Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  17th September Current Affairs Quiz 2023 – Bengali


১. G-20 শীর্ষ সম্মেলনে নেতাদের দেওয়া উপহারগুলির মধ্যে একটি ছিল আরাকু কফি। এই কফি মূলত ভারতের কোন রাজ্যের?

(A) কেরালা
(B) পশ্চিমবঙ্গ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) আসাম

[spoiler title=’উত্তর ‘ ] (C) অন্ধ্রপ্রদেশ

  • দিল্লিতে সাম্প্রতিক G20 শীর্ষ সম্মেলনের সময়, বিশ্বের নেতাদের ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সমন্বিত কিছু উপহার দেওয়া হয়।
  • এই উপহারগুলির মধ্যে রয়েছে কনৌজের বিখ্যাত ইত্তার, কাশ্মীরি জাফরান, অন্ধ্র প্রদেশের আরাকু কফি এবং নীলগিরির চা।
  • এছাড়াও ছিল সুন্দরবনের মধু, কনৌজের জিঘরানা ইতর, চাংথাঙ্গি ছাগলের পশমিনা শাল, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক খাদি স্কার্ফও ।
[/spoiler]

২. সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান ও ওম বিড়লা কোন শহরে ‘স্কিল অন হুইলস’ উদ্যোগ চালু করেছেন ?

(A) দিল্লী
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) চেন্নাই

[spoiler title=’উত্তর ‘ ] (A) দিল্লী
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লিতে দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সাক্ষরতার প্রচারের জন্য ‘স্কিল অন হুইলস’ উদ্যোগ চালু করেছেন। [/spoiler]

৩. কোন রাজ্য সরকার ‘NaMo 11 Point Programme’ বাস্তবায়ন করতে চলেছে ?

(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) গোয়া
(D) তেলেঙ্গানা

[spoiler title=’উত্তর ‘ ] (A) মহারাষ্ট্র
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে “NaMo 11 Point Programme” বাস্তবায়ন করার কথা ঘোষণা করেছেন। [/spoiler]

৪. নিচের কোন ব্যক্তিকে জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য সিঙ্গাপুরের Lee Kuan Yew Exchange ফেলোশিপ দেওয়া হবে ?

(A) হিমন্ত বিশ্ব শর্মা
(B) প্রফুল্ল কুমার মহন্ত
(C) সর্বানন্দ সোনোয়াল
(D) তরুণ গগৈ

[spoiler title=’উত্তর ‘ ] (A) হিমন্ত বিশ্ব শর্মা

  • এবার বিদেশেও স্বীকৃতি পেতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
  • এই স্বীকৃতি দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গাপুর
  • সেখানে হিমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া হবে Lee Kuan Yew Exchange Fellowship।
  • এর আগে এই সম্মান পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ভারতের প্ল্যানিং কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া।
[/spoiler]

৫. প্রথম কোন মহিলা সেনা সার্জন প্যারা কমান্ডো হয়েছেন ?

(A) পায়েল ছাবরা
(B) প্রিয়া ঝিংগান
(C) শিব চৌহান
(D) ইয়াশিকা হাটওয়াল ত্যাগী

[spoiler title=’উত্তর ‘ ] (A) পায়েল ছাবরা

  • ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সে এবার নিযুক্ত হতে চলেছেন এক মহিলা চিকিৎসক।
  • লাদাখের সেনা হাসপাতালে কর্মরত ডা. পায়েল ছাবড়া হতে চলেছেন প্যারা কম্যান্ডো।
  • প্রথম মহিলা সেনা সার্জেন ছিলেন তিনি।
  • সম্প্রতি তিনি কম্যান্ডো-প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং উত্তরপ্রদেশের আগ্রার প্যারাট্রুপার্স ট্রেনিং স্কুল থেকে স্বীকৃতি পেয়েছেন।
[/spoiler]

৬. কোন রাজ্য সরকার ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য উচ্চশিক্ষারত শিল্প শ্রমিকদের কন্যাদের ৫০,০০০ টাকা দিতে চলেছে ?

(A) উত্তর প্রদেশ
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) হরিয়ানা
হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর সম্প্রতি এই ঘোষণা করেছেন । [/spoiler]

৭. নিচের কোন দেশ ক্রিকেট এশিয়া কাপ ২০২৩ জিতে নিয়েছে ?

(A) ভারত
(B) পাকিস্তান
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত

  • শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে অষ্টম বারের জন্যে এশিয়া কাপ জিতেছে ভারত।
  • ফাইনালে তারা জিতেছে ১০ উইকেটে।
  • শ্রীলঙ্কার তোলা ৫০ রান কোনও উইকেট না হারিয়েই তুলে নিয়েছে ভারত।

দেখে নাও : এশিয়া কাপ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

[/spoiler]

৮. “দিব্যাঙ্গজনের মহা কুম্ভ” এই প্রথম কোথায় অনুষ্ঠিত হল ?

(A) লখনউ
(B) বারাণসী
(C) অযোধ্যা
(D) গোন্ডা

[spoiler title=’উত্তর ‘ ] (B) বারাণসী

  • ১৭ই সেপ্টেম্বর বারাণসীতে প্রথমবারের মতো ‘দিব্যাঙ্গজনের মহা কুম্ভ’ অনুষ্ঠিত হল।
  • এই ইভেন্টের লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা এবং সেই সম্পর্কে সচেতনতা তৈরি করা।
[/spoiler]

৯. নিচের কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ক্যাপ্টেন তুষার মহাজনের নামে নামকরণ করা হবে ?

(A) জম্মু তাভি
(B) উধমপুর
(C) অনন্তনাগ
(D) শ্রীনগর

[spoiler title=’উত্তর ‘ ] (B) উধমপুর

উত্তর রেলওয়ে উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন’ করেছে।

দেখে নাও : ভারতীয় রেলওয়ের বিভিন্ন জোনের তালিকা

[/spoiler]

১০. নিচের কোন হাসপাতালটি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ভারতের প্রথম ডেডিকেটেড OPD খুলেছে ?

(A) AIIMS Delhi
(B) Fortis Hospital
(C) Apollo Hospital
(D) Dr. RML Hospital

[spoiler title=’উত্তর ‘ ] (D) Dr. RML Hospital
Dr. RML Hospital ট্রান্সজেন্ডারদের জন্য ভারতের প্রথম ডেডিকেটেড OPD উদ্বোধন করেছে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button