Current Topics

Chandrayaan 3 – তৃতীয় চন্দ্রযান : বিক্রম

Mission Chandrayaan 3

Chandrayaan 3 : আজ এই পোস্টে দেখে নেবো সম্প্রতি চর্চিত তৃতীয় চন্দ্রযান (Chandrayaan-3) এবং ISRO কতৃক ১৪ই জুলাই ২০২৩ নির্ধারিত এই চন্দ্রযানের উৎক্ষেপণ সম্পর্কে কিছু তথ্য।

তৃতীয় চন্দ্রযান : বিক্রম

সম্প্রতি শোনা গেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation) ১৪ই জুলাই তৃতীয় চন্দ্রযান (Chandrayaan-3 launch) উৎক্ষেপণ করতে চলেছে। চন্দ্রযান-3 হল চন্দ্রযান-2-এর একটি ফলো-অন মিশন যা চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ এবং পর্যবেক্ষণের জন্য তৈরী করা হয়েছে।

এটি ভারতের তৃতীয় চন্দ্রাভিযান। ১৪ জুলাই দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে চন্দ্রযান ৩ লঞ্চ হবে।

সম্প্রতি ISRO একটি টুইট এর মাধ্যমে এই তথ্য জানিয়েছে ।

এটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন নিয়ে গঠিত। এটি LVM3 রকেট দ্বারা শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হবে৷

চন্দ্রযান-২ এ সফট ল্যান্ডিং গাইডেন্স সফটওয়্যারে শেষ মুহূর্তের ত্রুটির কারণে সফলভাবে চাঁদের কক্ষপথে সন্নিবেশের পরেও ল্যান্ডারের ল্যান্ডিং প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এর জন্য আরেকটি তৃতীয় চন্দ্র অভিযানের প্রস্তাব করা হয়েছিল।

লক্ষ্য :

চন্দ্রযান-৩ মিশনের জন্য ISRO-এর তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে:

  • চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারটিকে নিরাপদ ভাবে অবতরণ করানো।
  • চাঁদে রোভারের ঘোরাফেরা এবং প্রতিক্রিয়ার সময় ইত্যাদি সুনিশ্চিত করা।
  • ইন-সাইট বৈজ্ঞানিক পর্যবেক্ষণ : চাঁদের পৃষ্ঠে উপলব্ধ রাসায়নিক এবং প্রাকৃতিক উপাদান, মাটি, জল, ইত্যাদির উপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে চাঁদের গঠন আরও ভালভাবে বুঝতে এবং অনুশীলন করতে সাহায্য করা। এছাড়াও চাঁদের ভূমিকম্প এবং চাঁদ থেকে পৃথিবীর একদম নিখুঁত দূরত্ব মাপা এই মিশনের লক্ষ্যের মধ্যে পরে।

মিশন চন্দ্রযান-৩ সম্পর্কে কিছু তথ্য :

  • চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩-এর অবতরণের সময় : ২৩শে আগস্ট সকাল ৮:৫৬।
  • পৃথিবী থেকে উৎক্ষেপণকারী রকেটের নাম : LVM3 রকেট
  • ভর :
    • প্রপালশন মডিউল: ২১৪৮ কেজি
    • ল্যান্ডার মডিউল: ১৭৫২ কেজি ভেতরে ২৬ কেজির রোভার
    • মোট: ৩৯০০ কেজি
  • খরচ : ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান কে. সিভানের মতে খরচ হবে প্রায় ৬১৫ কোটি টাকা (মুদ্রাস্ফীতি ধরে ২০২৩ সালে ৭২১ কোটি)।
  • রোভার : চন্দ্রযান-৩-এর রোভারটি চন্দ্রযানের ল্যান্ডের মধ্যে রয়েছে। এটি হল একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগার যা চন্দ্র পৃষ্ঠে ঘুরে নমুনা সংগ্রহ করবে এবং চাঁদের ভূতাত্ত্বিক ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করবে। এটি একটি আয়তক্ষেত্রাকার এবং ছয় চাকা বিশিষ্ট যন্ত্রাংশ।

মিশন চন্দ্রযান ৩ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর –

প্রশ্ন : কোন দিনে চন্দ্রযান ৩ মহাকাশে উৎক্ষেপ করা হয়েছে ?
উত্তর : ১৪ই জুলাই ২০২৩ সালে।

প্রশ্ন : এই মিশন কথা থেকে লঞ্চ করা হয়েছে ?
উত্তর : এই মিশন লঞ্চ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

প্রশ্ন : এই মিশনের রোভারটির নাম কি ?
উত্তর : রোভারটির নাম প্রজ্ঞান।

প্রশ্ন : এই রোভারে মোট কতগুলি পা বা চাকা রয়েছে ?
উত্তর : ৬টি ।

প্রশ্ন : চন্দ্রযান ৩ মিশনের লান্ডারটির নাম কি ?
উত্তর : বিক্রম।

প্রশ্ন : চাঁদের কোন মেরুতে চন্দ্রযান ৩ ল্যান্ড করতে চলেছে ?
উত্তর : দক্ষিণ মেরুতে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button