Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য সম্প্রতি ৬৪৫ কোটি টাকার আনুমানিক ব্যয় সহ একটি গ্রিনফিল্ড বিমানবন্দর পেতে চলেছে?

(A) অরুণাচল প্রদেশ
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) নাগাল্যান্ড

[spoiler title=”উত্তর : “] (A) অরুণাচল প্রদেশ

  • অরুণাচল প্রদেশ ইটানগর থেকে ১৫ কিলোমিটার দূরে হলঙ্গিতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরী হতে চলেছে।
  • ৬৪৫ কোটি টাকার আনুমানিক ব্যয় সহ, প্রকল্পের মধ্যে উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে যেমন বিমানবন্দরের ফুটপাথ নির্মাণ, আকাশপথের কাজ, টার্মিনাল বিল্ডিং তৈরী ইত্যাদি।
[/spoiler]

২. কোন আন্তর্জাতিক সংস্থা ৩রা মার্চ এ ভারতের সাথে Host Country Agreement (HCA) স্বাক্ষর করেছে?

(A) United Nations Children’s’ Fund (UNICEF)
(B) International Telecommunication Union (ITU)
(C) International Civil Aviation Organization
(D) International Labour Organization

[spoiler title=”উত্তর : “] (B) International Telecommunication Union (ITU)

  • কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) মহাসচিব HE হোলিন ঝাও ৩রা মার্চ ২০২২-এ Host Country Agreement (HCA) স্বাক্ষর করেছেন।
  • এটি নয়াদিল্লিতে ITU-এর একটি এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত হয়েছে।
[/spoiler]

৩. নিম্নোক্তদের মধ্যে কে ১লা মার্চ, ২০২২-এ LIC মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সৌরভ নানাবতী
(B) বিনয় এম টনসে
(C) টি. এস. রামকৃষ্ণন
(D) নীলেশ শাহ

[spoiler title=”উত্তর : “] (C) টি. এস. রামকৃষ্ণন

  • LIC মিউচুয়াল ফান্ড ১লা মার্চ ২০২২ এ ব্যবস্থাপনা পরিচালক এবং CEO হিসাবে টি এস রামকৃষ্ণানকে নিয়োগের ঘোষণা করেছে।
  • তিনি দীনেশ পাংটে-এর স্থলাভিষিক্ত হন।
[/spoiler]

৪. Intergovernmental Panel on Climate Change Working Group এর রিপোর্ট অনুসারে, ভারতসহ অন্য কোন দেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে?

(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) নেপাল
(D) পাকিস্তান

[spoiler title=”উত্তর : “] (D) পাকিস্তান

  • রিপোর্টটি দাবি করে যে ক্রমবর্ধমান বন্যা এবং খরার পরিস্থিতি ভারত ও পাকিস্তানকে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
  • এই জলবায়ু পরিবর্তন ওড়িশা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
[/spoiler]

৫. নাইট ফ্রাঙ্কের The Wealth Report 2022-এর সর্বশেষ সংস্করণ অনুসারে, ২০২১ সালে বিলিয়নারদের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=”উত্তর : “] (C)

  • গতবছরের রিপোর্টার থেকে এই সংখ্যা ৯.৩% বৃদ্ধি পেয়েছে।
  • ২০২১ সালে বিলিয়নারদের জনসংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত তৃতীয় স্থানে রয়েছে।
[/spoiler]

৬. সম্প্রতি যশ রাজ ফিল্মস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?

(A) অক্ষয় উইধানী
(B) মনন মেহতা
(C) আনন্দ গুরনানি
(D) রোহন মালহোত্রা

[spoiler title=”উত্তর : “] (A) অক্ষয় উইধানী

যশ রাজ ফিল্মস :

  • ভারতের শীর্ষস্থানীয় ফিল্ম প্রোডাকশন হাউস।
  • প্রতিষ্ঠাতা : যশ চোপড়া
  • সদর দপ্তর : মুম্বাই
[/spoiler]

৭. নিচের কোনটি রেলওয়ে স্টেশনগুলিতে ইনস্টল করা ‘অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন’ (ATVM) এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল টিকিট পরিষেবা প্রদান করবে?

(A) Google Pay
(B) Amazon Pay
(C) Paytm
(D) Phone Pe

[spoiler title=”উত্তর : “] (C) Paytm

  • Paytm ঘোষণা করেছে যে এটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর সাথে তার পার্টনারশিপ প্রসারিত করেছে।
  • এটি রেলওয়ে স্টেশনগুলিতে ইনস্টল করা স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল টিকিট পরিষেবা প্রদান করবে।
  • এর মাধ্যমে প্রথম ভারতীয় রেল UPI-এর মাধ্যমে টিকিট পরিষেবার জন্য ডিজিটালভাবে অর্থপ্রদান করার বিকল্প প্রদান করছে।
[/spoiler]

৮. প্রতিবছর কোন দিনটিতে জাতীয় সুরক্ষা দিবস (National Safety Day) পালিত হয়?

(A) ২রা মার্চ
(B) ৪ঠা মার্চ
(C) ১লা মার্চ
(D) ৩রা মার্চ

[spoiler title=”উত্তর : “] (B) ৪ঠা মার্চ

  • ১৯৭২ সালে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠা দিবসে স্মরণে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়।
  • প্রতি বছর ৪ঠা মার্চ নিরাপদে কাজ করার সচেতনতা এবং প্রতিশ্রুতি বাড়ানোর লক্ষ্য নিয়ে সারা ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়।
[/spoiler]

৯. Jet Airways এর নতুন CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জীব কাপুর
(B) অশ্বনী লোহানী
(C) অজয় ​​সিং
(D) বিনোদ কানন

[spoiler title=”উত্তর : “] (A) সঞ্জীব কাপুর

  • Jet Airways এর নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কাপুর।
  • তার অ্যাপয়েন্টমেন্ট ৪ঠা এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হবে।

Jet Airways :

  • প্রতিষ্ঠা : ১৯৯২ সালের ১লা এপ্রিল
  • সদর দপ্তর : মুম্বাই
  • প্রতিষ্ঠাতা : নরেশ গয়াল
[/spoiler]

১০. BCCI সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট ২০২২-এ কোন ক্রিকেটারকে সম্প্রতি সরাসরি A থেকে C গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে?

(A) ইশান্ত শর্মা
(B) হার্দিক পান্ডিয়া
(C) শ্রেয়াস আইয়ার
(D) অজিঙ্কা রাহানে

[spoiler title=”উত্তর : “] (B) হার্দিক পান্ডিয়া

  • তিনি গত সিজনে চোটের কারণে অনেক ম্যাচ-এ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন, তাই তার গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে।
  • শিখর ধাওয়ানকেও গ্রেড C তে দেওয়া হয়েছ। তিনি  কেবল ODI ম্যাচ খেলতে পারেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button