Current TopicsEnglish

সরলা ঠাকরাল – ভারতের প্রথম মহিলা পাইলট

Sarla Thakral - India's first woman Pilot

সরলা ঠাকরাল – ভারতের প্রথম মহিলা পাইলট

সম্প্রতি ৮ই আগস্ট পালিত হলো ভারতের প্রথম মহিলা পাইলট সরলা ঠাকরাল / সরলা ঠকরাল ( Sarla Thukral  ) এর জন্মবার্ষিকী। তাঁর ১০৭তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানালো গুগল তাঁকে একটি ডুডল উৎসর্গ করে। আসুন দেখি নিই এই বীরাঙ্গনা সম্পর্কিত কিছু তথ্য।

  • সরলা ঠাকরাল জন্মগ্রহণ করেন ১৯১৪ খ্রিস্টাব্দের ৮ই আগস্ট।
  • মাত্র ১৬ বছর বয়সে তাঁর বিবাহ হয় পি ডি শর্মার সাথে।
  • পি ডি শর্মা নিজেও পাইলট ছিলেন এবং তাঁর পরিবারের ৯জন পাইলট ছিলেন।
  • মাত্র ২১ বছর বয়সে সরলা ঠাকরাল পাইলটের লাইসেন্স অর্জন করেছিলেন এবং একটি জিপসি মথ বিমান একাই চালিয়েছিলেন।
  • তিনি যখন পাইলটের লাইসেন্স পান তখন তাঁর একটি ৪ বছরের মেয়ে ছিল।
  • তিনি তাঁর প্রথম বিমান চালান শাড়ি পরে।
  • থাকরাল আর্য সমাজের অনুগামী ছিলেন।
  • ১৯৩৯ সালে ঠাকরালের পতি পি ডি শর্মা একটি বিমান দুর্ঘটনায় মারা যান।
  • ভারত ভাগের পর সরলা ঠকরাল তাঁর দুই কন্যা নিয়ে দিল্লিতে চলে আসেন।
  • দিল্লিতে তাঁর আর পি ঠাকরালের সাথে পরিচয় হয় এবং ১৯৪৮ সালে তিনি আর পি ঠাকরালকে বিবাহ করেন।
  • ২০০৮ সালের ১৫ই মার্চ সরলা থাকরাল প্রয়াত হন।

“Always be happy. It is very important for us to be happy and cheerful. This one moto has seen me tide over the crisis in my life”. – Sarla Thakral

এরকম আরও কিছু পোস্ট :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button