Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (10th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. আসামের ‘ন্যাশনাল হেলথ মিশন’ সম্প্রতি নিচের কোন কোম্পানির সহযোগিতায় “নিরাময়” প্রকল্প চালু করেছে?

(A) Cisco
(B) Piramal Swasthya
(C) Wipro
(D) A ও B উভয়ের

[spoiler title=”উত্তর : “] (D) A ও B উভয়ের

  • ৮ই জানুয়ারী ২০২২এ এই প্রকল্প চালু করা হয়েছে।

আসাম :

  • মুখ্যমন্ত্রী : হিমন্ত বিশ্বাস শর্মা
  • রাজ্যপাল : জগদীশ মুখী
  • রাজধানী : গুয়াহাটি
[/spoiler]

২. নিম্নলিখিত কোন দিনটিতে ‘বীর বাল দিবস’ পালনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

(A) ৯ই জানুয়ারী
(B) ২৬শে ডিসেম্বর
(C) ২০শে নভেম্বর
(D) ১৪শে নভেম্বর

[spoiler title=”উত্তর : “] (B) ২৬শে ডিসেম্বর

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ হিসাবে পালন করা হবে।
  • ৯ই জানুয়ারী গুরুপুরব উপলক্ষে তিনি এ ঘোষণা দেন।
  • দশম শিখ গুরু গোবিন্দ সিং-এর শহীদ পুত্র সাহেবজাদা জোরওয়ার সিং জি এবং সাহেবজাদা ফতেহ সিং জি-কে সম্মান জানাতে এই দিনটি উদযাপিত হবে।
[/spoiler]

৩. ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক’ (AIIB)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অমিতাভ কান্ত
(B) উর্জিত প্যাটেল
(C) সুরভী সিং
(D) কে সুব্রামানিয়ান

[spoiler title=”উত্তর : “] (B) উর্জিত প্যাটেল

  • তিনি প্রাক্তন ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের গভর্নর।
  • তিনি ডি.জে. পান্ডিয়ানের স্থলাভিষিক্ত হবেন।
[/spoiler]

৪. ৯ই জানুয়ারী ২০২২এ কে ভারতের ৭৩তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন?

(A) পি ইনিয়ান
(B) ভরত সুব্রামানিয়াম
(C) এসপি সেতুরামন
(D) ডি গুকেশ

[spoiler title=”উত্তর : “] (B) ভরত সুব্রামানিয়াম
ক্যাটোলিকায় অনুষ্ঠিত ইভেন্টে তিনি মোট নয়টি রাউন্ড থেকে ৬.৫ পয়েন্ট অর্জন করেছেন। [/spoiler]

৫. কোন দেশের লুনার প্রোব মিশন সম্প্রতি চাঁদে জলের অস্তিত্বের প্রমান পেয়েছে?

(A) ভারত
(B) জাপান
(C) রাশিয়া
(D) চীন

[spoiler title=”উত্তর : “] (D) চীন

  • চীনের Chang’e 5 lunar lander চাঁদের পৃষ্ঠে প্রথমবারের মতো জলের প্রমাণ খুঁজে পেয়েছে।
  • গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।
[/spoiler]

৬. প্রতি বছর কোন দিনটিকে ‘বিশ্ব হিন্দি দিবস’ হিসেবে পালন করা হয়?

(A) ১০ই জানুয়ারী
(B) ৮ই জানুয়ারী
(C) ৬ই জানুয়ারী
(D) ৪ই জানুয়ারী

[spoiler title=”উত্তর : “] (A) ১০ই জানুয়ারী

  • হিন্দি শব্দের উৎপত্তি ফার্সি শব্দ হিন্দ থেকে, যার অর্থ সিন্ধু নদীর ভূমি।
  • ১৯৭৫ সালের এই দিনে মহারাষ্ট্রের নাগপুরে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন হয়।
  • ২০০৬ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ১০ই জানুয়ারিকে বিশ্ব হিন্দি দিবস হিসাবে ঘোষণা করেছিলেন।
[/spoiler]

৭. কোন দেশ সম্প্রতি বঙ্গোপসাগরের গভীরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেলো?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) শ্রীলংকা
(D) মায়ানমার

[spoiler title=”উত্তর : “] (B) বাংলাদেশ
বাংলাদেশ বঙ্গোপসাগরের নিজস্ব ইকোনমিক জোনে প্রায় ০.১১ থেকে ০.৭৩ ট্রিলিয়ন ঘনফুটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের খোঁজ পেয়েছে। [/spoiler]

৮. কোন চলচ্চিত্রটি সম্প্রতি সেরা ড্রামার জন্য ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২২’ জিতলো?

(A) The Power of the Dog
(B) Dune
(C) King Richard
(D) Belfast

[spoiler title=”উত্তর : “] (A) The Power of the Dog

  • নেটফ্লিক্সের ‘The Power of the Dog’ সেরা ড্রামার জন্য গোল্ডেন গ্লোব পুরষ্কার ২০২২-জিতলো।
  • সেরা কমেডিতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো ‘West Side Story’।
[/spoiler]

৯. কোন দেশে বিজ্ঞানীরা কোভিড-19 এর নতুন একটি স্ট্রেন সনাক্ত করেছে যা ‘ওমিক্রন’ ও ‘ডেল্টা’ উভয় স্ট্রেনেরই সংমিশ্রণ?

(A) ডেনমার্ক
(B) সাইপ্রাস
(C) সুইডেন
(D) সুইজারল্যান্ড

[spoiler title=”উত্তর : “] (B) সাইপ্রাস

  • সাইপ্রাসের বিজ্ঞানীরা কোভিড-১৯ এর একটি নতুন স্ট্রেন সনাক্ত করেছেন যা ডেল্টা এবং ওমিক্রন উভয়ের বৈশিষ্টকে একত্রিত করে।
  • এই স্ট্রেইনের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টাক্রন’ (Deltacron)।
[/spoiler]

১০. এই বছর কোন রাজ্যের বিধানসভা নির্বাচন দুই দফায় হবে?

(A) গোয়া
(B) মণিপুর
(C) পাঞ্জাব
(D) উত্তরাখণ্ড

[spoiler title=”উত্তর : “] (B) মণিপুর

  • মণিপুর নির্বাচন ২ ধাপে, উত্তর প্রদেশ ৭ ধাপে এবং বাকি তিনটি রাজ্য- গোয়া, পাঞ্জাব এবং উত্তরাখন্ড একক পর্বে অনুষ্ঠিত হবে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button