Uniform Civil Code – ইউনিফর্ম সিভিল কোড চালু হবে উত্তরাখণ্ডে
Uniform Civil Code : ভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম উত্তরাখণ্ডে চালু হতে পারে ইউনিফর্ম সিভিল কোড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার নির্বাচনী বক্তৃতায় বলেছিলেন যে রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে সেখানে এক অভিন্ন সিভিল কোড কার্যকর করা হবে। ক্ষমতায় আসার পর এই বিষয়ে পদক্ষেপ নেন। অভিন্ন সিভিল কোডের খসড়া তৈরির জন্য ধামি সরকার বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই (সিনিয়র) এর সভাপতিত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপালে যে ভাষণ দিয়েছেন সেটিতে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কিত কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে।
ইউনিফর্ম সিভিল কোড কি ?
ইউনিফর্ম সিভিল কোড হল জাতি-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে সবার অভিন্ন নাগরিক আইন। এই অভিন্ন আইন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং এই ধরণের অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারায় এই ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বিস্তারিত লেখা আছে ।
দেখে নাও : ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেল – PDF
এবারে দেখে নেওয়া যাক উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড এর কি পরিস্থিতি ।
উত্তরাখণ্ডে পাঁচ সদস্যীয় বিশেষজ্ঞ কমিটি
উত্তরাখণ্ডে জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই (সেনি) এর সভাপতিত্বে পাঁচ সদস্যীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য। এই কমিটি সেই রাজ্যের সাধারণ জনগণ , সংখ্যা লঘু সম্প্রদায়, প্রদেশের বিভিন্ন জনজাতি ও নারীদের সাথে বৈঠক করে তাদের এই পরামর্শ দিয়েছে।
তৈরী হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের খসড়া
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বক্তব্য সেই রাজ্যের সমস্ত শ্রেণি এবং সম্প্রদায়ের সাথে বিভিন্ন সমীক্ষা চালিয়ে এই খসড়া তৈরী করে হয়েছে। যদিও যে কমিটি গঠন করা হয়েছিল সেটি এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার সমীক্ষা চালিয়ে যাবে।
দেশের নজর উত্তরাখণ্ডের ওপর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী উত্তরাখণ্ড সরকারের এই ইউনিফর্ম সিভিল কোড সারা দেশে মডেল হিসেবে নেওয়া যেতে পারে এবং ভারতের বাকি রাজ্যে শ্রীঘই অনুরূপ চেষ্টা হতে পারে। তাই বলা যেতে পারে সারা দেশ তাকিয়ে আছে ঠিক কি ভাবে এবং কবে উত্তরাখণ্ডে এই ইউনিফর্ম সিভিল কোড চালু হবে সেটির দিকে ।
VIDEO | “A country should have equal laws for everyone and the demand for this (UCC) has been raised time and again. We have initiated this in Uttarakhand and soon the whole country will also follow suit,” says Uttarakhand CM Pushkar Singh Dhami on the Uniform Civil Code Bill in… pic.twitter.com/Z44xq6EIYR
— Press Trust of India (@PTI_News) June 28, 2023
সম্প্রতি পুষ্কর সিং ধামি তার টুইটারে একটি ভিডিও ছাড়েন এবং সেটিতে ঘোষনা করেন – A country should have equal laws for everyone and the demand for this (UCC) has been raised time and again. We have initiated this in Uttarakhand and soon the whole country will also follow suit,” অর্থাৎ – “একটি দেশে সবার জন্য সমান আইন থাকা উচিত এবং এটির (UCC) দাবি বারবার উত্থাপিত হয়েছে। আমরা উত্তরাখণ্ডে এটি শুরু করেছি এবং শীঘ্রই পুরো দেশও এটি অনুসরণ করবে।”
To check our latest Posts - Click Here
you’re really a good webmaster. The website loading speed is amazing. It seems that you are doing any unique trick. Moreover, The contents are masterwork. you’ve done a excellent job on this topic!