ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না
21 Amazing Facts About Indian Railways that You Probably Didn't Know
ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না
১. ভারতীয় রেলওয়ে হল এশিয়ার দ্বিতীয় ( চীনের পরে ) ও পৃথবীর চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক (আমেরিকা, চীন, রাশিয়ার পরে )। ভারতের রেলের বর্তমান ট্রাক দৈর্ঘ্য প্রায় ১,২৩,৪৫২ কিমি ও রেল রুটের দৈর্ঘ্য প্রায় ৬৭,৪১৫ কিমি যা পৃথিবীর পরিধির ১.৫ গুণ।
২. ২১ শে আগষ্ট ১৮৪৭ সালে ভারতের প্রথম রেলওয়ে ট্রাক প্রতিস্থাপন করা হয়। ৫৬ কিমি দীর্ঘ এই রেল লাইন বোম্বাই থেকে খান্দেশ পর্যন্ত বিস্তৃত ছিল। ১৮৫৩ সালে বোম্বায়ের বরি বন্দরে ভারতের প্রথম রেলওয়ে স্টেশন তৈরি হয়।
৩. ভারতের রেলের প্রথম প্যাসেঞ্জার ট্রেন তার যাত্রা শুরু করে ১৬ ই এপ্রিল ১৮৫৩ সালে। বরি বন্দর (বোম্বাই) থেকে থানে পর্যন্ত ৪০০ জন যাত্রী নিয়ে ৩৪ কিমি দীর্ঘ ছিল এই যাত্রা । এই ট্রেনটির তিনটি ইঞ্জিন ছিল – সাহিব, সিন্ধ ও সুলতান।
৪. ৩ রা ফেব্রুয়ারি ১৯২৫ সালে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চলে, বোম্বাই ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুরলা হার্বার পর্যন্ত।
৫. ভারতীয় রেলের ম্যাসকট হল ভলু দা গার্ড। এটি একটি হাতি।
৬. ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি ভারতীয় রেলে কম্পিউটার টিকিট সংরক্ষণ ব্যবস্থা চালু হয় নতুন দিল্লীতে।
৭. প্রায় ১৬ লক্ষ লোক ভারতীয় রেলে কর্মরত,যা প্রতিদিন প্রায় ২৫০ লক্ষ যাত্রীর যাতায়াতের মাধ্যম।
৮. ভারতীয় রেলে মোট ১৮ টি জোন ও ৭৩২১ টি রেলওয়ে স্টেশন আছে। বৃহত্তম জোন: নর্দার্ন রেলওয়ে।
৯. ১৩৬৬ মিটার লম্বা, গোরখপুর রেলস্টেশনের প্লাটফর্মে ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম।
উত্তরপ্রদেশের হুবলি তে দীর্ঘতম প্ল্যাটফর্ম তৈরির কাজ চলেছে,এর দৈর্ঘ্য হবে ১৪০০ মিটার।
১০. হাওড়া স্টেশন হল ভারতের সর্বাধিক প্ল্যাটফর্ম যুক্ত রেলওয়ে স্টেশন।
প্ল্যাটফর্ম সংখ্যা : ২৩.
ট্রাক সংখ্যা : ২৫.
১১. দার্জিলিঙের ঘুম স্টেশন হল ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। এটি ২২৫৮ মিটার উচ্চতায় অবস্থিত।
[ আরো দেখে নিন – প্রশ্নোত্তরে ভারতীয় রেল ]
১২. ওড়িশার Ib রেলওয়ে স্টেশন ভারতের সমস্ত রেলওয়ে স্টেশন গুলির মধ্যে ক্ষুদ্রতম নাম যুক্ত রেলওয়ে স্টেশন।
১৩. তামিলনাড়ুর Puratchi Thalaivar Dr.Maruthur Gopalan Ramachandran Central Railway Station রেলওয়ে স্টেশন ভারতের সমস্ত রেলওয়ে স্টেশন গুলির মধ্যে দীর্ঘতম নাম যুক্ত রেলওয়ে স্টেশন।
১৪. দার্জিলিং – এ এখনো বাস্পচালিত ইঞ্জিনে টয় ট্রেন চলে,এই ইঞ্জিন ১৮৮১ সালে তৈরি।
১৫. মেটুপালায়াম – উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন হল ভারতের ধীরতম গতি সম্পন্ন ট্রেন।
গড় বেগ ১০ কিমি/ঘণ্টা।
১৬. দিল্লী- ঝানসি গতিমান এক্সপ্রেস হল ভারতের দ্রুততম ট্রেন।
সর্ব্বোচ গতি :১৬০ কিমি/ঘণ্টা।
যদিও ট্রেন-১৮- এর ট্রায়ালের সময় সর্বোচ্চ গতি ১৮০কিমি/ঘণ্টা তে পৌঁছে ছিল।
১৭. ভারতের রেলের দীর্ঘতম রুট হল- দিব্রুঘর – কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস।
৪২৮৬ কিমি দীর্ঘ এই পথ অতিক্রম করতে বিবেক এক্সপ্রেসের প্রায় ৮৩ ঘণ্টা সময় লাগে।
১৮. সিকিম ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনো রেল স্টেশন নেই।
১৯. ভাওয়ানি মন্ডি ভারতের একটি রেলওয়ে স্টেশন যার অবস্থান রাজস্থান ও মধ্যপ্রদেশ দুটি রাজ্য জুড়ে।
২০. হাওড়া – অমৃতসর এক্সপ্রেসের যাত্রা পথে ১১৫ টি স্টপেজ আছে। ভারতের এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যেটি সর্বোচ্চ।
২১. শ্রীরামপুর ও বেলাপুর হল মহারাষ্ট্রের আহামেদনগর জেলায় একই স্থানে অবস্থিত দুটি রেল স্টেশন। এই দুটি স্টেশন একই রেলওয়ে ট্রাকের বিপরীত দিকে অবস্থিত।
To check our latest Posts - Click Here
Valuable informations
Amazing and interesting information about our glorious Indian Railways!
Onek kota question jante parlam,,,good job muku da
18 number ta vul ache……,
Content gulo khub valo lagche