NotesGeneral Knowledge Notes in Bengali

গুরুত্বপূর্ণ সামরিক অভিযান | গুরুত্বপূর্ণ সেনা অপারেশন – PDF

Important Indian Army Operations

গুরুত্বপূর্ণ সামরিক অভিযান তালিকা : প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু গুরুত্বপূর্ণ সেনা অপারেশন / সামরিক অভিযান –  এর তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই সামরিক অভিযানের তালিকা। নিম্নোক্ত সামরিক অভিযানগুলির মধ্যে বেশির ভাগ অভিযান সম্পন্ন হয়েছে ভরতীয় সেনা / বায়ুসেনা / নৌসেনা / আধা-সামরিক সেনা দ্বারা (অপারেশন জেরোনিমো ছাড়া )।

ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ( PDF )

ভারতের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর মূলমন্ত্র

গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের তালিকা

গুরুত্বপূর্ণ সেনা অভিযানের তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃঅপারেশনসালবর্ণনা
অপারেশন পোলো১৯৪৮নিজামের কাছ থেকে হায়দ্রাবাদ দখল
অপারেশন বিজয় (১)১৯৬১পর্তুগিজদের থেকে গোয়া, দমন ও দিউ ও অঞ্জিদ্বীপ মুক্ত করার জন্য
অপারেশন পাইথন১৯৭১ভারতীয় নৌসেনা দ্বারা করাচি বন্দর আক্রমণ
অপারেশন ক্যাকটাস লিলি১৯৭১ভারতীয় বায়ুসেনা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের জন্য সহায়তা প্রদান করে
অপারেশন ট্রাইডেন্ট১৯৭১১৯৭১ সালে করাচি বন্দনের ভারত নৌ অভিযান চালায়। এই অভিযানকে স্মরণীয় করতে ভারতবর্ষ প্রতিবছর ৪ই ডিসেম্বর নৌ-দিবস পালন করে ।
অপারেশন স্মাইলিং বুদ্ধা১৯৭৪ভারতের প্রথম পারমাণবিক বোমা টেস্ট হয়েছিল ১৮ই মে , ১৯৭৪ সালে , পোখরানে
অপারেশন ব্লু ষ্টার১৯৮৪১৯৮৪ সালের ৩য় জুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমৃতসরের হারমিন্দার সাহিব কমপ্লেক্স দখল করার জন্য করান
অপারেশন মেঘদূত১৯৮৪ভারতীয় বিমানবাহিনী দ্বারা সিয়াচেন দখল
অপারেশন পবন১৯৮৭LTTE-র হাত থেকে জাফনাকে মুক্ত করতে ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর (IPKF ) অপারেশন
১০অপারেশন রাজীব১৯৮৭জাফনাকে LTTE দখলমুক্ত করতে ভারতীয় শান্তিবাহিনী অভিযান চালায়।
১১অপারেশন বিরাট১৯৮৮উত্তর শ্রীলংকায় LTTE -র বিরুদ্ধে IPKF এর অভিযান
১২অপারেশন ত্রিশূল১৯৮৮শ্রীলংকায় LTTE -র বিরুদ্ধে IPKF এর অভিযান
১৩অপারেশন চেকমেট১৯৮৮শ্রীলংকার বাদামরচি অঞ্চলে LTTE -র বিরুদ্ধে IPKF এর অভিযান
১৪অপারেশন ক্যাকটাস১৯৮৮মালদ্বীপে তামিল জাতীয়তাবাদীদের ভাড়াটে বাহিনীকে বহিষ্কারের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী এই অভিযান চালায়
১৫অপারেশন ব্ল্যাক থান্ডার১৯৮৮স্বর্ণমন্দিরকে সন্ত্রাসমুক্ত করা হয়
১৬অপারেশন বজরং১৯৯০আসামের উলফাদের বিরুদ্ধে কার্যক্রম
১৭অপারেশন রাইনো১৯৯২আসামের উলফা নেতাদের সন্ধানে
১৮অপারেশন গুড সামারিটান১৯৯৫মনিপুরে মানব হিতৈষী কাজ করার জন্য
১৯অপারেশন বিজয় (২)১৯৯৯কার্গিল যুদ্ধে অনুপ্রবেশকারীদের কার্গিল সেক্টর থেকে ফেরত পাঠানোর জন্য
২০অপারেশন সফেদ সাগর১৯৯৯LoC থেকে পাকিস্তান সেনাবাহিনীকে বিতরণ করার জন্য ভারতীয় বায়ুসেনার অভিযান
২১অপারেশন ওয়েস্ট এন্ড২০০১তেহেলকা কান্ড
২২অপারেশন পরাক্রম২০০১২০০১ সালের ১৩ই ডিসেম্বর সংসদভবন আক্রমণের সময় সংসদভবনকে মুক্ত করতে এই অভিযান চালানো হয়।
২৩অপারেশন বজ্রশক্তি২০০২গুজরাটের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরকে সন্ত্রাসবাদীর কবল থেকে মুক্ত করতে এই অভিযান চালানো হয় ।
২৪অপারেশন গম্ভীর২০০৪ইন্দোনেশিয়া থেকে সুনামি কবলিতদের উদ্ধার
২৫অপারেশন দুর্যোধন২০০৫লোকসভার সদস্যদের ঘুষ নেওয়ার বিরুদ্ধে
২৬অপারেশন গুডউইল২০০৫জম্মু ও কাশ্মীরে মানব হিতৈষী কাজ করার জন্য
২৭অপারেশন সুকূন২০০৬লেবাননের যুদ্ধের সময় ভারতীয়দের উদ্ধার
২৮অপারেশন ব্ল্যাক টর্নেডো২০০৮২০০৮ সালের মুম্বাই -এর তাজ হেটেলে জঙ্গি আক্রমণ দমন
২৯অপারেশন সাইক্লোন২০০৮মুম্বাইয়ের নারিমন পয়েন্টে সন্ত্রাসবাদীদের সন্ধানে NSG -এর অভিযান
৩০জেরোনিমো২০১১লাদেনকে খোঁজা
৩১অপারেশন এক্স (X)২০১২আজমল কাসাবের ফাঁসি
৩২অপারেশন রাহাত২০১৩ইমেন থেকে উদ্ধার কার্য
৩৩অপারেশন সূর্য-হোপ২০১৩উত্তরাখণ্ডের কেদারনাথ-বদ্রীনাথে বন্যা কবলিত মানুষদের উদ্ধারকার্য
৩৪অপারেশন মেঘ রাহাত২০১৪জম্মু ও কাশ্মীর থেকে বন্যা কবলিতদের উদ্ধার
৩৫অপারেশন সার্চ লাইট২০১৪মালয়েশিয়ার MH17 বিমানটির খোঁজ ভারতীয় সেনা দ্বারা
৩৬অপারেশন অল আউট২০১৪আসামে বোডোদের দমন
৩৭অপারেশন মৈত্রী২০১৫নেপাল থেকে ভূমিকম্প কবলিতদের উদ্ধার
৩৮অপারেশন ধানগু সুরক্ষা২০১৬পাঠানকোটে জঙ্গি দমন
৩৯অপারেশন সংকট মোচন২০১৬দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলাকালীন ভারতীয়-সহ অন্যান্য বিদেশীদের নিরাপদ স্থানে সরানো
৪০অপারেশন সার্জিকাল স্ট্রাইক২০১৬উরি হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে LoC বরাবর পাকিস্তানের চরমপন্থী বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অভিযান
৪১অপারেশন ইনসানিয়াত২০১৭অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহ
৪২অপারেশন শিবা২০১৯অমরনাথ তীর্থযাত্রীদের উদ্ধারকার্য
৪৩অপারেশন দেবী শক্তি২০২১ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান থেকে হিন্দু ও শিখদের ফিরিয়ে আনার জন্য
৪৪অপারেশন গঙ্গা২০২২রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে, ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য
গুরুত্বপূর্ণ সামরিক অভিযান তালিকা

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।


Download Section

  • File Name : সামরিক অভিযান _ গুরুত্বপূর্ণ সেনা অপারেশন – বাংলা কুইজ
  • File Size : 1517 KB
  • No. of Pages : 04
  • Format : PDF

আরো দেখে নাও :

৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১(Opens in a new browser tab)

ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)(Opens in a new browser tab)

গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India(Opens in a new browser tab)

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button