13th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 12th September Current Affairs Quiz 2023 – Bengali
১. কোন টুর্নামেন্টে সম্প্রতি রোহিত শর্মা ১০,০০০ ODI রান পূর্ণ করার মাইলফলক অর্জন করেছেন ?
(A) ICC ক্রিকেট বিশ্বকাপ
(B) T20 বিশ্বকাপ
(C) এশিয়া কাপ সুপার 4
(D) শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ পূর্ণ করেছেন। শ্রীলংকার বিরুদ্ধে এশিয়া কাপ সুপার 4 টুর্নামেন্টে তিনি এই রান সম্পন্ন করেছেন । [/spoiler]
২. বীমাকে সহজ করার জন্য কোন জীবন বীমা কোম্পানি “Income Laabh” চালু করেছে?
(A) ICICI Pru life term insurance
(B) LIC
(C) Bharti AXA Life
(D) SBI Life’s Term Insurance
Bharti AXA Life Insurance সম্প্রতি ঘোষণা করেছে যে তারা বীমাকে সহজ করার জন্য “Income Laabh” স্কিম চালু করেছে । [/spoiler]
৩. সার্বিয়াকে হারিয়ে প্রথমবারের মতো FIBA বাস্কেটবল বিশ্বকাপ জিতেছে কোন দেশ?
(A) সার্বিয়া
(B) জার্মানি
(C) স্পেন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
ম্যানিলায় ফাইনালে জার্মানি দুইবারের চ্যাম্পিয়ন সার্বিয়াকে ৮৩-৭৭ গোলে হারিয়ে প্রথমবারের মতো পুরুষদের বাস্কেটবল বিশ্বকাপ জিতে নিয়েছে । [/spoiler]
৪. ইয়ান উইলমুট কে ছিলেন এবং তিনি কিসের জন্য পরিচিত?
(A) তিনি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন
(B) তিনি পারকিনসন রোগ নিয়ে গবেষণার জন্য বিখ্যাত একজন বিজ্ঞানী
(C) একজন ঔপন্যাসিক যিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর তার কাজের জন্য পরিচিত
(D) প্রথম ক্লোন করা প্রাণী ডলি দ্য শীপ এর স্রষ্টা তিনি
ব্রিটিশ বিজ্ঞানী ইয়ান উইলমুট ৭৯ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি ক্লোন করা প্রথম প্রাণী ডলি দ্য শীপ সৃষ্টি করেছিলেন। [/spoiler]
৫. সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক চালু করা ‘আয়ুষ্মান ভব (Ayushman Bhav)’ অভিযানের মূল উদ্দেশ্য কী?
(A) সাংস্কৃতিক বিনিময় প্রচার করা
(B) সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
(C) অঙ্গ দানকে উৎসাহিত করা
(D) একটি নতুন স্বাস্থ্য বীমা কর্মসূচি প্রতিষ্ঠা করা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নয়া প্রকল্প। ‘আয়ুষ্মান ভব’। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, এই প্রকল্প দেশের কোনায় কোনায় পৌঁছে যাবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছেও পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা। যাদের পরিষেবা প্রয়োজন, অথচ পাচ্ছেন না, তাদেরই মূলত লক্ষ্য করা হয়েছে এই প্রকল্পে।
[/spoiler]
৬. ১৫০টি ওডিআই উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় স্পিনার কে ?
(A) রবীন্দ্র জাদেজা
(B) যুজবেন্দ্র চাহাল
(C) অক্ষর প্যাটেল
(D) কুলদীপ যাদব
- ভারতীয় স্পিনারদের মধ্যে এক দিনের ক্রিকেটে সব থেকে দ্রুত ১৫০ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।
- ভেঙেছেন অনিল কুম্বলের রেকর্ড।
- ৮৮তম ম্যাচে ১৫০ উইকেট নিয়েছেন কুলদীপ।
- ১৫০ উইকেট নিতে ১০৬টি ম্যাচ লেগেছিল কুম্বলের। সেটিই ছিল এত দিন দ্রুততম।
৭. সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) গোপাল বাগলে
(B) ডঃ অমিত এস তেলং
(C) মায়াঙ্ক জোশী
(D) মদন লাল রায়গর
গোপাল বাগলে অস্ট্রেলিয়ায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন এবং মদন লাল রাইগার কঙ্গো প্রজাতন্ত্রে পরবর্তী ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
[/spoiler]
৮. বিহারের কোন পৌর কর্পোরেশন সাধারণ মানুষের জন্য বর্জ্যের পরিবর্তে ক্যাশ এর প্রকল্প চালু করেছে?
(A) পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন
(B) দারভাঙ্গা মিউনিসিপ্যাল কর্পোরেশন
(C) গয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন
(D) বেগুসরাই পৌর কর্পোরেশন
পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্প্রতি প্রতিষ্ঠিত মেটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিতে সাধারণ মানুষের জন্য বর্জ্যের পরিবর্তে একটি নগদ প্রকল্প শুরু করেছে। [/spoiler]
৯. পাটনা বিশ্ববিদ্যালয়ের হুইলার সিনেট হাউস কার নামে নামাঙ্কিত করা হবে ?
(A) জয়প্রকাশ নারায়ণ
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) জগজীবন রাম
(D) শ্রী কৃষ্ণ সিং
পাটনা বিশ্ববিদ্যালয় তার আইকনিক হুইলার সিনেট হাউসের ঔপনিবেশিক নাম পরিবর্তন করে ‘জয়প্রকাশ নারায়ণ কনভেনশন সেন্টার’ করার সিদ্ধান্ত নিয়েছে। [/spoiler]
To check our latest Posts - Click Here