Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই ফেব্রুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (5th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নলিখিতদের মধ্যে কাকে সম্প্রতি IndiGo-এর ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) হিসাবে নিযুক্ত করা হল?

(A) রাহুল ভাটিয়া
(B) হর্ষদীপ সিং
(C) সুনীল মিত্তল
(D) প্রেম বাজাজ

[spoiler title=”উত্তর : “] (A) রাহুল ভাটিয়া

  • ‘ইন্টারগ্লোব এভিয়েশন’ তার সহ-প্রতিষ্ঠাতা রাহুল ভাটিয়াকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে অবিলম্বে নিয়োগের ঘোষণা করেছে।
  • ইন্টারগ্লোব এভিয়েশন কোম্পানিটির অধীনে দেশের বৃহত্তম এয়ারলাইন Indigo রয়েছে। সেই হিসাবে তিনি Indigo এরও MD।  ইন্ডিগোর চেয়ারম্যান মেলাভেটিল দামোদরন।
  • কোম্পানির সদর দফতর হরিয়ানার গুরগাঁওয়ে।
[/spoiler]

২. হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত ‘The Immortal King Rao’ বইটির লেখক কে?

(A) আকাশ কানসাল
(B) ভাউহিনী ভারা
(C) অনুকৃতি উপাধ্যায়
(D) শুভ্র প্রসাদ

[spoiler title=”উত্তর : “] (B) ভাউহিনী ভারা

  • বইটি ৩রা মে ২০২২-এ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে।
  • ভাউহিনী ভারা একজন মার্কিন সাংবাদিক। এটি তার লেখা প্রথম উপন্যাস।
[/spoiler]

৩. নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি ‘ইরান জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ অনূর্ধ্ব-১৯ পুরুষদের একক শিরোপা জিতেছে?

(A) আলী হায়াতি
(B) শচীন দুগ্গাল
(C) সৌরভ সিং
(D) শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ান

[spoiler title=”উত্তর : “] (D) শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ান

  • ৪ঠা ফেব্রুয়ারী ২০২২ এ ইরান জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ান অনূর্ধ্ব-19 ছেলেদেড় এবং সামায়ারা পানওয়ার অনূর্ধ্ব-১৯ মহিলাদের একক শিরোপা জিতেছেন।
  • সুব্রামানিয়ান ছেলেদের একক ফাইনালে ইরানের আলি হায়াতিকে ২১-১৭ ও ২১-১৭ পরাজিত করেন।
  • মেয়েদের একক শীর্ষ লড়াইয়ে পানওয়ার আর এক ইরানি ফেরদৌস ফরৌঘিকে ২১-১৪ ২১-১৫ এ পরাজিত করেন।
[/spoiler]

৪. কাকে সম্প্রতি ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (NCERT)-এর পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে?*

(A) দীনেশ প্রসাদ সাকলানি
(B) জয়তীর্থ রাও
(C) ডঃ শংকর আচার্য
(D) ভি. অনন্ত নাগেশ্বরন

[spoiler title=”উত্তর : “] (A) দীনেশ প্রসাদ সাকলানি

  • তাকে পাঁচ বছরের জন্য বা তার বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত, নিযুক্ত করা হয়েছে।
  • NCERT একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা স্কুল শিক্ষার উন্নতির জন্য সরকারকে সহায়তা করে এবং পরামর্শ দেয়।
[/spoiler]

৫. কে সম্প্রতি ‘পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড’ (POSOCO)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) বিনীত কুমার
(B) বীরেন্দ্র চাওলা
(C) এস আর নরসিংহন
(D) শচীন রাঘব

[spoiler title=”উত্তর : “] (C) এস আর নরসিংহন

  • পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড হল একটি CPSE যা ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন।

PSOCO :

  • প্রতিষ্ঠা : মার্চ ২০১০
  • সদর দপ্তর : নয়াদিল্লি, ভারত
  • মালিক : পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া
[/spoiler]

৬. কোন দেশ সম্প্রতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান- “একুশে পদক”-এর জন্য ২৪ জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করেছে?

(A) ইন্দোনেশিয়া
(B) সৌদি আরব
(C) ভুটান
(D) বাংলাদেশ

[spoiler title=”উত্তর : “] (D) বাংলাদেশ

  • বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান- একুশে পদকের জন্য ২৪ জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করেছে।
  • ভাষা আন্দোলন বিভাগে দুইজন, মুক্তিযুদ্ধ বিভাগে চারজন, শিল্পকলা, সঙ্গীত ও নৃত্য বিভাগে সাতজন, সমাজসেবা বিভাগে দুইজন, ভাষা ও সাহিত্যে দুইজন, গবেষণায় চারজন এবং সাংবাদিকতা, বিজ্ঞান-প্রযুক্তি ও শিক্ষার ক্ষেত্রে  একজন করে মনোনীত হয়েছেন এই পুরস্কারের জন্য।
[/spoiler]

৭. কে সম্প্রতি ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি’ (NIELIT) -এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন?

(A) রাঘব মালিয়া
(B) ড. মদন মোহন ত্রিপাঠী
(C) নবকুমার রায়
(D) চন্দন পাল

[spoiler title=”উত্তর : “] (B) ড. মদন মোহন ত্রিপাঠী

  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, পূর্বে DOEACC সোসাইটি নামে পরিচিত ছিল।
  • এই সোসাইটি বিভিন্ন স্তরে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স প্রশিক্ষণ প্রদান করে।
[/spoiler]

৮. অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা কয়েক দশক ধরে গবেষণার পর কোন দেশে সম্প্রতি HIV একটি অত্যন্ত মারাত্মক স্ট্রেন আবিষ্কার করেছেন?

(A) আয়ারল্যান্ড
(B) স্লোভাকিয়া
(C) নেদারল্যান্ডস
(D) অস্ট্রিয়া

[spoiler title=”উত্তর : “] (C) নেদারল্যান্ডস

  • যাইহোক, আধুনিক চিকিৎসার মাধ্যমে এই স্ট্রেইনের ভয়াবহতা কমানো সম্ভব।
  • এই ভেরিয়েন্টটির নাম VB ভেরিয়েন্ট।
[/spoiler]

৯. SpaaceX তার ক্রমবর্ধমান স্টারলিংক ইন্টারনেট মেগাকনস্টেলেশনে সম্প্রতি কতগুলি নতুন স্যাটেলাইট যুক্ত করেছে?

(A) ২৯
(B) ৫৯
(C) ৪৯
(D) ৩৯

[spoiler title=”উত্তর : “] (C) ৪৯

  • স্পেসএক্স তার ক্রমবর্ধমান স্টারলিঙ্ক ইন্টারনেট মেগাকনস্টেলেশনে আরও ৪৯টি স্যাটেলাইট যুক্ত করেছে।
  • একটি Falcon 9 রকেট ৪৯টি নতুন স্টারলিঙ্ক স্যাটেলাইটকে ৩রা ফেব্রুয়ারী NASA এর কেনেডি স্পেস সেন্টার থেকে কক্ষপথে উৎক্ষেপণ করে।
[/spoiler]

১০. কোন দেশ সম্প্রতি ৫ লাখ COVID-19 মৃত্যুর মাইলফলক অতিক্রমকারী বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠেছে?

(A) ভারত
(B) রাশিয়া
(C) চীন
(D) পাকিস্তান

[spoiler title=”উত্তর : “] (A) ভারত

  • ভারত ৩রা ফেব্রুয়ারী ২০২২-এ ৫ লক্ষ COVID-19 মৃত্যুর মাইলফলক অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে  তৃতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে।
  • ১লা জুলাই, ২০২১ তারিখে রেকর্ড করা ৪ লক্ষ থেকে ৫ লক্ষ মৃত্যুতে পৌঁছতে ভারত ২১৭ দিন সময় নিয়েছে।
[/spoiler]

১১. নরেন্দ্র মোদী ৫ই ফেব্রুয়ারী হায়দ্রাবাদে ১১ শতকের সাধক ও সমাজ সংস্কারক রামানুজাচার্যের এক বিশাল মূর্তির উদ্বোধন করলেন। এই মূর্তিটি আর কি নামে পরিচিত?

(A) Statue of Unity
(B) Statue of Freedom
(C) Statue of Peace
(D) Statue of Equality

[spoiler title=”উত্তর : “] (D) Statue of Equality

  • ১১ শতকের সাধক ও সমাজ সংস্কারক রামানুজাচার্যের ২১৬ ফুটের মূর্তিটি হায়দ্রাবাদের সামসাবাদ-এ ৪৫ একর কমপ্লেক্সে স্থাপন করা হবে।
  • স্বর্ণ, রৌপ্য, তামা, পিতল এবং দস্তা – পাঁচটি ধাতুর মিশ্রণে (পাঁচলোহা) মূর্তিটি তৈরি।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button