Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4.1/5 - (209 votes)

Daily Bengali Current Affairs at a Glance 

  • মুম্বাইয়ের বাইকুল্লা রেলস্টেশন ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কার পেয়েছে।
  • প্রখ্যাত পাঞ্জাবি গায়ক সুরিন্দর শিন্দা পাঞ্জাবের লুধিয়ানায় মারা গেছেন।
  • IFS অফিসার প্রভাত কুমার দক্ষিণ আফ্রিকার পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • প্রবীণ সাংবাদিক এবং ANI-এর প্রতিষ্ঠাতা প্রেম প্রকাশকে সাংবাদিকতায় অবদানের জন্য দিল্লিতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে ।
  • কাউন্সেলর ইরশাদ আহমেদ সিরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের সিকারে এক লাখ পঁচিশ হাজার প্রধানমন্ত্রী কিষাণ সমিতি কেন্দ্র (PMKSK ) জাতিকে উৎসর্গ করবেন।
  • ১৭ বছর বয়সী আদিত্য সামন্ত সম্প্রতি ভারতের ৮৩তম গ্রান্ড মাস্টার হয়েছেন।
  • পশ্চিমবঙ্গে এই ‘ম্যানগ্রোভ সেল‘ গঠনের কথা ঘোষণা করা হয়েছে।
  •  ‘কেনেডি‘ মেলবোর্নে আয়োজিত ১৪ তম ভারতীয় চলচ্চিত্র উৎসব (lFFM) এর সমাপনী রাতের চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে।
  • জোজিলা টানেল, যা লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্ব-আবহাওয়া সংযোগ স্থাপন করবে বলে আশা করা হচ্ছে, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

27th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফে

য়ার্সগুলি ( 27th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 25th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মুম্বাইয়ের কোন স্টেশনটি ২০২৩ সালের জুলাইয়ে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য (Cultural Heritage ) পুরস্কার পেয়েছে?

(A) বান্দ্রা
(B) বাইকুল্লা
(C) মালাড
(D) মুম্বাই সেন্ট্রাল

উত্তর
(B) বাইকুল্লা

  • মুম্বাইয়ের বাইকুল্লা রেলস্টেশন ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কার পেয়েছে।
  • মুম্বাইয়ের ১৬৯ বছর বয়সী বাইকুল্লা রেলওয়ে স্টেশনটি বিশ্বের প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি।
  • এই পুরস্কার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পুরস্কার প্রদান করা হয়।

২. সম্প্রতি প্রয়াত হয়েছেন সুরিন্দর সিন্দা। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাথে মূলত জড়িত ছিলেন ?

(A) সংগীত
(B) রাজনীতি
(C) খেলাধুলা
(D) অভিনয়

উত্তর
(A) সংগীত

  • প্রখ্যাত পাঞ্জাবি গায়ক সুরিন্দর শিন্দা পাঞ্জাবের লুধিয়ানায় মারা গেছেন।
  • ২০১৩ সালে, তিনি কিংবদন্তি ভাংড়া শিল্পী হিসাবে অবদানের জন্য ব্রিট এশিয়া মিউজিক কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হন।

৩. দক্ষিণ আফ্রিকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) প্রভাত কুমার
(B) দীপক মিগলানি
(C) মণীশ গুপ্ত
(D) দেবেশ উত্তম

উত্তর
(A) প্রভাত কুমার
IFS অফিসার প্রভাত কুমার দক্ষিণ আফ্রিকার পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

৪. সাংবাদিকতায় অবদানের জন্য প্রবীণ সাংবাদিক প্রেম প্রকাশকে দিল্লিতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। তিনি নিম্নলিখিত কোনটির প্রতিষ্ঠাতা?

(A) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল
(B) ফ্রি প্রেস অফ ইন্ডিয়া
(C) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া
(D) প্রেস ইনফরমেশন ব্যুরো

উত্তর
(A) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল

  • প্রবীণ সাংবাদিক এবং ANI-এর প্রতিষ্ঠাতা প্রেম প্রকাশকে সাংবাদিকতায় অবদানের জন্য দিল্লিতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে ।
  • এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত।

৫. সিরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) দেবেশ উত্তম
(B) পিকে অশোক বাবু
(C) ইরশাদ আহমদ
(D) দীপক মিগলানি

উত্তর
(C) ইরশাদ আহমদ

  • কাউন্সেলর ইরশাদ আহমেদ সিরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • বিদেশ মন্ত্রকের (MEA) একটি রিলিজ অনুসারে, আহমেদ শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন।

৬. রাজস্থানের কোন জায়গা থেকে প্রধানমন্ত্রী মোদী ১.২৫ লক্ষ প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র দেশকে উৎসর্গ করেছেন?

(A) জয়সলমীর
(B) উদয়পুর
(C) সিকার
(D) জয়পুর

উত্তর
(C) সিকার

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের সিকারে এক লাখ পঁচিশ হাজার প্রধানমন্ত্রী কিষাণ সমিতি কেন্দ্র (PMKSK ) জাতিকে উৎসর্গ করবেন।
  • এই কেন্দ্রগুলি কৃষি-সম্পর্কিত সমস্ত তথ্য এবং পরিষেবাগুলির জন্য ওয়ান স্টপ শপ হিসাবে কাজ করবে।

৭. কে ভারতের ৮৩তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন?

(A) বিদিত গুজরাঠি
(B) সময় রায়না
(C) পেন্টলা হরিকৃষ্ণ
(D) আদিত্য সামন্ত

উত্তর
(D) আদিত্য সামন্ত

  • ১৭ বছর বয়সী আদিত্য সামন্ত সম্প্রতি ভারতের ৮৩তম গ্রান্ড মাস্টার হয়েছেন।
  • একজন গ্রান্ড মাস্টার হওয়ার জন্য একজন খেলোয়াড়কে তিনটি GM নিয়ম পেতে হয় এবং ২,৫০০ ইলো পয়েন্টের লাইভ রেটিং অতিক্রম করতে হবে।

৮. ম্যানগ্রোভ সেল ভারতের কোন রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে?

(A) তামিলনাড়ু
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) কেরালা

উত্তর
(C) পশ্চিমবঙ্গ

  • পশ্চিমবঙ্গে ভারতের প্রায় ৪০% ম্যানগ্রোভ বন রয়েছে।
  • সম্প্রতি ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস (International Day for the Conservation of the Mangrove Ecosystem ) উপলক্ষে পশ্চিমবঙ্গে এই ‘ম্যানগ্রোভ সেল’ গঠনের কথা ঘোষণা করা হয়েছে।

৯. মেলবোর্নে আয়োজিত ১৪তম ভারতীয় চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্রটি হতে চলেছে –

(A) Gangs of Wasseypur
(B) Gully Boy
(C) Lootera
(D) Kennedy

উত্তর
(D) Kennedy
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘কেনেডি’ মেলবোর্নে আয়োজিত ১৪ তম ভারতীয় চলচ্চিত্র উৎসব (lFFM) এর সমাপনী রাতের চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে।

১০. জোজি-লা টানেল ভারতের কোন অঞ্চলে নির্মিত হচ্ছে?

(A) সিকিম
(B) লাদাখ
(C) হিমাচল প্রদেশ
(D) উত্তরাখণ্ড

উত্তর
(C) হিমাচল প্রদেশ
জোজিলা টানেল, যা লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্ব-আবহাওয়া সংযোগ স্থাপন করবে বলে আশা করা হচ্ছে, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker