Bengali Mythology

সরস্বতী বন্দনা মন্ত্র,পুষ্পাঞ্জলী মন্ত্র-প্রণাম মন্ত্র – Saraswati Manta

সরস্বতী বন্দনা মন্ত্র

সরস্বতী বন্দনা মন্ত্র, পুষ্পাঞ্জলী মন্ত্র – প্রণাম মন্ত্র – Saraswati Manta

মা সরস্বতী বিদ্যার দেবী।আমরা মা সরস্বতীকে পুজো করে থাকি বিদ্যা ও বুদ্ধি লাভের উদ্দেশ্যে। আজ এই সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর অঞ্জলি দেবার পর মনে হলো একটু অন্য ধরণের পোস্ট করতে। নিয়ে চলে এলাম সরস্বতী পুজোর বিভিন্ন ধরণের মন্ত্রগুলির সমাহার নিয়ে। আমাদের সাইটের চিরাচরিত পোস্ট থেকে একটু আলাদা কিন্তু আসা করি তোমাদের সবার ভালোই লাগবে। সরস্বতী পূজার মন্ত্র ( সরস্বতী বন্দনা মন্ত্র, পুষ্পাঞ্জলী মন্ত্রপ্রণাম মন্ত্র, Saraswati Manta , Saraswati Puja Manta ) ।

দেখে নাও : কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz

সরস্বতী পূজার প্রনাম মন্ত্র

নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে .

জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

দেখে নাও : দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja

সরস্বতী পূজার স্তব মন্ত্র

শ্বেতপদ্মাসনাদেবী শ্বেতপুষ্পোজশোভিতা।
শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা।
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরচ্চৈর্তা দেবদানবৈঃ।
পূজিতা মুনিভিঃ সর্ব্বৈঋষিভিঃ সদা।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।

সরস্বতী দেবীর কাছে প্রার্থনা

ওম যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা, যা বীণাধর-দণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা। যা ব্রহ্মচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা। সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা। যথা ন দেবো ভগবান ব্রহ্মা তোল পিতামহঃ ত্বাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা। বেদা শাস্ত্রানি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ। লক্ষ্মীর্মেধা ধারা পুষ্টিঃ গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্ম্মাং সরস্বতী।

দেখে নাও : New Year Quiz 2022 | নববর্ষ কুইজ

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র

ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ।
বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ।
এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।

সরস্বতী দেবী বন্দনা

জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী, মাই
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
জয় জয় ভবানী, জয় শর্বাণী
জয় ত্রিভুবন, সুখদায়ী
তেরি মায়া অনন্ত অপার,
যা কো, কো নেহি পায়ি
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

হস্তকমল মো বীণ বাজাভে,
যা মে সব, সুর গাই
দুজে হাত বিরাজত পুস্তক
বেদ শ্রুতি উপজায়ী
জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী।

তেরি রূপ, ভয়ো সব বিদ্যা
সুর-নর চরণ নমাই,
পদ্মনাভ প্রভু, চরণ শরোরুহ
সেবক কে মন ভায়ী।

জয় জয় দেবী, জয় জগজননী
জয় জয় সরস্বতী,
জয় জয় সরস্বতী,
জয় জয় সরস্বতী।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button