Current Topics

The Ultimate Aditya L1 GK Quiz – আদিত্য এল ১ প্রশ্ন উত্তর ক্যুইজ ও অন্যান্য তথ্য

সূর্য মিশন আদিত্য এল ১ সম্পর্কিত বিস্তারিত তথ্য

The Ultimate Aditya L1 GK Quiz : সম্প্রতি ইসরো ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য এল ১ শুরু করেছে । ২রা সেপ্টেম্বর ২০২৩ সালে ঠিক ১১:৫০ মিনিটে এই মিশন লঞ্চ করেছে ISRO । আজকে এই পোস্টে আমরা এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করবো। এক নজরে অতি সংক্ষেপে প্রথম দেখে নেবো এই মিশন সম্পর্কিত বিভিন্ন তথ্য । তার পরে আমরা এই মিশন সম্পর্কিত বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর ও ক্যুইজ দেখে নেব। এই প্রশ্নোত্তরগুলি ছাত্রদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে ।

একনজরে আদিত্য এল ১ মিশন

  • সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য এল-১
  • ২রা সেপ্টেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে এই মহাকাশযান। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ২ থেকে উৎক্ষেপণটি করা হয়েছে।
  • এই রকেটটি ১৪৫.৬২ ফুট উঁচু। উৎক্ষেপণের সময় এর ওজন ৩২১ টন। এটি একটি চার পর্যায়ের রকেট।
  • সূর্যের উপরের অংশ পর্যালোচনা করবে আদিত্য এল ১। এটিকে বলা হয়ে ক্রোমোস্পিয়ার ও করোনা। করোনা হল সূর্যের সবচেয়ে বাইরের অংশ। পার পরেই রয়েছে কোমোস্ফিয়ার।
  • আদিত্য-এল1 এর ওজন ১৪৮০.৭ কেজি
  • PSLV-XL রকেট আদিত্যকে ২৫ মিনিটের মধ্যে নির্ধারিত কক্ষপথে পাঠাবে।
  • উৎক্ষেপণের পরে, আদিত্য-এল1 ১৬ দিন ধরে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে।
  • লঞ্চের ঠিক 125 দিন পরে এটি তার পয়েন্ট L1 এ পৌঁছাবে। অর্থাৎ 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ (Lagrange Point 1) গিয়ে থিতু হবে আদিত্য-L1।
  • আদিত্য-এল1 অন-বোর্ডে মোট সাতটি পেলোড রয়েছে। এর মধ্যে চারটি রিমোট সেন্সিং পেলোড এবং তিনটি ইন-সিটু পেলোড।
দেখে নাও  : Chandrayaan 3 - তৃতীয় চন্দ্রযান : বিক্রম

আদিত্য এল ১ এর সাতটি পেলোড

  • দৃশ্যমান নির্গমন লাইন করোনাগ্রাফ (VELC)
  • সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (SUIT)
  • সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার (SoLEXS)
  • উচ্চ শক্তি L1 অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (HEL1OS)
  • আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX)
  • প্লাজমা অ্যানালাইজ়ার প্যাকেজ ফর আদিত্য (PAPA)
  • অ্যাডভান্স ট্রাই-অ্যাক্সেল হাই রেজোলিউশন ডিজিটাল ম্যাগনোমিটার

আদিত্য এল ১ MCQ প্রশ্ন ও উত্তর / কুইজ

১. ভারতের প্রথম সূর্য মিশনের নাম কি ?

(A) Solar L1
(B) Surya L1
(C) Tapan L1
(D) Aditya L1

উত্তর
(D) Aditya L1
ভারতের প্রথম সূর্য মিশন বা সোলার মিশন হল Aditya L1

২. আদিত্য এল 1 মিশন কবে লঞ্চ করা হয় ?

(A) ২৩ আগস্ট, ২০২৩
(B) ২৮ আগস্ট, ২০২৩
(C) ১ সেপ্টেম্বর, ২০২৩
(D) ২ সেপ্টেম্বর, ২০২৩

উত্তর
(D) ২ সেপ্টেম্বর, ২০২৩
আদিত্য-এল ১, ২ সেপ্টেম্বর, ২০২৩-এ সকাল ১১:৫০ টায় (IST) এ উৎক্ষেপণ করা হয়েছে।

৩. আদিত্য L1 মিশন চালু করেছে –

(A) ROSCOSMOS
(B) European Space Agency
(C) NASA
(D) ISRO

উত্তর
(D) ISRO
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO ) এই মিশনটি চালু করেছে ।

৪. আদিত্য L1 মিশন পর্যবেক্ষণ করবে:

(A) ফটোস্ফিয়ার
(B) ক্রোমোস্ফিয়ার
(C) সূর্যের সবচেয়ে বাইরের স্তর
(D) উপরের সবগুলো

উত্তর
(D) উপরের সবগুলো
ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর (করোনা) পর্যবেক্ষণ করবে আদিত্য এল ১।

৫. Aditya-L1 মিশনে কোন রকেট ব্যবহার করা হয়েছে ?

(A) PSLV-C57
(B) GSLV
(C) LVSM
(D) GSLV-Mk3

উত্তর
(A) PSLV-C57
Aditya-L1 লঞ্চ করা হয়েছে PSLV-C57 রকেটের সাহায্যে।

৬. আদিত্য L1 মিশনের বাজেট কত?

(A) ৫ কোটি মার্কিন ডলার
(B) ৬.৩ কোটি মার্কিন ডলার
(C) ৪.৩ কোটি মার্কিন ডলার
(D) ২.৭ কোটি মার্কিন ডলার

উত্তর
(A) ৫ কোটি মার্কিন ডলার
ISRO সূত্রে খবর, আদিত্য় এল-১ মিশনের বাজেট ৫০ মিলিয়ান মার্কিন ডলার (৫ কোটি মার্কিন ডলার )। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ৪০০ কোটি টাকা।

৭. Aditya L1 মোট কতগুলি পেলোড বহন করবে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(B)
আদিত্য-এল1 অন-বোর্ডে মোট সাতটি পেলোড রয়েছে। এর মধ্যে চারটি রিমোট সেন্সিং পেলোড এবং তিনটি ইন-সিটু পেলোড।

৮. Aditya L1 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে ?

(A) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং (IIRS)
(B) হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, বেঙ্গালুরু
(C) বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তিরুবনন্তপুরম
(D) সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা

উত্তর
(D) সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 উৎক্ষেপণ করেছে ।

৯. PSLV কথাটির পুরো অর্থ হল –

(A) Pole Space Land Vehicle
(B) Polar Space Launch Vehicle
(C) Power Satellite Launch Vehicle
(D) Polar Satellite Launch Vehicle

উত্তর
(D) Polar Satellite Launch Vehicle
PSLV এর পূর্ণরূপ হল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ( PSLV এর পূর্ণরূপ হল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) । PSLV-এর সমস্ত ক্রিয়াকলাপ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা, পূর্ব উপকূল, ভারত থেকে নিয়ন্ত্রিত হয়।

১০. প্রতি ঘন্টায় Aditya L-1 এর গতিবেগ কত ?

(A) ৩০০ কিমি
(B) ৪০০ কিমি
(C) ৫০০ কিমি
(D) ৬০০ কিমি

উত্তর
(C) ৫০০ কিমি
Aditya L-1 এর গতিবেগ প্রায় ৫০০ কিমি/ঘন্টা । L-1 পয়েন্টে পৌঁছতে আদিত্যের ১২৫ দিনে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করার কথা।

১১. আদিত্য L1 মিশনের পরিচালক (Director) কে?

(A) এস সোমনাথ
(B) কে সিভান
(C) নিগার সাজি
(D) রিতু করিধাল

উত্তর
(C) নিগার সাজি
তামিলনাড়ুর নিগার শাজি আদিত্য এল-১ মিশনের প্রজেক্ট ডিরেক্টর। এরআগে ইসরোর বিভিন্ন প্রজেক্টে অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন সাজি। মাদুরাইয়ের কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বিই। তারপর রাঁচির বিআইটি থেকে ইলেকট্রনিক্স মাস্টর্স।

১২. “Aditya-L1”-এর পুরো কথা কী?

(A) Aditya Lagrangian Point 1
(B) Aditya Lunar Point 1
(C) Aditya Last Point 1
(D) Aditya Loose Point 1

উত্তর
(A) Aditya Lagrangian Point 1

১৩. কোন অরবিট বা কক্ষপথে আদিত্য এল-১ রাখা হবে?

(A) Geostationary orbit
(B) Low Earth orbit (LEO)
(C) Transfer orbits and geostationary transfer orbit (GTO)
(D) Halo orbit

উত্তর
(D) Halo orbit
ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান।

১৪. Aditya-L1 মিশনের মোট পরিকল্পিত সময়কাল –

(A) ৪.৩ বছর
(B) ৫.২ বছর
(C) ৬.১ বছর
(D) ৬.৫ বছর

উত্তর
(B) ৫.২ বছর
মিশনের সময়কাল, ৫.২ বছর (পরিকল্পিত)

১৫. ইসরোর আদিত্য-L1 মিশনের প্রধান বিজ্ঞানী কে ছিলেন ?

(A) গায়ত্রী মালহোত্রা
(B) ড. শঙ্করসুব্রহ্মণ্যন
(C) কে সিভান
(D) এস সোমনাথ

উত্তর
(B) ড. শঙ্করসুব্রহ্মণ্যন
ডঃ শঙ্করসুব্রহ্মণ্যন কে ISRO দ্বারা আদিত্য-L1 মিশনের প্রধান বিজ্ঞানী হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি অ্যাস্ট্রোস্যাট, চন্দ্রযান-১ এবং চন্দ্রযান-২-এরও অংশ ছিলেন, বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন।

১৬. লাগারাঞ্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে আদিত্য L1 এর কত দিন সময় লাগবে?

(A) ১০০ দিন
(B) ১২৫ দিন
(C) ১৫০ দিন
(D) ১৮০ দিন

উত্তর
(B) ১২৫ দিন
লঞ্চের ঠিক ১২৫ দিন পরে এটি তার পয়েন্ট L1 এ পৌঁছাবে।

১৭. Aditya-L1-এর মোট ওজন কত?

(A) ১৫০৫.৭ কেজি
(B) ১৩৮০.৭ কেজি
(C) ১৪০৫.৭ কেজি
(D) ১৪৮০.৭ কেজি

উত্তর
(D) ১৪৮০.৭ কেজি
আদিত্য-এল1 এর ওজন ১৪৮০.৭ কেজি।

১৮. পৃথিবী ও সূর্যের মধ্যে কত গুলি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট রয়েছে?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(C)
পৃথিবী ও সূর্যের মধ্যে এমন ৫টি পয়েন্ট রয়েছে। ১৭৭২ সালে বিজ্ঞানী যোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ (Joseph-Louis Lagrange) “Three-body problem” সমাধানের মাধ্যমে এই পয়েন্টগুলো আবিষ্কার করেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button