Current Topics

পশ্চিমবঙ্গের 7 নতুন জেলা – জেলা সংখ্যা বেড়ে দাঁড়ালো 30 এ

Rate this post

পশ্চিমবঙ্গের 7 নতুন জেলা – জেলা সংখ্যা বেড়ে দাঁড়ালো 30 এ

  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা আগস্ট ২০২২ এ ঘোষণা করলেন যে প্রশাসনিক কার্যের সুবিধার্থে পশ্চিমবঙ্গে আরো ৭টি নতুন জেলা গঠন করা হবে।
  • এর ফলে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ এ।
  • আগে বাংলায় ২৩টি জেলা ছিল, এখন তা বাড়িয়ে ৩০ করা হয়েছে।
  • ৭টি নতুন জেলার মধ্যে রয়েছে :
    • সুন্দরবন
    • ইছামতি
    • রানাঘাট
    • বিষ্ণুপুর
    • বহরমপুর
    • জঙ্গিপুর
    • বসিরহাট

Also Check : পশ্চিমবঙ্গের ২৩টি জেলা ও তাদের সংক্ষিপ্ত বিবরণ

কোন জেলা থেকে কোন জেলা গঠিত হচ্ছে?

  • মুর্শিদাবাদ থেকে দুটি নতুন জেলা বহরমপুর জঙ্গিপুর গঠিত হচ্ছে।
  • নদীয়া জেলা ভেঙে তৈরী হচ্ছে রানাঘাট জেলা।
  • উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ ও বাগদা নিয়ে তৈরী হচ্ছে ইছামতি জেলা। একই জেলার বসিরহাট মহকুমা থেকে তৈরী হচ্ছে নতুন জেলা বসিরহাট (এখনো সঠিক নামকরণ হয়নি)।
  • বাঁকুড়া জেলা ভেঙে তৈরী হচ্ছে বিষ্ণুপুর জেলা।
  • দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সুন্দরবন থেকে তৈরী হচ্ছে নতুন জেলা সুন্দরবন

৭টি নতুন জেলা যুক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের জেলার তালিকা :

১. আলিপুরদুয়ার
২. বাঁকুড়া
৩. বীরভূম
৪. কোচবিহার
৫. দক্ষিণ দিনাজপুর
৬. দার্জিলিং
৭. হুগলি
৮. হাওড়া
৯. জলপাইগুড়ি
১০. ঝাড়গ্রাম
১১. কালিম্পং
১২. কলকাতা
১৩. মালদা
১৪. মুর্শিদাবাদ
১৫. নাদিয়া
১৬. উত্তর চব্বিশ পরগণা
১৭. পশ্চিম মেদিনীপুর
১৮. পশ্চিম বর্ধমান
১৯. পূর্ব বর্ধমান
২০. পূর্ব মেদিনীপুর
২১. পুরুলিয়া
২২. দক্ষিণ চব্বিশ পরগণা
২৩. উত্তর দিনাজপুর
২৪. সুন্দরবন
২৫. ইছামতি
২৬. রানাঘাট
২৭. বিষ্ণুপুর
২৮. জঙ্গিপুর
২৯. বহরমপুর
৩০. বসিরহাট

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali