New Year Quiz 2022 | নববর্ষ কুইজ
প্রথমের সবাইকে জানায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বছরের প্রথম দিনে তোমাদের জন্য দেওয়া রইলো New Year Quiz 2022 । নববর্ষ কুইজ।
১. বিভিন্ন দেশে ভিন্ন সংস্কৃতির মানুষের নববর্ষ পালনের আলাদা আলাদা দিন থাকলেও, ১ লা জানুয়ারি সব থেকে প্রচলিত দিন যেটিকে নতুন বছরের সূচনা হিসেবে ধরা হয় । কোন ক্যালেন্ডার অনুসারে ১ লা জানুয়ারি নতুন বছরের সূচনা হয় ?
উত্তর
২. গ্রেগরিয়ান বর্ষপঞ্জি(Gregorain Calendar) এর ব্যাবহার চালু হয় ১৭৫২-৫৩ সাল থেকে।
তার পূর্বে ইংরেজী নববর্ষ কোন দিনটি তে উৎযাপন করা হত?
উত্তর
দেখে নাও : Christmas Quiz Questions and Answers in Bengali – ক্রিস্টমাস কুইজ
৩. জনবসতিপূর্ণ কোন অঞ্চলে সব থেকে শেষে ইংরেজী নববর্ষের আগমন ঘটে ?
উত্তর
৪. লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে ২৯ টি দিন গণ্য করা হয়ে থাকে,কিন্তু ১৭১২ সালে,অন্যান্য দেশের ক্যালেন্ডারের সাথে খাপ খাওয়াতে, একটি দেশ ফেব্রুয়ারি মাসে ৩০ তারিখও গণনা করে, কোন দেশ?
উত্তর
৫. ইংরেজী নববর্ষের প্রথম মাস হল জানুয়ারি । জানুয়ারি মাসের নাম এসেছে রোমান দেবতা জেনাস থেকে । জেনাস রোমানদের কিসের দেবতা ছিলেন?
উত্তর
৬. বর্তমানে একবছরে ১২ মাস হলেও, পূর্বে রোমান ক্যালেন্ডারে ১২ টি মাস ছিল না । পূর্বে কতগুলি মাসে বছর হত ?
উত্তর
দেখে নাও : কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz
৭. পৃথিবীর কোন অঞ্চলে সব থেকে প্রথমে ইংরেজী নববর্ষের আগমন ঘটে ?
উত্তর
৮. বিশ্বের বেশিরভাগ দেশে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসরণ করে নববর্ষ পালন করলেও, অনেক দেশের বাসিন্দাদের জন্য নববর্ষের ভিন্ন দিন রয়েছে। যেমন চীন দেশের বাসিন্দারা চন্দ্র নববর্ষ (Lunar New Year) পালন করেন। ২০২২ সালের লুনার নিউ ইয়ার কোন দিন উদযাপিত হবে ?
উত্তর
৯. নতুন বছরের আগমনের প্রাক্কালে ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অনুষ্ঠান ,রীতি পালন করা হয় । তার একটি হল আমেরিকার টাইম স্কোয়ারে বল ড্রপ । এই ক্ষেত্রে একটি একটি বল বিশেষভাবে ডিজাইন করা পতাকাপোলের নীচে নেমে আসে এবং নতুন বছরের শুরুর সংকেত দেয়। আমেরিকার সময় অনুসারে কখন এই বল ড্রপের পর্ব শুরু হয় ?
উত্তর
দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ। Quiz on Durga Puja
To check our latest Posts - Click Here