18th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৮ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 17th September Current Affairs Quiz 2023 – Bengali
১. G-20 শীর্ষ সম্মেলনে নেতাদের দেওয়া উপহারগুলির মধ্যে একটি ছিল আরাকু কফি। এই কফি মূলত ভারতের কোন রাজ্যের?
(A) কেরালা
(B) পশ্চিমবঙ্গ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) আসাম
- দিল্লিতে সাম্প্রতিক G20 শীর্ষ সম্মেলনের সময়, বিশ্বের নেতাদের ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সমন্বিত কিছু উপহার দেওয়া হয়।
- এই উপহারগুলির মধ্যে রয়েছে কনৌজের বিখ্যাত ইত্তার, কাশ্মীরি জাফরান, অন্ধ্র প্রদেশের আরাকু কফি এবং নীলগিরির চা।
- এছাড়াও ছিল সুন্দরবনের মধু, কনৌজের জিঘরানা ইতর, চাংথাঙ্গি ছাগলের পশমিনা শাল, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক খাদি স্কার্ফও ।
২. সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান ও ওম বিড়লা কোন শহরে ‘স্কিল অন হুইলস’ উদ্যোগ চালু করেছেন ?
(A) দিল্লী
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) চেন্নাই
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লিতে দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সাক্ষরতার প্রচারের জন্য ‘স্কিল অন হুইলস’ উদ্যোগ চালু করেছেন। [/spoiler]
৩. কোন রাজ্য সরকার ‘NaMo 11 Point Programme’ বাস্তবায়ন করতে চলেছে ?
(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) গোয়া
(D) তেলেঙ্গানা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে “NaMo 11 Point Programme” বাস্তবায়ন করার কথা ঘোষণা করেছেন। [/spoiler]
৪. নিচের কোন ব্যক্তিকে জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য সিঙ্গাপুরের Lee Kuan Yew Exchange ফেলোশিপ দেওয়া হবে ?
(A) হিমন্ত বিশ্ব শর্মা
(B) প্রফুল্ল কুমার মহন্ত
(C) সর্বানন্দ সোনোয়াল
(D) তরুণ গগৈ
- এবার বিদেশেও স্বীকৃতি পেতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
- এই স্বীকৃতি দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গাপুর
- সেখানে হিমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া হবে Lee Kuan Yew Exchange Fellowship।
- এর আগে এই সম্মান পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ভারতের প্ল্যানিং কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া।
৫. প্রথম কোন মহিলা সেনা সার্জন প্যারা কমান্ডো হয়েছেন ?
(A) পায়েল ছাবরা
(B) প্রিয়া ঝিংগান
(C) শিব চৌহান
(D) ইয়াশিকা হাটওয়াল ত্যাগী
- ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সে এবার নিযুক্ত হতে চলেছেন এক মহিলা চিকিৎসক।
- লাদাখের সেনা হাসপাতালে কর্মরত ডা. পায়েল ছাবড়া হতে চলেছেন প্যারা কম্যান্ডো।
- প্রথম মহিলা সেনা সার্জেন ছিলেন তিনি।
- সম্প্রতি তিনি কম্যান্ডো-প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং উত্তরপ্রদেশের আগ্রার প্যারাট্রুপার্স ট্রেনিং স্কুল থেকে স্বীকৃতি পেয়েছেন।
৬. কোন রাজ্য সরকার ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য উচ্চশিক্ষারত শিল্প শ্রমিকদের কন্যাদের ৫০,০০০ টাকা দিতে চলেছে ?
(A) উত্তর প্রদেশ
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ
হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর সম্প্রতি এই ঘোষণা করেছেন । [/spoiler]
৭. নিচের কোন দেশ ক্রিকেট এশিয়া কাপ ২০২৩ জিতে নিয়েছে ?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ
- শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে অষ্টম বারের জন্যে এশিয়া কাপ জিতেছে ভারত।
- ফাইনালে তারা জিতেছে ১০ উইকেটে।
- শ্রীলঙ্কার তোলা ৫০ রান কোনও উইকেট না হারিয়েই তুলে নিয়েছে ভারত।
দেখে নাও : এশিয়া কাপ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা ।
[/spoiler]৮. “দিব্যাঙ্গজনের মহা কুম্ভ” এই প্রথম কোথায় অনুষ্ঠিত হল ?
(A) লখনউ
(B) বারাণসী
(C) অযোধ্যা
(D) গোন্ডা
- ১৭ই সেপ্টেম্বর বারাণসীতে প্রথমবারের মতো ‘দিব্যাঙ্গজনের মহা কুম্ভ’ অনুষ্ঠিত হল।
- এই ইভেন্টের লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা এবং সেই সম্পর্কে সচেতনতা তৈরি করা।
৯. নিচের কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ক্যাপ্টেন তুষার মহাজনের নামে নামকরণ করা হবে ?
(A) জম্মু তাভি
(B) উধমপুর
(C) অনন্তনাগ
(D) শ্রীনগর
উত্তর রেলওয়ে উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন’ করেছে।
দেখে নাও : ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোনের তালিকা
[/spoiler]১০. নিচের কোন হাসপাতালটি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ভারতের প্রথম ডেডিকেটেড OPD খুলেছে ?
(A) AIIMS Delhi
(B) Fortis Hospital
(C) Apollo Hospital
(D) Dr. RML Hospital
Dr. RML Hospital ট্রান্সজেন্ডারদের জন্য ভারতের প্রথম ডেডিকেটেড OPD উদ্বোধন করেছে। [/spoiler]
To check our latest Posts - Click Here