24th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
24th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৪শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. গবেষকদের একটি দল সম্প্রতি কোন দুই দেশে দীর্ঘ আঙুলযুক্ত বাদুড়ের একটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছে?
(A) মায়ানমার ও নেপাল
(B) শ্রীলংকা ও ভারত
(C) ইরান ও ইরাক
(D) ভুটান ও বাংলাদেশ
- গবেষকদের একটি দল ভারত ও শ্রীলঙ্কায় দীর্ঘ আঙুলযুক্ত বাদুড়ের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছে।
- এই নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘Miniopterus phillipsi’।
- এর আগে, মেঘালয়ে ‘Glischropus meghalayanus’ নামে মোটা-আঙুলযুক্ত বাদুড়ের একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে।
২. কোন দেশে, বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্করসম্প্রতি ‘ভারতীয় দূতাবাস’-এর উদ্বোধন করলেন?
(A) চাদ
(B) প্যারাগুয়ে
(C) দক্ষিণ কোরিয়া
(D) ঘানা
- পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর প্যারাগুয়েতে তাঁর সরকারী সফরের সময় ২৩শে আগস্ট ২০২২-এ আসানসিয়নে নতুন ভারতীয় দূতাবাসের উদ্বোধন করেছেন।
- তিনি ২১শে আগস্ট প্যারাগুয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তিও উন্মোচন করেছেন।
৩. যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) প্রদীপ সিং রাজপুরোহিত
(B) বিক্রম দোরাইস্বামী
(C) নবতেজ সারনা
(D) অরুণ কুমার সিং
- বিক্রম দোরাইস্বামী, যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
- তিনি গায়ত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত হবেন, যিনি ৩০শে জুন ২০২২-এ অবসর গ্রহণ করেছেন।
- দোরাইস্বামী বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার।
- বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা।
৪. কোন রাজ্য সরকার বৃত্তি প্রদানের জন্য সম্পত্তি ব্রিটিশ হাই কমিশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(A) ঝাড়খণ্ড
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) গোয়া
- ঝাড়খণ্ড সরকার ২৩শে আগস্ট ২০২২-এ ব্রিটিশ হাই কমিশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
- রাজ্যের অনগ্রসর শ্রেণীর পাঁচজন মেধাবী ছাত্রকে ‘চেভেনিং মারাং গোমকে জয়পাল সিং মুন্ডা বৃত্তি’ প্রদানের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
- এই বৃত্তিটি যুক্তরাজ্যে এক বছরের মাস্টার্স করার জন্য সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করবে।
- ভারতে ব্রিটিশ হাইকমিশনার: অ্যালেক্স এলিস।
৫. ‘India Clean Air Summit’ (ICAS)-এর চতুর্থ সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
(A) বেঙ্গালুরু
(B) জয়পুর
(C) আহমেদাবাদ
(D) মুম্বাই
- ‘ইন্ডিয়া ক্লিন এয়ার সামিট’ (ICAS) এর চতুর্থ সংস্করণ ২৩শে আগস্ট ২০২২ এ বেঙ্গালুরুতে শুরু হয়েছে।
- এটির আয়োজন করেছে ‘সেন্টার ফর এয়ার পলিউশন স্টাডিজ’ এবং ‘সেন্টার ফর স্টাডি অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড পলিসি’।
- এই সম্মেলনের থিম: “The Right to Life: Citizens at the Centre of Science”।
৬. হিমাচল প্রদেশে নিরাপদ পানীয় জল সরবরাহ এবং স্যানিটেশন পরিষেবাগুলি উন্নত করতে নিম্নোক্ত কোনটির সাথে ভারত ৯৬.৩-মিলিয়ন ডলারের ঋণের চুক্তি স্বাক্ষর করেছে?
(A) AIIB
(B) NDB
(C) বিশ্ব ব্যাংক
(D) ADB
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এবং ভারত ৯৬.৩ মিলিয়ন ডলারের ঋণের এই চুক্তি স্বাক্ষর করেছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক :
- সদর দপ্তর : ফিলিপাইনসের মান্দালুয়ং
- প্রতিষ্ঠা : ১৯শে ডিসেম্বর ১৯৬৬।
৭. ভারতীয় পুরুষ ভলিবল দল সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ১৪তম এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে কোরিয়াকে ৩-২-এ পরাজিত করে ______পদক জিতেছে।
(A) স্বর্ণ
(B) রৌপ্য
(C) ব্রোঞ্জ
(D) কোনোটিই নয়
- ভারতীয় পুরুষ ভলিবল দল ২২শে আগস্ট ২০২২-এ তেহরানে ১৪তম এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে কোরিয়াকে ৩-২ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে।
- ফাইনালে ইরানকে হারিয়ে সোনা জিতেছে জাপান।
৮. ভারত UNESCO এর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় স্থান পাওয়ার জন্য কোন নৃত্যকে মনোনীত করেছে?
(A) লুর
(B) ঝুমার
(C) খোর
(D) গরবা
- ২০২১ সালে, ‘দুর্গা পূজা’ UNESCO এর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
UNESCO :
- সদর দপ্তর : ফ্রান্সের প্যারিসে
- প্রতিষ্ঠা : ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর, লন্ডনে।
৯. ইলাস্ট্রেটেড রিপোর্টিং এবং কমেন্টারি বিভাগের অধীনে ২০২২ সালের ‘পুলিৎজার পুরস্কার’-এর জন্য সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?
(A) মিশেল পুনাওয়ালা
(B) আরদেশীর বি.কে. দুবাশ
(C) ফাহমিদা আজিম
(D) বিজয় অমৃতরাজ
- যুক্তরাষ্ট্রের ইনসাইডার অনলাইন ম্যাগাজিনে কর্মরত বাংলাদেশে জন্মগ্রহণকারী ফাহমিদা আজিম ২০২২ সালের পুলিৎজার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাকে ইলাস্ট্রেটেড রিপোর্টিং এবং কমেন্টারি বিভাগের অধীনে পুরস্কৃত করা হবে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here