Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 11th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি মালয়েশিয়ায় প্রথম আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করেছে?

(A) Paytm
(B) Razorpay
(C) PhonePe
(D) MobiKwik

[spoiler title=’উত্তর ‘ ] (B) Razorpay
Razorpay মালয়েশিয়ার বাজারে তার প্রথম আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পরিষেবাগুলি চালু করার ঘোষণা করেছে। [/spoiler]

২. কে সম্প্রতি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) করণ সিং
(B) দীপক কুমার
(C) অভিষেক পাল
(D) রাহুল শর্মা

[spoiler title=’উত্তর ‘ ] (C) অভিষেক পাল
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ -এ পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে ভারতের দৌড়বিদ অভিষেক পাল ব্রোঞ্জ জিতেছেন। [/spoiler]

৩. কোন রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে, সরকারি কর্মচারীরা ৩ থেকে ৫ বছরের জন্য মনোনীত “দুর্গম” এলাকায় কাজ করবেন?

(A) উত্তর প্রদেশ
(B) রাজস্থান
(C) আসাম
(D) মণিপুর

[spoiler title=’উত্তর ‘ ] (C) আসাম

  • আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের ‘দুর্গম’ অঞ্চল হিসাবে মনোনীত নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় তাদের চাকরির সময় প্রতিটি সরকারি কর্মচারীকে ৩ থেকে ৫ বছরের জন্য কাজ করতে হবে।
  • সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
[/spoiler]

৪. সম্প্রতি কে XAI নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি চালু করেছে?

(A) মার্ক জুকারবার্গ
(B) ইলন মাস্ক
(C) বিল গেটস
(D) জেফ বেজোস

[spoiler title=’উত্তর ‘ ] (B) ইলন মাস্ক
টেসলার CEO এলন মাস্ক তার কৃত্রিম বুদ্ধিমত্তা ফার্ম – xAl গঠনের কথা সম্প্রতি ঘোষণা করেছেন। [/spoiler]

৫. গণমত সেখন সম্প্রতি লোনাটো বিশ্বকাপে জাতীয় রেকর্ড গড়েছেন। গণমত সেখন কোন খেলায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন?

(A) অ্যাথলেটিক্স
(B) টেনিস
(C) শুটিং
(D) সাঁতার

[spoiler title=’উত্তর ‘ ] (C) শুটিং
ISSF বিশ্বকাপ শটগান লোনাটো ২০২৩ – এ ভারতীয় শ্যুটার গণমত সেখন একটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছে। [/spoiler]

৬. ITC-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?

(A) সঞ্জীব পুরী
(B) অমিত শর্মা
(C) রমেশ চন্দ্র
(D) রাজেশ গুপ্ত

[spoiler title=’উত্তর ‘ ] (A) সঞ্জীব পুরী
ITC-এর পরিচালনা পর্ষদ ২২ জুলাই, ২০২৪ থেকে কার্যকরী পাঁচ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সঞ্জীব পুরিকে পুনরায় নিয়োগের সুপারিশ করেছে। [/spoiler]

৭. বাস্তিল দিবস কোন দেশের জাতীয় দিবস?

(A) ভুটান
(B) বাংলাদেশ
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (C) ফ্রান্স

  • ১৪ই জুলাই ফ্রান্সে ফেটে ন্যাশনাল ফ্রাঙ্কাইজ জাতীয় দিবস হিসাবে পালিত হয়।
  • এটি বাস্তিল দিবস নামেও পরিচিত।
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে এবারের এই বাস্তিল দিবসে প্যারিস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
[/spoiler]

৮. সম্প্রতি খবরে আসা লেকেম্বি কি ?

(A) আলঝেইমারের ওষুধ
(B) COVID 19 এর নতুন ভাইরাস
(C) বায়ো ইথানল এর বিকল্প
(D) উদ্ভিদ ভিত্তিক পুষ্টি ঔষধ

[spoiler title=’উত্তর ‘ ] (A) আলঝেইমারের ওষুধ

  • দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDI ) সম্প্রতি আলঝেইমারের ওষুধ লেকেম্বিকে পূর্ণ অনুমোদন দিয়েছে।
  • বিজ্ঞানীরা বিটাঅ্যামাইলয়েড নামে মস্তিষ্কের এক ধরণের প্রোটিনকে আলঝেইমার রোগের কারণগুলোর একটি বলে ধারণা করে আসছিলেন।
  • জাপানি ওষুধ কোম্পানি ইসাই ও অ্যামেরিকান ওষুধ কোম্পানি বায়োজেনের তৈরি লেকেম্বি ওই প্রোটিনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।
[/spoiler]

৯. ২০২৩ সালের ২৭ থেকে ২৯শে অক্টোবর কোথায় সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অনুষ্ঠিত হবে ?

(A) নতুন দিল্লি
(B) মুম্বাই
(C) কলকাতা
(D) বেঙ্গালুরু

[spoiler title=’উত্তর ‘ ] (A) নতুন দিল্লি
নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের মোবাইল কংগ্রেস-এর থিম রাখা হয়েছে – ‘Global Digital Innovation’ । [/spoiler]

১০. গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স (MPI) ২০২৩ অনুসারে, ২০০৫/২০০৬ থেকে ২০১৯/২০২১ পর্যন্ত মাত্র ১৫ বছরের মধ্যে কতজন ভারতীয় মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে?

(A) ১১৫ মিলিয়ন
(B) ৪০০ মিলিয়ন
(C) ৩৫০ মিলিয়ন
(D) ৪১৫ মিলিয়ন

[spoiler title=’উত্তর ‘ ] (D) ৪১৫ মিলিয়ন
গ্লোবাল মাল্টিডিমেনশনাল পভার্টি ইনডেক্স (MPI) ২০২৩ অনুসারে, ২০০৫/২০০৬ থেকে ২০১৯/২০২১ পর্যন্ত মাত্র ১৫ বছরের মধ্যে ভারতে মোট ৪১৫ মিলিয়ন মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button