5th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
5th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৫ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন IIT সম্প্রতি প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশের জন্য DRDO-এর সাথে যুক্ত হয়েছে?
(A) IIT মাদ্রাজ
(B) IIT মুম্বাই
(C) IIT রুরকি
(D) IIT ধানবাদ
- প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশ এবং দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করার লক্ষ্যে, DRDO, IIT রুরকির সাথে যুক্ত হয়েছে।
- IIT রুরকি DRDO-র ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি (DEL) এর সহযোগিতায় প্রোগ্রামেবল রেডিওর ভবিষ্যত প্রয়োজনীয়তা মেটাতে দেশীয় রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার এম্প্লিফায়ার তৈরি করেছে।
২. ভারত কোন দেশের সাথে নতুন দিল্লিতে ১-৩রা আগস্ট পর্যন্ত High-Powered Joint Trade Committee-র প্রথম অধিবেশনের আয়োজন করেছে?
(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) ঘানা
(D) মরিশাস
প্রভিন্দ যুগনাউথ
মরিশাস :
- প্রধান মন্ত্রী : প্রভিন্দ যুগনাউথ
- রাজধানী : পোর্ট লুইস
- মুদ্রা : মরিশাস রুপি
- অবস্থান : আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে ভারত মহাসাগরের একটি দ্বীপ।
৩. মধ্যপ্রদেশের কোন শহরে একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে?
(A) উজ্জয়িন
(B) খান্ডোয়া
(C) ইন্দোর
(D) জবলপুর
- মধ্যপ্রদেশের খান্ডোয়ায় একটি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে।
- এটি বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর প্ল্যান্ট ।
- এটি ২০২২-২৩ সালের মধ্যে ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে।
- প্রকল্পটির মূল্য ৩০০০ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়েছে।
- সম্প্রতি, তেলেঙ্গানায় ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে।
৪. ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশ হয়ে উঠলো কোনটি?
(A) ইন্দোনেশিয়া
(B) আমেরিকা
(C) রাশিয়া
(D) দক্ষিন আফ্রিকা
- রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী হয়ে উঠেছে।
- জুনের তুলনায় রাশিয়া থেকে কয়লা আমদানি ২.০৬ মিলিয়ন টন বৃদ্ধি পেয়েছে ।
- রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতে ষষ্ঠ বৃহত্তম কয়লা সরবরাহকারী। ।
৫. ভারত সম্প্রতি কতগুলি নতুন রামসার সাইটের ঘোষণা করেছে?
(A) ১০
(B) ১৬
(C) ১৪
(D) ১২
- এই নিয়ে দেশের মোট রামসার সাইটের সংখ্যা ৬৪টি।
- ১০টি নতুন সাইটের মধ্যে রয়েছে: তামিলনাড়ুতে ছয়টি সাইট এবং গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং ওড়িশার একটি করে সাইট।
- সম্প্রতি জুলাই মাসে, ৫টি রামসার সাইট যুক্ত হয়েছিল ভারতে।
৬. কোন রাজ্যসরকার সম্প্রতি ‘অপারেশন মুক্তি অভিযান’ চালু করেছে?
(A) উত্তরাখণ্ড
(B) রাজস্থান
(C) মধ্যে প্রদেশ
(D) গুজরাট
- ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত শিশুদের শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে উত্তরাখন্ড সরকার এই প্রাককল্প চালু করেছে।
উত্তরাখণ্ড :
- মুখ্যমন্ত্রী : পুষ্কর সিং ধামি
- রাজ্যপাল : গুরমিত সিং
- রাজধানী : দেরাদুন (শীতকালীন)
৭. সম্প্রতি কে পাকিস্তান পুলিশের প্রথম মহিলা হিন্দু সুপারিনটেনডেন্ট (DSP) হলেন?
(A) রুচি মিশ্র
(B) প্রিয়া চৌধুরী
(C) রাজ কল্পনা সিং
(D) মনীষা রপেতা
- মনীষা রোপেতা পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) হিসেবে ইতিহাস তৈরী করলেন।
- তিনি গত বছর ‘সিন্ধু পাবলিক সার্ভিস কমিশন’ (SPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং ১৫২ জন সফল প্রার্থীর মেধা তালিকায় ১৬ তম স্থান অধিকার করেছিলেন।
৮. সম্প্রতি অগ্ন্যুৎপাত হওয়া গেল্ডিংডালির আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত?
(A) ইন্দোনেশিয়া
(B) জাপান
(C) আইসল্যান্ড
(D) মালয়েশিয়া
- ৩রা আগস্ট, ২০২২ এ ক্রমাগত ভূমিকম্পের পর আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকের কাছে একটি জনবসতিহীন উপত্যকায় গেল্ডিংডালির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ক্রমাগত ভূমিকম্পের পর এই গেল্ডিংডালির জনবসতিহীন উপত্যকায় একটি ফাটল থেকে লাল গরম লাভা এবং ধোঁয়ার বরফ বেরোতে দেখা গেছে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here