Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য সম্প্রতি ৬৪৫ কোটি টাকার আনুমানিক ব্যয় সহ একটি গ্রিনফিল্ড বিমানবন্দর পেতে চলেছে?

(A) অরুণাচল প্রদেশ
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) নাগাল্যান্ড

উত্তর :
(A) অরুণাচল প্রদেশ

  • অরুণাচল প্রদেশ ইটানগর থেকে ১৫ কিলোমিটার দূরে হলঙ্গিতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরী হতে চলেছে।
  • ৬৪৫ কোটি টাকার আনুমানিক ব্যয় সহ, প্রকল্পের মধ্যে উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে যেমন বিমানবন্দরের ফুটপাথ নির্মাণ, আকাশপথের কাজ, টার্মিনাল বিল্ডিং তৈরী ইত্যাদি।

২. কোন আন্তর্জাতিক সংস্থা ৩রা মার্চ এ ভারতের সাথে Host Country Agreement (HCA) স্বাক্ষর করেছে?

(A) United Nations Children’s’ Fund (UNICEF)
(B) International Telecommunication Union (ITU)
(C) International Civil Aviation Organization
(D) International Labour Organization

উত্তর :
(B) International Telecommunication Union (ITU)

  • কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) মহাসচিব HE হোলিন ঝাও ৩রা মার্চ ২০২২-এ Host Country Agreement (HCA) স্বাক্ষর করেছেন।
  • এটি নয়াদিল্লিতে ITU-এর একটি এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত হয়েছে।

৩. নিম্নোক্তদের মধ্যে কে ১লা মার্চ, ২০২২-এ LIC মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক (MD) এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) সৌরভ নানাবতী
(B) বিনয় এম টনসে
(C) টি. এস. রামকৃষ্ণন
(D) নীলেশ শাহ

উত্তর :
(C) টি. এস. রামকৃষ্ণন

  • LIC মিউচুয়াল ফান্ড ১লা মার্চ ২০২২ এ ব্যবস্থাপনা পরিচালক এবং CEO হিসাবে টি এস রামকৃষ্ণানকে নিয়োগের ঘোষণা করেছে।
  • তিনি দীনেশ পাংটে-এর স্থলাভিষিক্ত হন।

৪. Intergovernmental Panel on Climate Change Working Group এর রিপোর্ট অনুসারে, ভারতসহ অন্য কোন দেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে?

(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) নেপাল
(D) পাকিস্তান

উত্তর :
(D) পাকিস্তান

  • রিপোর্টটি দাবি করে যে ক্রমবর্ধমান বন্যা এবং খরার পরিস্থিতি ভারত ও পাকিস্তানকে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
  • এই জলবায়ু পরিবর্তন ওড়িশা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

৫. নাইট ফ্রাঙ্কের The Wealth Report 2022-এর সর্বশেষ সংস্করণ অনুসারে, ২০২১ সালে বিলিয়নারদের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(C)

  • গতবছরের রিপোর্টার থেকে এই সংখ্যা ৯.৩% বৃদ্ধি পেয়েছে।
  • ২০২১ সালে বিলিয়নারদের জনসংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত তৃতীয় স্থানে রয়েছে।

৬. সম্প্রতি যশ রাজ ফিল্মস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?

(A) অক্ষয় উইধানী
(B) মনন মেহতা
(C) আনন্দ গুরনানি
(D) রোহন মালহোত্রা

উত্তর :
(A) অক্ষয় উইধানী

যশ রাজ ফিল্মস :

  • ভারতের শীর্ষস্থানীয় ফিল্ম প্রোডাকশন হাউস।
  • প্রতিষ্ঠাতা : যশ চোপড়া
  • সদর দপ্তর : মুম্বাই

৭. নিচের কোনটি রেলওয়ে স্টেশনগুলিতে ইনস্টল করা ‘অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন’ (ATVM) এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল টিকিট পরিষেবা প্রদান করবে?

(A) Google Pay
(B) Amazon Pay
(C) Paytm
(D) Phone Pe

উত্তর :
(C) Paytm

  • Paytm ঘোষণা করেছে যে এটি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর সাথে তার পার্টনারশিপ প্রসারিত করেছে।
  • এটি রেলওয়ে স্টেশনগুলিতে ইনস্টল করা স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল টিকিট পরিষেবা প্রদান করবে।
  • এর মাধ্যমে প্রথম ভারতীয় রেল UPI-এর মাধ্যমে টিকিট পরিষেবার জন্য ডিজিটালভাবে অর্থপ্রদান করার বিকল্প প্রদান করছে।

৮. প্রতিবছর কোন দিনটিতে জাতীয় সুরক্ষা দিবস (National Safety Day) পালিত হয়?

(A) ২রা মার্চ
(B) ৪ঠা মার্চ
(C) ১লা মার্চ
(D) ৩রা মার্চ

উত্তর :
(B) ৪ঠা মার্চ

  • ১৯৭২ সালে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠা দিবসে স্মরণে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়।
  • প্রতি বছর ৪ঠা মার্চ নিরাপদে কাজ করার সচেতনতা এবং প্রতিশ্রুতি বাড়ানোর লক্ষ্য নিয়ে সারা ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়।

৯. Jet Airways এর নতুন CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জীব কাপুর
(B) অশ্বনী লোহানী
(C) অজয় ​​সিং
(D) বিনোদ কানন

উত্তর :
(A) সঞ্জীব কাপুর

  • Jet Airways এর নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কাপুর।
  • তার অ্যাপয়েন্টমেন্ট ৪ঠা এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হবে।

Jet Airways :

  • প্রতিষ্ঠা : ১৯৯২ সালের ১লা এপ্রিল
  • সদর দপ্তর : মুম্বাই
  • প্রতিষ্ঠাতা : নরেশ গয়াল

১০. BCCI সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট ২০২২-এ কোন ক্রিকেটারকে সম্প্রতি সরাসরি A থেকে C গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে?

(A) ইশান্ত শর্মা
(B) হার্দিক পান্ডিয়া
(C) শ্রেয়াস আইয়ার
(D) অজিঙ্কা রাহানে

উত্তর :
(B) হার্দিক পান্ডিয়া

  • তিনি গত সিজনে চোটের কারণে অনেক ম্যাচ-এ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন, তাই তার গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে।
  • শিখর ধাওয়ানকেও গ্রেড C তে দেওয়া হয়েছ। তিনি  কেবল ODI ম্যাচ খেলতে পারেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button