Current Topics

আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান – রায়মোনা জাতীয় উদ্যান

6th National Park of Assam - Raimona National Park

আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান – রায়মোনা জাতীয় উদ্যান

আসামের রিজার্ভ অরণ্য রায়মোনা সম্প্রতি জাতীয় উদ্যানের তকমা পেয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সারমা ও বনমন্ত্রী পরিমল সুকলাবৈদ্য ২০২১ সালের ৫ই জুন পরিবেশ দিবসে গান্ধী মণ্ডপে আয়োজিত এক অনুসাথে এই ঘোষণা করেছেন। যদিও রায়মোনা জাতীয় উদ্যান এর অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে তৎকালীন বনমন্ত্রী পরিমল সুকলাবৈদ্যর উদ্যোগে।

কোকরাঝার জেলার রায়মোনা আসামের ষষ্ঠ জাতীয় উদ্যানে পরিণত হয়েছে। পেকুয়া নদী রায়মনার দক্ষিণ সীমানা নির্ধারণ করে।
এই জাতীয় উদ্যানের ১৫০ এরও বেশি প্রজাতির প্রজাপতি, ১৭০ এর বেশি প্রজাতির পাখি এবং ৩৫০ এর বেশি প্রজাতির গাছপালা দেখতে পাওয়া যায়।

আসামের বাকি পাঁচটি জাতীয় উদ্যান হলো –

  • ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যান
  • কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
  • মানস জাতীয় উদ্যান
  • নামেই জাতীয় উদ্যান
  • রাজীব গান্ধী ওরং জাতীয় উদ্যান

দেখে নাও ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা – Click Here 

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button