7th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
7th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৭ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 6th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ভারতীয় মহিলা দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রাজেশ চৌহান
(B) হৃষিকেশ কানিটকর
(C) শিব সুন্দর দাস
(D) নয়ন মঙ্গিয়া
- BCCI প্রাক্তন ক্রিকেটার হৃষিকেশ কানিটকরকে ভারতীয় মহিলা দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে।
- কানিটকর ১৯৯৭ থেকে ২০০০ এর মধ্যে ভারতের হয়ে দুটি টেস্ট এবং ৩৪টি ODI খেলেছেন।
- তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচও ছিলেন, যেটি ২০২২ সালে ICC অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল।
২. HBW নিউজ দ্বারা বলিউডে কৃতিত্বের জন্য সম্প্রতি কে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন?
(A) দীপিকা পাড়ুকোন
(B) ক্যাটরিনা কাইফ
(C) আনুশকা শর্মা
(D) প্রিয়ঙ্কা চোপড়া
- HBW News ৬ই ডিসেম্বর ২০২২-এ গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
- বিজয়ীদের তালিকায় রয়েছে বলিউডে কৃতিত্বের জন্য ক্যাটরিনা কাইফ, IT শিল্পের জন্য নন্দন নিলেকানি, গানে তার কৃতিত্বের জন্য সেলিনা গোমেজ প্রমুখেরা।
৩. যোগিন্দর কে আলাঘ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?
(A) গণিত
(B) ওষুধ
(C) ইতিহাস
(D) অর্থনীতি
- সুপরিচিত অর্থনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যোগিন্দর কে আলাঘ সম্প্রতি প্রয়াত হয়েছেন।
- তিনি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান ছিলেন।
- তিনি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাট-এর চ্যান্সেলরও ছিলেন।
৪. প্রতি বছর কোন দিনটিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয়?
(A) ১৯৯৫
(B) ১৯৯৮
(C) ১৯৯৭
(D) ১৯৯৬
- ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন হল জাতিসংঘের একটি সংস্থা যা বিমান চলাচলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
- ১৯৯৬ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস হিসাবে পালন করার ঘোষণা দেয়।
৫. ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) এর ‘এশিয়া অ্যান্ড দা প্যাসিফিক রিজিওনাল মিটিং’ (APRM) এর আয়োজক কোন দেশ?
(A) ভারত
(B) সিঙ্গাপুর
(C) থাইল্যান্ড
(D) শ্রীলঙ্কা
- আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১৭তম এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলন সিঙ্গাপুরে শুরু হয়েছে।
- ৫০০ জনেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন৷
৬. কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন কে?
(A) ডোয়াইন জনসন
(B) দীপিকা পাড়ুকন
(C) উইল স্মিথ
(D) রবার্ট ডাউনি জুনিয়র
- দীপিকা পাড়ুকন এই মাসের শেষের দিকে কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন।
- ১৮ই ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালের আগে ট্রফিটি উন্মোচন করা হবে৷
- ১৮ই ডিসেম্বর, দীপিকা পাড়ুকোন লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন।
৭. BBC এর ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছে কোন ভারতীয়?
(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) গীতাঞ্জলি শ্রী
(C) সিরিশা বন্দলা
(D) উপরের সকলে
- BBC বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে।
- BBC এর ১০০ জন সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া চারজন ভারতীয় হলেন: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, লেখিকা গীতাঞ্জলি শ্রী, মহাকাশচারী সিরিশা বন্দলা এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে।
৮. কোন মেট্রো সফলভাবে দীর্ঘতম ডাবল-ডেকার ফ্লাইওভার নির্মাণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে?
(A) দিল্লী মেট্রো
(B) মুম্বাই মেট্রো
(C) কলকাতা মেট্রো
(D) নাগপুর মেট্রো
- নাগপুর মেট্রো এবং NHAI সফলভাবে দীর্ঘতম ডাবল-ডেকার ফ্লাইওভার নির্মাণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে।
- নাগপুরের ওয়ার্ধা রোড দ্বারা এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
To check our latest Posts - Click Here