title=’উত্তর ‘ ] (B) চেক প্রজাতন্ত্র

  • উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সামরিক কমিটির প্রাক্তন চেয়ারম্যান পেত্র পাভেল, ২৮শে জানুয়ারী ২০২৩-এ চেক প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হয়েছেন।
  • তিনি বর্তমান প্রেসিডেন্ট মিলোস জেমানের স্থলাভিষিক্ত হলেন।
  • চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী: পেত্র ফিয়ালা
  • রাজধানী – প্রাগ
[/spoiler]

৮. ১লা ফেব্রুয়ারি ২০২৩ থেকে আসামের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) নিযুক্ত হলেন কে?

(A) নরেশ লালওয়ানি
(B) ভারত ভাস্কর
(C) শামালভাই বি প্যাটেল
(D) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং

[spoiler title=’উত্তর ‘ ] (D) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং

  • IPS অফিসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে ১লা ফেব্রুয়ারি ২০২৩ থেকে আসামের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) নিযুক্ত করা হয়েছে।
  • বর্তমান ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের অবসরের পর তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
[/spoiler]

৯. পরবর্তী খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কোন রাজ্যে শুরু হবে?

(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) মধ্য প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) মধ্য প্রদেশ

  • আগামী ৩১শে জানুয়ারি থেকে মধ্যপ্রদেশে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস শুরু হবে।
  • KIYG-এর পঞ্চম সংস্করণটি ২০২৩ এর ৩১শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের আটটি শহরে অনুষ্ঠিত হবে।
  • প্রথম টুর্নামেন্ট : ২০১৮ সালে
[/spoiler]

১০. ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মহিলা দল কোন দেশকে হারিয়ে শিরোপা জিতেছে?

(A) শ্রীলংকা
(B) ইংল্যান্ড
(C) দক্ষিন আফ্রিকা
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (B) ইংল্যান্ড

  • ২৯শে জানুয়ারী, ২০২৩-এ, ভারত দক্ষিণ আফ্রিকায় ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করেছে।
  • ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য এটিই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
  • ম্যাচে টার্গেট ছিল ৬৯ রান।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button