Current Topics

একসাথে অনেকগুলি রাজ্যের রাজ্যপাল বদল

8 States got new Governors

Rate this post

একসাথে অনেকগুলি রাজ্যের রাজ্যপাল বদল

একসাথে অনেকগুলি রাজ্যের রাজ্যপাল বা গভর্নর পরিবর্তন করা হলো। ৬ই জুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ -এর একটি প্রেস রিলিজে এমন তাই প্রকাশ পেয়েছে । এক ঝলকে দেখে নেওয়া যাক নতুন গভর্নরদের তালিকা –

  1. মিজোরামের গভর্নর পি এস শ্রীধরণ বদলি হয়ে গোয়ার নতুন গভর্নর হলেন।
  2. হরিয়ানার রাজ্যপাল শ্রী সত্যদেব নারায়ণ আর্যকে বদলি করে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে ।
  3. ত্রিপুরার গভর্নর শ্রী রমেশ বাইসকে বদলি করে ঝাড়খণ্ড এর নতুন গভর্নর নিযুক্ত করা হয়েছে।
  4. কর্ণাটকের নতুন রাজ্যপাল হলেন শ্রী থাওরচাঁদ গেহলোট।
  5. হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী বান্দারু দত্তাত্রেয়কে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে হরিয়ানার রাজ্যপাল হিসাবে।
  6. হরিবাবু কম্বামপাতি নিযুক্ত হলেন মিজোরামের নতুন গভর্নর হিসেবে।
  7. মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল নিযুক্ত হলেন মধ্যপ্রদেশের নতুন গভর্নর হিসেবে।
  8. রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নিযুক্ত হলেন হিমাচল প্রদেশের নতুন গভর্নর হিসেবে।

এই ৮টি রাজ্যের নতুন গভর্নর তালিকা সংক্ষেপে –

নংরাজ্যরাজ্যপাল
গোয়াপিএস শ্রীধরণ পিল্লাই
হরিয়ানাবান্দারু দত্তাত্রেয়
ঝাড়খণ্ডরমেশ বাইস
কর্নাটকশ্রী থাওরচাঁদ গেহলোট
হিমাচল প্রদেশরাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার
মধ্যপ্রদেশমাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল
মিজোরামহরিবাবু কম্বামপাতি
ত্রিপুরাশ্রী সত্যদেব নারায়ণ আর্য

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali