Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশের আবহাওয়া দপ্তর সম্প্রতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে প্রথমবারের মতো লাল সতর্কতা জারি করেছে?

(A) কানাডা
(B) ফ্রান্স
(C) যুক্তরাজ্য
(D) জার্মানি

উত্তর :
(C) যুক্তরাজ্য

  • যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর প্রথমবারের মতো লাল সতর্কতা জারি করে National Emergency জারি করেছে কারণ যুক্তরাজ্যে তাপমাত্রা প্রথম বারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • উত্তর আফ্রিকা থেকে উৎপন্ন তাপপ্রবাহ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং ফ্রান্স ও স্পেনেও দাবানল ছড়িয়েছে।

২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন?

(A) কনৌজ
(B) জালাউন
(C) কানপুর
(D) মির্জাপুর

উত্তর :
(B) জালাউন

  • ১৬ই জুলাই ২০২২-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের জালাউন জেলায় বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন।
  • ২৯৬ কিলোমিটারের ৪-লেনের এক্সপ্রেসওয়েটি প্রায় ১৪,৮৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
  • এটি আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে এবং যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে বুন্দেলখন্ড এলাকাকে দিল্লির সাথে সংযুক্ত করবে।
  • এটি নির্মাণ করেছে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPEIDA)।

৩. নবগঠিত ‘National Bank for Financing Infrastructure and Development’ (NaBFID) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) অঞ্জলি সিং
(B) রাজকিরণ রাই জি
(C) রতিপাল সিং
(D) সুগ্রীব ভার্মা

উত্তর :
(B) রাজকিরণ রাই জি

  • ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনস্টিটিউশন ব্যুরো (FSIB) নবগঠিত ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট’ (NaBFID)-এর ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য রাজকিরণ রাই জি-কে সুপারিশ করেছে।
  • তিনি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান।

৪. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের লং জাম্প ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় হয়ে উঠলেন কে?

(A) কুমারভেল প্রেমকুমার
(B) মুরলী শ্রীশঙ্কর
(C) অমৃতপাল সিং
(D) অঙ্কিত শর্মা

উত্তর :
(B) মুরলী শ্রীশঙ্কর

  • মুরালি শ্রীশঙ্কর ১৬ই জুলাই ২০২২-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (WAC) পুরুষদের লং জাম্প ফাইনালে প্রবেশকারী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন।
  • তিনি ৮ মিটারের লাফ দিয়ে যুক্তরাষ্ট্রের ওরেগন-এ চলমান WAC-তে কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

৫. All-India Wholesale Price Index (WPI) অনুযায়ী ২০২২ সালের জুন মাসে মুদ্রাস্ফীতির হার কত?

(A) ১১.১৮%
(B) ১৭.১৮%
(C) ১৫.১৮%
(D) ১৩.১৮%

উত্তর :
(C) ১৫.১৮%

  • এটি ২০২২ সালের মে মাসের ১৫.৮৮% মুদ্রাস্ফীতির তুলনায় কম।
  • এই মাসে মুদ্রাস্ফীতির উচ্চ হার প্রাথমিকভাবে খনিজ তেল, খাদ্য সামগ্রী, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, মৌলিক ধাতু, রাসায়নিক এবং রাসায়নিক পণ্য, খাদ্যের দাম বৃদ্ধির কারণে।

৬. জাপান সরকার সম্প্রতি কাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করেছে?

(A) শিনজো আবে
(B) ফুমিও কিশিদা
(C) মাতসুদা ইউসাকু
(D) ইকারিয়া চোসুকে

উত্তর :
(A) শিনজো আবে

  • জাপান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে মরণোত্তর দেশের সর্বোচ্চ পুরস্কার “The Collar of the Supreme Order of the Chrysanthemum” দ্বারা সম্মানিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
  •  শিনজো আবে চতুর্থ প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি এই সম্মান পাবেন।
  • তাঁর আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী শিগেরু ইয়োশিদা, ইসাকু সাতো এবং ইয়াসুহিরো নাকাসোনে এই সম্মানে ভূষিত হয়েছেন।

৭. কোন দিনটিতে প্রতিবছর ‘World Day for International Justice’ পালিত হয়?

(A) ১৭ই জুলাই
(B) ২০শে জুলাই
(C) ১৫ই জুলাই
(D) ১৬ই জুলাই

উত্তর :
(A) ১৭ই জুলাই

  • ১৭ই জুলাই, ১৯৯৮ এ ১২০টি দেশ ‘Rome Statute of the International Criminal Court’ নামে একটি চুক্তি স্বাক্ষর করতে একত্রিত হয়েছিল।
  • এর ফলে ‘International Criminal Court’ (ICC) প্রতিষ্ঠিত হয়, যা ১লা জুলাই, ২০০২ সালে কার্যকর হয়।

৮. সম্প্রতি কে ‘Changwon Shooting World Cup’-এ স্বর্ণপদক জিতেছেন?

(A) অ্যালেক্স গোর্স্কি
(B) টিম কুক
(C) মার্টি শ্যাভেজ
(D) ঐশ্বরী প্রতাপ সিং তোমর

উত্তর :
(D) ঐশ্বরী প্রতাপ সিং তোমর

  • ভারতের ঐশ্বরী প্রতাপ সিং তোমর ১৬ই জুলাই Changwon Shooting World Cup এ ৫০ মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
  • এটি ছিল তার দ্বিতীয় শ্যুটিং ওয়ার্ল্ডকাপ স্বর্ণপদক।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button