Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘অয়েল ইন্ডিয়া লিমিটেড’ (OIL)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) রঞ্জিত রথ
(B) মধুকর সিং
(C) সতীশ গুপ্ত
(D) এস রামাস্বামী

[spoiler title=”উত্তর : “] (A) রঞ্জিত রথ

  • রঞ্জিত রথ অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি সুশীল চন্দ্র মিশ্রের স্থলাভিষিক্ত হলেন।
  • এর আগে তিনি ‘মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
[/spoiler]

২. কোন কোম্পানি দেশে তার ডেলিভারি পরিষেবাগুলিকে উন্নত করার উদ্দেশ্যে সম্প্রতি ভারতীয় রেলওয়ের সাথে অংশীদারিত্ব করেছে?

(A) Ecom Express
(B) Delhivery
(C) Amazon India
(D) BlueDart

[spoiler title=”উত্তর : “] (C) Amazon India

  • Amazon India দেশে তার ডেলিভারি পরিষেবা বাড়ানোর জন্য ভারতীয় রেলওয়ের সাথে অংশীদারিত্ব করেছে।

Amazon :

  • CEO :অ্যান্ডি জ্যাসি
  • সদর দপ্তর : ওয়াশিংটনের সিয়াটল
[/spoiler]

৩. ২০২২ সালের Fortune Global 500 তালিকায় কোন কোম্পানি ভারতের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে?

(A) Life Insurance Corporation (LIC)
(B) Reliance Industries
(C) Tata Motors
(D) Infosys

[spoiler title=”উত্তর : “] (A) Life Insurance Corporation (LIC)

  • LIC প্রথমবারের মতো Fortune Global 500 তালিকায় প্রবেশ করেছে।
  • ভারত থেকে এই তালিকার শীর্ষে রয়েছে LIC।
  • মোট নয়টি ভারতীয় কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে।
[/spoiler]

৪. টেলিকম অপারেটর Vodafone Idea Limited (Vi)-এর MD এবং CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজ কল্পনা সিং
(B) রবিন্দর তক্কর
(C) বীরেন্দ্র পান্ডে
(D) অনুপ কুমার

[spoiler title=”উত্তর : “] (B) রবিন্দর তক্কর

  • তিনি ১৯শে আগস্ট ২০২২ থেকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন।
  • হিমাংশু কাপানিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি৷
[/spoiler]

৫. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) পেট্রোলিয়াম পণ্যের জরুরি সরবরাহের জন্য সম্প্রতি কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) নেপাল
(B) থাইল্যান্ড
(C) মায়ানমার
(D) বাংলাদেশ

[spoiler title=”উত্তর : “] (D) বাংলাদেশ

  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ঢাকায় বাংলাদেশের ‘সড়ক ও জনপথ বিভাগ’-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতে জরুরি ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
[/spoiler]

৬. সম্প্রতি কে ‘কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার’ হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) যশবর্ধন কুমার সিনহা
(B) প্রবীণ সিনহা
(C) সুরেশ এন প্যাটেল
(D) সুবোধ কুমার জয়সওয়াল

[spoiler title=”উত্তর : “] (C) সুরেশ এন প্যাটেল

  • ভিজিল্যান্স কমিশনার সুরেশ এন প্যাটেলকে সম্প্রতি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে।
  • এর আগে সঞ্জয় কোঠারি ২৪শে জুন, ২০২১-এ CVC হিসাবে তাঁর মেয়াদ শেষ করেছিলেন।
[/spoiler]

৭. নিম্নোক্ত কে ভারতের ৪৯তম প্রধান বিচারপতি (CJ) হতে চলেছেন?

(A) বিচারপতি এস কে কৌল
(B) বিচারপতি উদয় উমেশ ললিত
(C) বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
(D) বিচারপতি এস আব্দুল নাজির

[spoiler title=”উত্তর : “] (B) বিচারপতি উদয় উমেশ ললিত

  • বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হতে চলেছেন।
  • ভারতের বর্তমান প্রধান বিচারপতি এনভি রমনা ২৭শে আগস্ট, ২০২২-এ অবসর নিচ্ছেন৷
  • বিচারপতি উদয় উমেশ ললিত তিন মাসেরও কম সময়ের জন্য (৮ই নভেম্বর, ২০২২) ভারতের প্রধান বিচারপতি হবেন।
[/spoiler]

৮. কমনওয়েলথ গেমস ২০২২-এ হাই জাম্পে ভারতের প্রথম পদক জিতলেন কে?

(A) দ্যুতি চাঁদ
(B) তেজস্বিন শঙ্কর
(C) এম শ্রীশঙ্কর
(D) হিমা দাস

[spoiler title=”উত্তর : “] (B) তেজস্বিন শঙ্কর

  • ভারতের তেজস্বিন শঙ্কর হাই জাম্পে ভারতের প্রথম পদক জিতে ইতিহাস তৈরি করেছেন।
  • তিনি চলমান বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটারের লাফের সাথে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷
[/spoiler]

৯. তুলিকা মান সম্প্রতি কমনওয়েলথ গেমসে কোন খেলায় রৌপ্য পদক জিতেছেন?

(A) ভারোত্তোলন
(B) ট্র্যাক অ্যান্ড ফিল্ড
(C) জুডো
(D) স্কোয়াশ

[spoiler title=”উত্তর : “] (C) জুডো

  • তিনি মহিলাদের জুডোর ৭৮ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন।
  • এর আগে সুশীলা দেবী লিকমাবাম মহিলাদের ৪৮ কেজি ফাইনালে রৌপ্য জিতেছিলেন এবং বিজয় কুমার যাদব পুরুষদের ৬০ কেজি জুডো ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button