Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই ফেব্রুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (7th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২২ সালে ‘নেহেরু ট্রফি বোট রেস’ কোথায় আয়োজিত হবে?

(A) সংযুক্ত আরব আমিরাত (UAE)
(B) মরিশাস
(C) মালদ্বীপ
(D) শ্রীলঙ্কা

[spoiler title=”উত্তর : “] (A) সংযুক্ত আরব আমিরাত (UAE)

  • নেহেরু ট্রফি বোট রেস, কেরালার আলাপুজায় অনুষ্ঠিত একটি বিখ্যাত ইভেন্ট। মহামারীর কারণে এই বছর এটি সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাস আল খাইমাহতে অনুষ্ঠিত হতে চলেছে।
  • ১৯৫২ সালে জওহরলাল নেহরুর কেরালা বোট রেস সফরের পরে এই প্রতিযোগিতার নাম তাঁর নামে রাখা হয়েছিল।
[/spoiler]

২. ভারতীয় পুরুষ ক্রিকেট দল সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে তার ১০০০ তম ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচটি খেললো?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) ইংল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) দক্ষিণ আফ্রিকা

[spoiler title=”উত্তর : “] (A) ওয়েস্ট ইন্ডিজ

  • ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই রেকর্ডটি করা প্রথম দল হয়ে উঠলো।
  • ১০০০ তম এই ম্যাচে ভারত ৬ উইকেটে জয় লাভ করেছে।
  • বর্তমানে ভারতের ওয়ান ডে ইন্টারন্যাশনাল টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা।
[/spoiler]

৩. সম্প্রতি প্রকাশিত ‘Fearless Governance’ গ্রন্থটির রচয়িতা কে?

(A) ভি. নারায়ণসামি
(B) কিরণ বেদি
(C) পি চিদাম্বরম
(D) স্বাতী চতুর্বেদী

[spoiler title=”উত্তর : “] (B) কিরণ বেদি

  • পুদুচেরির ২৪ তম লেফটেন্যান্ট গভর্নর হিসাবে প্রায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতার উপর ভিত্তি করে, কিরণ বেদী ‘Fearless Governance’ বইটি লিখেছেন।
  • এটি ডায়মন্ড বুকস দ্বারা প্রকাশিত হয়েছে।
[/spoiler]

৪. সামাজকর্মীরা অন্ধ্র প্রদেশের কোন শহরে একটি ‘গান্ধী মন্দির’ এবং একটি ‘স্মৃতি বনম’ (Smruthi Vanam) নির্মাণ করেছেন?

(A) শ্রীকাকুলাম
(B) কাদাপা
(C) চিত্তর
(D) বিশাখাপত্তনম

[spoiler title=”উত্তর : “] (A) শ্রীকাকুলাম

  • মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতাদের আত্মত্যাগকে স্মরণ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করাই এই মন্দিরগুলির উদ্দেশ্য।
  • শ্রীকাকুলাম, যাকে চিকাকোলও বলা হয়, অন্ধ্র প্রদেশের উত্তর-পূর্ব জেলা এবং মন্দির পর্যটনের জন্য পরিচিত।
[/spoiler]

৫. বিশ্বের প্রথম ক্লিন-এনার্জি (হাইড্রোজেন) চালিত ফ্লাইং বোট, Jet কোন শহরে চালু হতে চলেছে?

(A) রিয়াদ
(B) দুবাই
(C) তেহরান
(D) অসলো

[spoiler title=”উত্তর : “] (B) দুবাই

  • জেট, বিশ্বের প্রথম ক্লিন-এনার্জি, হাইড্রোজেন চালিত ফ্লাইং বোট সম্প্রতি দুবাইতে চালু হতে চলেছে।
  • এই ফ্লাইং বোট থেকে দূষণ প্রায় হবেনা বললেই চলে।
  • বোটটি ৪০ নট গতিতে জলের উপর দিয়ে কোন শব্দ ছাড়াই যেতে পারে এবং ৮-১২ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে।
[/spoiler]

৬. “ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া” (DCGI) নিম্নলিখিত কোন Covid-19 ভ্যাকসিনটিকে জরুরিকালীন ব্যবহারের অনুমতি দিয়েছে?

(A) জনসন
(B) মডার্না
(C) স্পুটনিক লাইট
(D) কোভোভ্যাক্স

[spoiler title=”উত্তর : “] (C) স্পুটনিক লাইট

  • এটি ভারতে নবম অনুমোদিত COVID-19 টিকা
  • RDIF এর আগেই অনুমান করেছিল যে স্পুটনিক লাইট ভ্যাকসিন ভারতে একটি স্বতন্ত্র জ্যাব হিসাবে এবং একটি সর্বজনীন বুস্টার হিসাবে অনুমোদিত হতে পারে।
[/spoiler]

৭. নিচের কোন দেশটি সম্প্রতি COVID-19 এর ‘DNA ভ্যাকসিন’ অনুমোদনকারী বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে?

(A) ভারত
(B) রাশিয়া
(C) জাপান
(D) চীন

[spoiler title=”উত্তর : “] (A) ভারত

  • ভারত সরকার সম্প্রতি ২০২১ সালের ‘Zydus Cadila’s DNA ভ্যাকসিন’-এর জরুরীকালীন ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।
  • ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়ার অনুমতি দিয়েছেন।
[/spoiler]

৮. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৪,০০০ টি টেলিকম টাওয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

(A) আসাম
(B) ওড়িশা
(C) উত্তর প্রদেশ
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর : “] (B) ওড়িশা

  • কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৬ই ফেব্রুয়ারী, ২০২২-এ বলেছেন সেই গ্রামগুলি যেখানে ইন্টারনেট এর সুবিধা নেই বা খুব দুর্লভ, সেখানে ইন্টারনেট ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে প্রায় ৪,০০০ মোবাইল টাওয়ার ইনস্টল করা হবে।
  • ২০২২-২৩ অর্থবছরের জন্য ওড়িশার জন্য ৯,৭৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • রাজ্যের প্রায় ৬,০০০ গ্রাম মোবাইল নেটওয়ার্ক কভারেজের বাইরে রয়ে গেছে তাই ৩,৯৩৩টি মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[/spoiler]

৯. নিম্নলিখিত আফ্রিকান দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি প্রথম ‘African Cup of Nations’ জিতলো?

(A) সেনেগাল
(B) দক্ষিণ সুদান
(C) মিশর
(D) সোমালিয়া

[spoiler title=”উত্তর : “] (A) সেনেগাল

  • সেনেগাল ৬ই ফেব্রুয়ারি, ২০২২-এ পেনাল্টি শুটআউটে মিশরকে ৪-২ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান কাপ অফ নেশনস শিরোপা জিতে নিলো।
  • ‘CAF (Confederation of African Football) আফ্রিকা কাপ অফ নেশনস’ হল আফ্রিকার প্রধান আন্তর্জাতিক পুরুষদের ফুটবল প্রতিযোগিতা।
  • এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন সেনেগালের এডোয়ার্ড মেন্ডি।
  • টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেনেগালের সাদিও মানে।
[/spoiler]

১০. সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ২০২২ এর জানুয়ারিতে কোন রাজ্যে বেকারত্বের হার সব থেকে কম ছিল?

(A) পশ্চিমবঙ্গ
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

[spoiler title=”উত্তর : “] (D) তেলেঙ্গানা

এই রিপোর্টে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট ও তার পর মেঘালয়।

তেলেঙ্গানা :

  • মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও
  • রাজ্যপাল : তামিলিসাই সৌন্দরারাজান
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button