Current Topics
প্রজাতন্ত্র দিবস ২০২৩ ট্যাবলো: কর্তব্য পথে প্রদর্শিত ২৩টি রাজ্য, মন্ত্রকের ট্যাবলো
List of Republic Day Tableau 2023
প্রজাতন্ত্র দিবস ২০২৩ ট্যাবলো: কর্তব্য পথে প্রদর্শিত ২৩টি রাজ্য, মন্ত্রকের ট্যাবলো
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্য পথের কুচকাওয়াজের অংশ হিসাবে মোট ২৩টি মূকনাট্যের (tableaux) আয়োজন হয়েছিল – ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং ছয়টি বিভিন্ন মন্ত্রক ও বিভাগ থেকে।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ১৭টি ট্যাবলোর তালিকা :
নং | রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | ট্যাবলো |
---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | প্রভালা তীর্থম – মকর সংক্রান্তির সময় কৃষকদের একটি উৎসব |
২ | আসাম | বীরদের দেশ এবং আধ্যাত্মবাদ |
৩ | লাদাখ | লাদাখের পর্যটন এবং যৌগিক সংস্কৃতি |
৪ | উত্তরাখণ্ড | মানসখণ্ড |
৫ | ত্রিপুরা | নারীদের সক্রিয় অংশগ্রহণে ত্রিপুরায় পর্যটন ও জৈব চাষের মাধ্যমে টেকসই জীবিকা |
৬ | গুজরাট | ক্লিন গ্রিন এনার্জি এফিসিয়েন্ট গুজরাট |
৭ | ঝাড়খণ্ড | বাবা বৈদ্যনাথ ধাম |
৮ | অরুণাচল প্রদেশ | অরুণাচল প্রদেশে পর্যটন সম্ভাবনা |
৯ | জম্মু ও কাশ্মীর | নয়া জম্মু ও কাশ্মীর |
১০ | কেরালা | নারী শক্তি |
১১ | পশ্চিমবঙ্গ | কলকাতায় দুর্গাপূজা: UNESCOদ্বারা মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য অন্তর্নির্মিত |
১২ | মহারাষ্ট্র | সাড়েতিন শক্তিপীঠ এবং নারী শক্তি |
১৩ | তামিলনাড়ু | তামিলনাড়ুর নারী ক্ষমতায়ন ও সংস্কৃতি |
১৪ | কর্ণাটক | নারীর শক্তি উদযাপন |
১৫ | হরিয়ানা | আন্তর্জাতিক গীতা মহোৎসব |
১৬ | দাদর নগর হাভেলি এবং দমন ও দিউ | উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ |
১৭ | উত্তরপ্রদেশ | অযোধ্যা দীপোৎসব |
এছাড়াও, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো), আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় (কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ), উপজাতি বিষয়ক মন্ত্রণালয় এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক (Indian Council Agriculture Research) থেকে ছয়টি ট্যাবলো প্রদর্শনে ছিল, যা গত কয়েক বছরের মন্ত্রক গুলির কাজ এবং কৃতিত্বগুলি প্রদর্শন করেছে।
- উত্তরপ্রদেশের মূকনাট্যে দেখানো হয়েছে ভগবান রাম এবং দেবী সীতাকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় অযোধ্যার মানুষের স্বাগত জানানোর এবং মন্দিরের শহরে দীপোৎসব উদযাপনের দৃশ্য।
- উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত, অরুণাচল প্রদেশ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তার পর্যটন সম্ভাবনা প্রদর্শন করেছে। মূকনাট্যে রাজ্যের অ্যাডভেঞ্চার, খেলাধুলা, বাস্তুশাস্ত্র, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস এবং প্রত্নতত্ত্বের ক্ষেত্রে পর্যটনের সম্ভাবনা প্রদর্শন করা হয়েছে।
- কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়ার দৃশ্য এবং কৃষ্ণের “বিরাট স্বরূপ” হরিয়ানার কর্তব্য পথে প্রদর্শিত মূকনাট্যের কেন্দ্রবিন্দু।
- লাদাখের ট্যাবলোতে কার্গিলের পাথর কাটা মূর্তি সহ আদিম প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়েছে।
এরকম আরও কিছু পোস্ট :
- প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথিদের তালিকা ১৯৫০ – ২০২৩
- প্রজাতন্ত্র দিবস ক্যুইজ – প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কতটা জানেন ?
To check our latest Posts - Click Here