Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 10th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১১ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস উদযাপিত হয়?

(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
(C) ডাঃ জাকির হোসেন
(D) এপিজে আব্দুল কালাম

[spoiler title=’উত্তর ‘ ] (A) মৌলানা আবুল কালাম আজাদ

  • স্বাধীনতার পর (১৯৪৭-৫৮) ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১১ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালিত হয়।
  • মৌলানা আজাদ ছিলেন স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার মূল স্থপতি।
  • সরকার ২০০৮ সালে ১১ই নভেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করে।
  • মৌলানা আজাদকে ১৯৯২ সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল।
[/spoiler]

২. কোথায় কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ‘ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার’ (IBDC) স্থাপন করেছেন?

(A) ফরিদাবাদ
(B) নাগপুর
(C) মোহালি
(D) লখনউ

[spoiler title=’উত্তর ‘ ] (A) ফরিদাবাদ

  • কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ১০ই নভেম্বর ২০২২-এ ভারতের প্রথম ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার (IBDC) স্থাপন করেছেন।
  • এখানে ভারতে গবেষণা থেকে উৎপন্ন সমস্ত জৈব বৈজ্ঞানিক ডেটা সংরক্ষণ করা হবে।
[/spoiler]

৩. বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্র ‘তাশিগাং’ নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

(A) লাদাখ
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) সিকিম

[spoiler title=’উত্তর ‘ ] (B) হিমাচল প্রদেশ

  • হিমাচল প্রদেশের তাশিগাং হল বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্র, যা  ১৫২৫৬ ফুট উপরে অবস্থিত।
  • তাশিগাং থেকে ১২ই নভেম্বর ২০২২-এ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়া হবে।
  • তাশিগাং ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • এই প্রত্যন্ত গ্রামটি লাহৌল-স্পিতি জেলায় অবস্থিত।
[/spoiler]

৪. ইন্ডিয়ান ন্যাশনাল কার্টোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ৪২ তম আন্তর্জাতিক কংগ্রেস সম্প্রতি কোন শহরে আয়োজিত হয়েছে?

(A) হরিদ্বার
(B) মুসৌরি
(C) দেরাদুন
(D) ঋষিকেশ

[spoiler title=’উত্তর ‘ ] (C) দেরাদুন

  • ইন্ডিয়ান ন্যাশনাল কার্টোগ্রাফিক অ্যাসোসিয়েশন (INCA) এর ৪২ তম আন্তর্জাতিক কংগ্রেস ৯ থেকে ১১ই নভেম্বর ২০২২ পর্যন্ত দেরাদুনে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস দ্বারা আয়োজিত হয়েছে।
  • থিম : ‘Digital Cartography to Harness Blue Economy’।
  • INCA প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৯ সালে।
[/spoiler]

৫. কোন রাজ্য ২০২৩ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজন করবে?

(A) গোয়া
(B) হরিয়ানা
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ ২০২৩ সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজন করবে।
  • এটি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণ।
  • প্রথম সংস্করণ ২০২০ সালে ওড়িশায় এবং দ্বিতীয় সংস্করণ ২০২২ সালে কর্নাটকে আয়োজিত হয়েছিল।
[/spoiler]

৬. কোন রাজ্য, রাজ্য পুলিশ কর্মীদের প্রশিক্ষণের জন্য অবসরপ্রাপ্ত সেনা প্রবীণদের নিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে?

(A) উত্তরপ্রদেশ
(B) মেঘালয়
(C) অরুণাচল প্রদেশ
(D) আসাম

[spoiler title=’উত্তর ‘ ] (D) আসাম

  • আসাম মন্ত্রিসভা রাজ্য পুলিশ কর্মীদের প্রশিক্ষণের জন্য অবসরপ্রাপ্ত সেনা প্রবীণদের নিযুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
  • আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে, ব্যাটালিয়নে রাজ্য পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজ্য সরকার কমপক্ষে ৩৪ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মী নিয়োগ করবে।
[/spoiler]

৭. ইন্দো-আমেরিকান অরুণা মিলারকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্টেটে লেফটেন্যান্ট গভর্নরের পদে নিয়োগ করা হয়েছে?

(A) মেরিল্যান্ড
(B) আলাস্কা
(C) ফ্লোরিডা
(D) জর্জিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) মেরিল্যান্ড

  • রাজনীতিবিদ অরুনা মিলার মেরিল্যান্ড স্টেটের লেফটেন্যান্ট গভর্নরের পদে অধিষ্ঠিত প্রথম ইন্দো-আমেরিকান হয়ে ইতিহাস তৈরি করেছেন।
  • তিনি ১৯৬৪ সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন, তবে তার পরিবার ৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে।
  • তিনি নিউইয়র্কে বড় হয়েছেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে BS ডিগ্রি অর্জন করেছেন।
[/spoiler]

৮. নিচের কোন সংস্থার রিপোর্ট অনুসারে ২০২২ সালে ইউরোপে গরম আবহাওয়ার কারণে কমপক্ষে ১৫ হাজার মানুষ মারা গেছে?

(A) UNEP
(B) WMO
(C) FAO
(D) WHO

[spoiler title=’উত্তর ‘ ] (D) WHO

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্ট অনুসারে ২০২২ সালে গরম আবহাওয়ার কারণে ইউরোপে এ পর্যন্ত অন্তত ১৫,০০০ মানুষ মারা গেছে।
  • গ্রীষ্মের ৩ মাসে স্পেনে প্রায় ৪০০০, পর্তুগালে ১০০০ এরও বেশি, যুক্তরাজ্যে ৩,২০০ এরও বেশি এবং জার্মানিতে প্রায় ৪,৫০০ মৃত্যুর খবর পাওয়া গেছে।
[/spoiler]

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button