সিবিআই-এর নতুন ডিরেক্টর নিযুক্ত হলেন সুবোধ কুমার জসওয়াল
Subodh Kumar Jaiswal appointed as CBI's New Director
সিবিআই-এর নতুন ডিরেক্টর/প্রধান নিযুক্ত হলেন আইপিএস অফিসার সুবোধ কুমার জসওয়াল।
সিবিআই-এর নতুন ডিরেক্টর/প্রধান : সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসাবে ৩ জন তথা সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার জয়সওয়াল, সীমা সুরক্ষা বলের ডিজি কুমার রাজেশ চন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব বিএসকে কউমুদির নাম উঠে আসে।এঁদের মধ্যে প্রবীণতম হলেন সুবোধ কুমার জয়সওয়াল। তাই সিবিআই প্রধানের পদে বসার দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন। সোমবার সিবিআই ডিরেক্টর বেছে নিতে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনা। তিনজনের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর সুবোধ কুমার জয়সওয়ালের নাম চূড়ান্ত হয় এবং সুবোধ কুমারের নিয়োগের ঘোষণা করা হয় অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেটের তরফে।
- মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস শ্রী সুবোধ ১৯৮৫ সালের ব্যাচের। বর্তমানে তিনি সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন।
- পূর্বে তিনি মহারাষ্ট্র পুলিশের প্রধান এর পাশাপাশি মুম্বই অ্যান্টি টেরোরিসম স্কোয়াডেও হিসেবে কাজ সামলেছেন।
- সুবোধ কুমার জয়সওয়াল প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও দেশের ইনটেলিজেন্স এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (R&AW)এর হয়েও আগে কাজ করেছেন।
- আগামী দু’বছরের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ CBI এর প্রধান পদে কাজ করবেন তিনি।
- ২০২১ সালের ফেব্রুয়ারির মাসে সিবিআই-এর পূর্ব ডিরেক্টর ঋষি কুমার শুক্লর মেয়াদ শেষ হয় ,এরপর ফাঁকা ছিল সিবিআই ডিরেক্টরের পদ। অ্যাডিশনাল ডিরেক্টর প্রবীন সিনহা মাঝের সময়কালে অন্তর্বর্তী প্রধান হিসেবে সামলাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর কাজ।
CBI : সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau of Investigation).
প্রতিষ্ঠা : ১ এপ্রিল,১৯৬৩ সাল। (১৯৪২ সালে Special Police Establishment গঠিত হয়। )
প্রধানকার্যালয় : নতুন দিল্লী।
প্রথম প্রধান /ডিরেক্টর : ডি.পি.কোহলি।
নীতি বাক্য (Motto ): Industry, Impartiality, Integrity .
আরো দেখে নাও : গুরুত্বপূর্ণ সংস্থার CEO ও সদর দপ্তর এর তালিকা । List of Companies and their CEO in India । PDF
সামরিক অভিযান | গুরুত্বপূর্ণ সেনা অপারেশন PDF
ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মূলমন্ত্র
To check our latest Posts - Click Here