Current Topics

Chandrayaan 3 – তৃতীয় চন্দ্রযান : বিক্রম

Mission Chandrayaan 3

5/5 - (1 vote)

Chandrayaan 3 : আজ এই পোস্টে দেখে নেবো সম্প্রতি চর্চিত তৃতীয় চন্দ্রযান (Chandrayaan-3) এবং ISRO কতৃক ১৪ই জুলাই ২০২৩ নির্ধারিত এই চন্দ্রযানের উৎক্ষেপণ সম্পর্কে কিছু তথ্য।

তৃতীয় চন্দ্রযান : বিক্রম

সম্প্রতি শোনা গেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation) ১৪ই জুলাই তৃতীয় চন্দ্রযান (Chandrayaan-3 launch) উৎক্ষেপণ করতে চলেছে। চন্দ্রযান-3 হল চন্দ্রযান-2-এর একটি ফলো-অন মিশন যা চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ এবং পর্যবেক্ষণের জন্য তৈরী করা হয়েছে।

এটি ভারতের তৃতীয় চন্দ্রাভিযান। ১৪ জুলাই দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে চন্দ্রযান ৩ লঞ্চ হবে।

সম্প্রতি ISRO একটি টুইট এর মাধ্যমে এই তথ্য জানিয়েছে ।

এটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন নিয়ে গঠিত। এটি LVM3 রকেট দ্বারা শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হবে৷

চন্দ্রযান-২ এ সফট ল্যান্ডিং গাইডেন্স সফটওয়্যারে শেষ মুহূর্তের ত্রুটির কারণে সফলভাবে চাঁদের কক্ষপথে সন্নিবেশের পরেও ল্যান্ডারের ল্যান্ডিং প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এর জন্য আরেকটি তৃতীয় চন্দ্র অভিযানের প্রস্তাব করা হয়েছিল।

লক্ষ্য :

চন্দ্রযান-৩ মিশনের জন্য ISRO-এর তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে:

  • চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারটিকে নিরাপদ ভাবে অবতরণ করানো।
  • চাঁদে রোভারের ঘোরাফেরা এবং প্রতিক্রিয়ার সময় ইত্যাদি সুনিশ্চিত করা।
  • ইন-সাইট বৈজ্ঞানিক পর্যবেক্ষণ : চাঁদের পৃষ্ঠে উপলব্ধ রাসায়নিক এবং প্রাকৃতিক উপাদান, মাটি, জল, ইত্যাদির উপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে চাঁদের গঠন আরও ভালভাবে বুঝতে এবং অনুশীলন করতে সাহায্য করা। এছাড়াও চাঁদের ভূমিকম্প এবং চাঁদ থেকে পৃথিবীর একদম নিখুঁত দূরত্ব মাপা এই মিশনের লক্ষ্যের মধ্যে পরে।
image 14

মিশন চন্দ্রযান-৩ সম্পর্কে কিছু তথ্য :

  • চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩-এর অবতরণের সময় : ২৩শে আগস্ট সকাল ৮:৫৬।
  • পৃথিবী থেকে উৎক্ষেপণকারী রকেটের নাম : LVM3 রকেট
  • ভর :
    • প্রপালশন মডিউল: ২১৪৮ কেজি
    • ল্যান্ডার মডিউল: ১৭৫২ কেজি ভেতরে ২৬ কেজির রোভার
    • মোট: ৩৯০০ কেজি
  • খরচ : ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান কে. সিভানের মতে খরচ হবে প্রায় ৬১৫ কোটি টাকা (মুদ্রাস্ফীতি ধরে ২০২৩ সালে ৭২১ কোটি)।
  • রোভার : চন্দ্রযান-৩-এর রোভারটি চন্দ্রযানের ল্যান্ডের মধ্যে রয়েছে। এটি হল একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগার যা চন্দ্র পৃষ্ঠে ঘুরে নমুনা সংগ্রহ করবে এবং চাঁদের ভূতাত্ত্বিক ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করবে। এটি একটি আয়তক্ষেত্রাকার এবং ছয় চাকা বিশিষ্ট যন্ত্রাংশ।

মিশন চন্দ্রযান ৩ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর –

প্রশ্ন : কোন দিনে চন্দ্রযান ৩ মহাকাশে উৎক্ষেপ করা হয়েছে ?
উত্তর : ১৪ই জুলাই ২০২৩ সালে।

প্রশ্ন : এই মিশন কথা থেকে লঞ্চ করা হয়েছে ?
উত্তর : এই মিশন লঞ্চ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

প্রশ্ন : এই মিশনের রোভারটির নাম কি ?
উত্তর : রোভারটির নাম প্রজ্ঞান।

প্রশ্ন : এই রোভারে মোট কতগুলি পা বা চাকা রয়েছে ?
উত্তর : ৬টি ।

প্রশ্ন : চন্দ্রযান ৩ মিশনের লান্ডারটির নাম কি ?
উত্তর : বিক্রম।

প্রশ্ন : চাঁদের কোন মেরুতে চন্দ্রযান ৩ ল্যান্ড করতে চলেছে ?
উত্তর : দক্ষিণ মেরুতে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker