100+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর PDF – Science Question Answer in Bengali

100+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর PDF – Science Question Answers in Bengali
দেওয়া রইলো ১০০টিরও বেশি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর । যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়?
কার্বন ডাই-অক্সাইড
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো –
গামা রশ্মি (Gama rays)
মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
পারকিনসন
বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ট্রপোমন্ডল (Troposphere)
দেখে নাও : বিজ্ঞান MCQ – সেট ১০১ – বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর
পৃথিবীর বারি মন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারন করে?
০.৬৮%
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় –
এপিকালচার
মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়
বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় –
আয়োনোস্ফিয়ার
স্টিফেন হকিন্স একজন-
পদার্থবিদ
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
মিথেন গ্যাস
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিকাল ফাইবারঅপটিকাল ফাইবার
দেখে নাও : Mock Test No 98 | General Science | সাধারণ বিজ্ঞানের টেস্ট | WBCS RRB CGL
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের
ছয় ভাগের একভাগ
তাপ ইঞ্জিনের কাজ –
তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
শুন্য
দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
হাইপো-থাইরয়ডিজম
গ্রিনহাউজ কি?
কাচের তৈরি ঘর
দেখে নাও : ৫০০ টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর – PDF
নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
ফিশন
ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ব্রাজিলের রিও ডি জেনিরোতে
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে
প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
৮০-৯০ ভাগ
চা পাতায় কোন ভিটামিন থাকে?
ভিটামিন বি কমপ্লিক্স
বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
৯৯.৯৭ শতাংশ
সুনামির কারণ হলো –
সমুদ্রের তলদেশে ভূমিকম্পন
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়
প্যাথজেনিক
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
ট্রিপসিন
বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?
০.৮
মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
প্লীহাতে
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
ডায়নামো
মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
স্নায়ুতন্ত্রের
প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্মন্ধীয় বিদ্যাকে বলে –
জেনেটিক
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
ডিজেল
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
গামা রশ্মি
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
লাল
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো
আইসোটোপ
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
৭৮.১%
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
ইউ-আকৃতির উপত্যকা
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
ওয়াটসন ও ক্রিক
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
আমিষ
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উট
pH হলো –
অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি
যুক্ত অবস্থার চাইতে অধিক
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো –
তড়িৎবীক্ষণ যন্ত্র
কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
NaHCO3
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
৩
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
বিশেষ ধরনের অনৈচ্ছিক
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
শুক্র
কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
জোয়ার-ভাটার স্রোত
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
নাইট্রোজেন
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
নিউট্রন ও প্রোটন
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
অক্সিজেন পরিবহন করা
সুষম খাদ্যের উপাদান কয়টি?
৬ টি
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
অগ্ন্যাশয় হতে
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
গ্লাইকোজেন
হাড় ও দাঁতকে মজবুত করে –
ক্যালসিয়াম ও ফসফরাস
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল –
চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু জল পাওয়া যায়?
বৃষ্টিপাত
জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি?
জল সেচ
নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
রূপা
কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
খেসারী
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
শ্বসন
বরফ জলে ভাসে কারণ বরফের তুলনায় জলের –
ঘনত্ব বেশি
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
সালফিউরিক
জন্ডিসে আক্রান্ত হয়
যকৃত
MKS পদ্ধতিতে ভরের একক –
কিলোগ্রাম
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
ইস্পাত
অ্যালটিমিটার (Altimeter) কি?
উচ্চতা পরিমাপক যন্ত্র
দুধে কোন অ্যাসিড থাকে ?
ল্যাকটিক অ্যাসিড
মৌমাছির চাষ হলো –
এপিকালচার
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় –
রেক্টিফায়ার হিসেবে
গ্রীনিচ মানমন্দির অবস্থিত –
যুক্তরাজ্যে
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা –
জি. ল্যামেটার
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
জিপসাম
সংকর ধাতু পিতলের উপাদান –
তামা ও দস্তা
ভারী জলের রাসায়নিক সংকেত –
D2O
সর্বাপেক্ষা হালকা গ্যাস –
হাইড্রোজেন
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
পারদ
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় –
কিলোওয়াট-ঘণ্টা
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র –
ক্রেসকোগ্রাফ
স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
নাইট্রিক অ্যাসিড
কাজ ও বলের একক যথাক্রমে –
জুল ও ডাইন
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
হিলিয়াম
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম –
ক্রনোমিটার
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
মাটির অম্লতা হ্রাসের জন্য
মানব দেহে সাধারণভাবে কতগুলি ক্রোমোজোম থাকে?
২৩ জোড়া
মানব দেহে সাধারণভাবে কতগুলি ক্রোমোজোম থাকে?
২৩ জোড়া
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।
Download Section
- File Name: 100+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর PDF – Science Question Answer in Bengali – বাংলা কুইজ
- File Size: 8.7 MB
- No. of Pages: 11
- Format: PDF
- Language: Bengali
- Subject: General Science
To check our latest Posts - Click Here