Dadabhai Naoroji: Grand Old Man India : দাদাভাই নওরোজি ছিলেন একজন ভারতীয় সামাজিক রাজনৈতিক নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যপদে নির্বাচিত হন। ভারতের গ্রান্ড ওল্ড ম্যান ( “Grand Old Man of India“) নামে পরিচিত এই দাদাভাই নওরোজির জন্মবার্ষিকীতে দেখে নেওয়া যাক উনার জীবনী ও সম্পর্কিত বিভিন্ন তথ্য।
Table of Contents
একনজরে দাদাভাই নওরোজি
নাম | দাদাভাই নওরোজি দরদি |
অন্য নাম | Grand Old Man of India Unofficial Ambassador of India |
জন্ম | ৪ই সেপ্টেম্বর, ১৮২৫ |
জন্ম স্থান | বোম্বে, ব্রিটিশ ভারত |
পিতা | নাওরজি পালাঞ্জি দরদি |
মাতা | মানিকবাই নওরোজি দরদি |
পত্নী | গুলবাই |
সন্তান | মাকি দাদিনা,শিরিন দাদিনা |
ধর্ম | জরথুস্ট্রবাদ (Zoroastrianism) |
জাতীয়তা | ভারতীয় |
মৃত্যু | ৩০শে জুন, ১৯১৭, ৯১ বছর বয়সে |
উল্লেখযোগ্য গ্রন্থ | পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া |
দেখে নাও : Madan Lal Dhingra Biography in Bengali – মদন লাল ধিংড়া জীবনী ও কুইজ
জন্ম
দাদাভাই নৌরজি ১৮২৫ খ্রিস্টাব্দের ৪ই সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির নভসারীর একটি দরিদ্র গুজরাটিভাষী পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল নাওরজি পালাঞ্জি দরদি এবং মাতা মানিকবাই নওরোজি দরদি। মাত্র চার বছর বয়সে তার পিতার মৃত্যু হয় এবং তিনি তার মায়ের কাছে বড় হন।
দেখে নাও : Khudiram Bose Biography in Bengali – ক্ষুদিরাম বসু জীবনী
শিক্ষা
- দাদাভাই নওরোজির প্রাথমিক শিক্ষা শুরু হয় এলফিনস্টোন ইনস্টিটিউট স্কুলে।
- তিনি পড়াশোনায় খুবই ভালো ছিলেন।
- বরোদার মহারাজা তৃতীয় সায়াজিরাও গায়কোয়াড় তাঁর পৃষ্ঠপোষক ছিলেন।
- ১৮৭৪ সালে দাদাভাই নওরোজি সেই মহারাজের দেওয়ান হিসেবে কাজ করতে শুরু করেছিলেন।
দেখে নাও : স্বামী দয়ানন্দ সরস্বতী – জীবনী ও অবদান
রাজনৈতিক ও কর্ম জীবন
- ১৮৫১ সালের ১ আগস্ট ‘রাহনুমাই মাজদায়াসান সভা’ প্রতিষ্ঠা করেন দাদাভাই নওরোজি যার মূল উদ্দেশ্য ছিল জরথ্রুস্টীয় ধর্মের বিকাশ ঘটানো।
- ১৮৫৪ সালে তিনি ‘রাস্ত গোফ্তার’ নামে একটি গুজরাটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। গুজরাটি ভাষায় ‘রাস্ত গোফ্তার’ শব্দের অর্থ হল সত্যভাষণ করা।
- সেই সময় তিনি আরো একটি সংবাদপত্র প্রকাশ করতেন যার নাম ছিল ‘দ্য ভয়েস অফ ইণ্ডিয়া’।
- ১৮৫৫ সালে বোম্বের এলফিনস্টোন কলেজে গণিত এবং প্রাকৃতিক দর্শনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন দাদাভাই নওরোজি।
- ১৮৫৫ সালে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে গুজরাটি ভাষা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন।
- লন্ডনের প্রবাস জীবনেই তিনি রাজনীতির সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন।
- ১৮৫৯ সালে তিনি লন্ডনে তাঁর নিজস্ব তুলো লেনদেনের ব্যবসা শুরু করেন ‘দাদাভাই নওরোজি অ্যাণ্ড কোং’ কোম্পানির মাধ্যমে।
- ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তিনি আন্দোলন শুরু করেন।
- ভারতবর্ষের বিভিন্ন সমস্যা সবার সমক্ষে তুলে ধরার জন্য তিনি অন্যদের সহযোগিতায় ১৮৬৫ সালে লন্ডনে ইন্ডিয়ান সোসাইটি গড়ে তোলেন।
- ১৮৬৭ সালে তিনি ‘ইস্ট ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন’ তৈরি করতে সাহায্য করেন যা আসলে ‘ইণ্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’-এর আদিরূপ।
- ১৮৬৯ সালে তিনি স্বদেশে ফিরে আসেন।
- ১৮৭৪ সালে তিনি বরোদার প্রধানমন্ত্রী নির্বাচিত হন দাদাভাই নওরোজি। এর পাশাপাশি তিনি ১৮৮৫ সাল থেকে ১৮৮৮ সাল পর্যন্ত ‘লেজিসলেটিভ কাউন্সিল অফ বোম্বে’র একজন সদস্য ছিলেন
- ১৮৮৫তে বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হলে তিনি যোগদান করেন।
- দাদাভাই নওরোজি ১৮৮৫ সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশনে যোগ দেন।
- পরে তিনি ইংল্যান্ডে যান এবং ১৮৯২ সালের নির্বাচনে মধ্য-ফিন্সবেরি এলাকা থেকে উদারনৈতিক দলের সদস্য হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হন।
- ১৮৯৩ সালের সাধারণ নির্বাচনে তিনি ব্রিটেনের লিবারেল পার্টির সদস্য নির্বাচিত হন। তিনিই প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে তাঁর শপথ গ্রহণের সময় তিনি বাইবেল ছুঁয়ে শপথ করতে অস্বীকার করেন এবং পার্সি হওয়ার দরুণ তাঁর ধর্মগ্রন্থ ‘জেন্দ-আবেস্তা’ ছুঁয়ে শপথ গ্রহণ করেন দাদাভাই নওরোজি।
- ১৯০১ সালে দাদাভাই নওরোজির লেখা বিখ্যাত ‘পভার্টি অ্যাণ্ড আন-ব্রিটিশ রুল ইন ইণ্ডিয়া’ বইটি প্রকাশিত হয়।
- ১৯০৬ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাদাভাই দলের সভাপতি নির্বাচিত হন এবং এই অধিবেশনেই তিনি ভারতের স্বায়ত্তশাসনের দাবি প্রথম উত্থাপন করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
মৃত্য
১৯১৭ সালে ৯১ বছর বয়সে ৩০শে জুন বোম্বেতে তিনি প্রয়াত হন।
দাদাভাই নৌরজির বিভিন্ন স্বীকৃতি
- মুম্বাই-এ তাঁর নামে নামাঙ্কিত একটি রাস্তা রয়েছে।
- পাকিস্তানের করাচিতে এবং লন্ডনের ফিন্সবেরিতে দাদাভাই নওরোজির নামে নামাঙ্কিত রাস্তা রয়েছে।
- ভারতের রাজধানী দিল্লিতে একটি জায়গার নাম নওরোজিনগর দেওয়া হয়।
- ‘গ্র্যাণ্ড ওল্ড ম্যান অফ ইণ্ডিয়া‘ এবং ‘আন-অফিসিয়াল অ্যাম্বাসাডার অফ ইণ্ডিয়া‘ উপাধিতে ভূষিত করা হয় দাদাভাই নওরোজিকে।
To check our latest Posts - Click Here