29th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
29th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯শে জুন – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 28th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ২০২৩ সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত প্রধানমন্ত্রী প্রণাম যোজনা প্রকল্পের উদ্দেশ্য কী?
(A) কয়লা খনির ব্যবস্থাকে শক্তিশালী করা
(B) MSME আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করা
(C) সার সিস্টেম শক্তিশালীকরণ
(D) ইলেকট্রিক যানবাহন সিস্টেমকে শক্তিশালী করা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ সালের বাজেটে বিকল্প সারের প্রচার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহারের জন্য “প্রধানমন্ত্রী প্রণাম যোজনা” চালু করার ঘোষণা করেছিলেন।
২. নিচের কোন দেশ ‘digital nomad strategy’ চালু করেছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ব্রিটেন
(C) কানাডা
(D) অস্ট্রেলিয়া
- কানাডা “digital nomad strategy” চালু করার ঘোষণা করেছে।
- এর মাধ্যমে বিদেশীদের দেশে চাকরি খোঁজার জন্য একটি অস্থায়ী ব্যবস্থা প্রদান করবে।
- এটি বিদেশী নিয়োগকর্তার সাথে কর্মীদের ছয় মাস পর্যন্ত কানাডায় থাকতে এবং কাজ করার অনুমতি দেবে।
৩. এনার্জি ট্রানজিশন ইনডেক্স ২০২৩-এ ভারতের স্থান কত?
(A) ১৭
(B) ৪৯
(C) ৬১
(D) ৬৭
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তার এনার্জি ট্রানজিশন ইনডেক্সে বিশ্বব্যাপী ভারতকে ৬৭তম স্থানে স্থান দিয়েছে এবং বলেছে যে এটিই একমাত্র প্রধান অর্থনীতি যেখানে সমস্ত মাত্রা জুড়ে শক্তি পরিবর্তনের গতি ত্বরান্বিত হচ্ছে।
- এই তালিকার শীর্ষে রয়েছে সুইডেন এবং ১২০টি দেশের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এবং সুইজারল্যান্ড।
৪. সম্প্রতি গোরেগাঁওয়ে ‘জাম্পিং স্পাইডার’-এর নতুন প্রজাতি পাওয়া গিয়েছে। এটির নাম দেওয়া হয়েছে –
(A) Hasarius mumbai
(B) Hasarius Goregaon
(C) Hasarius Spider
(D) Hasarius Makar
গবেষকরা মুম্বাইতে একটি নতুন মাকড়সার প্রজাতির উপস্থিতি নথিভুক্ত করেছেন এবং এটির নামকরণ করেছেন – ‘হাসারিয়াস মুম্বাই’।
৫. নিচের কোন দল ‘মেরা বুথ-সবসে মজবুত’ প্রচারণা শুরু করেছে?
(A) বিজেপি
(B) YSR কংগ্রেস
(C) আম আদমি পার্টি
(D) তেলেগু দেশম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ‘মেরা বুথ-সবসে মজবুত’ (আমার বুথ সবচেয়ে শক্তিশালী) প্রচারণার সূচনা করেছেন।
৬. নিচের কোন দল সম্প্রতি দুবাই মহিলা কাবাডি ফাইনালে বিজয়ী হয়েছে?
(A) পাঞ্জাব প্যান্থার্স
(B) উমা কলকাতা
(C) গুজরাট এঞ্জেলস
(D) বেঙ্গালুরু হকস
- পাঞ্জাব প্যান্থার্স বনাম উমা কলকাতা সমন্বিত বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহিলা কাবাডি ফাইনালের আয়োজন করেছিল দুবাই।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই চ্যাম্পিযনশিপ জিতে উমা কলকাতা ১০,০০০,০০০ টাকার গ্রান্ড পুরস্কার জিতে নিয়েছে।
৭. ২০২৩ সালে একাডেমি অনারারি পুরস্কার কে পেতে চলেছেন ?
(A) মিশেল স্যাটার
(B) চ্যাডউইক বোসম্যান
(C) অ্যাঞ্জেলা বাসেট
(D) অনিল কাপুর
- একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) সম্মানসূচক অস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
- ২০২২ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ সিক্যুয়েল ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ রানী রামোন্ডার চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কারটি পেতে চলেছেন অ্যাঞ্জেলা বাসেট।
৮. “Report Fish Disease” অ্যাপ কে চালু করেছেন?
(A) শ্রী জে.এন. সোয়াইন
(B) অভিলক্ষ লিখী
(C) পুরুষোত্তম রুপালা
(D) হিমাংশু পাঠক
ভারত সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী পুরুষোত্তম রুপালা “রিপোর্ট ফিশ ডিজিজ” নামে একটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক মোবাইল অ্যাপ চালু করেছেন।
৯. সম্প্রতি কে হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
(A) অজিঙ্কা পান্ডা
(B) রোহিত জাওয়া
(C) গুরমিত সিং
(D) সংকেত কাপসে
- রোহিত জাওয়া হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন।
- তিনি সঞ্জীব মেহতার স্থলাভিষিক্ত হয়েছেন যিনি সোমবার কোম্পানির বার্ষিক সাধারণ সভার পরে অবসর নিয়েছেন।
১০. সম্প্রতি সংবাদে আসা বহুড়া যাত্রা নিম্নলিখিত কোন দেবতা সম্পর্কিত ?
(A) ভগবান শিব
(B) ভগবান জগন্নাথ
(C) ভগবান বিঠল
(D) প্রভু রাম
- পুরীর রথযাত্রা মূলত গুন্ডিচা যাত্রা বা গুন্ডিচা মন্দির যাত্রা নামে পরিচিত।
- এই যাত্রায় জগন্নাথদেব রওনা হন তাঁর মাসির বাড়ি। সেখানে থাকার সময় পালিত আটবেশ।
- আট দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
- ৯ দিনের মাথায় দশমী তিথিতে তাঁরা গুন্ডিচা মন্দির থেকে ফেরেন, যা উল্টোরথ নামে পরিচিত।
- পুরীতে এটি বহুড়া যাত্রা নামে পরিচিত।
To check our latest Posts - Click Here