QuizQuiz

Quiz on Shane Warne | শেন ওয়ার্ন কুইজ

How Much do you Know about Shane Warne

Quiz on Shane Warne | শেন ওয়ার্ন কুইজ

৪ই মার্চ ২০২২ এ প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন । মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে মারা যান অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। আজকে আমরা জেনে নেবো কিংবদন্তী এই ক্রিকেট প্লেয়ার সম্পর্কে কিছু তথ্য ও সাথে দেওয়া থাকলো Quiz on Shane Warne, শেন ওয়ার্ন কুইজ

Shen Warne
Shen Warne

আরও দেখে নাও :  Quiz on Lata Mangeshkar in Bengali –  লতা মঙ্গেশকর কুইজ

শেন ওয়ার্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

  • ওয়ার্নের সম্পূর্ণ হেটেরোক্রোমিয়া ছিল, যার ফলস্বরূপ তার একটি চোখ নীল এবং অন্যটি সবুজ।
  • ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট ম্যাচ ) তার অভিষেক হয় ১৯৯২ সালের ২রা জানুয়ারি।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৩ সালে।
  • ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
  • ১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয়।
  • ২০০০ সালে শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
  • ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
  • ২০১৩ সালে, ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
  • ৩ ডিসেম্বর, ২০০৭ সালে ‪‎মুরালিধরন‬ তাকে টপকাবার আগ পর্যন্ত তিনিই ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি।
  • ২০০৭ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের সম্মানে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেট সিরিজের নাম ওয়ার্ন-মুরালিধরন ট্রফি রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
  • মুত্তিয়া মুরালিধরন এবং রিচার্ড হ্যাডলির পর আন্তর্জাতিক অঙ্গনে তিনি তৃতীয় সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী

দেখে নাওভগিনী নিবেদিতা কুইজ প্রশ্নোত্তর । Quiz on Bhagini Nivedita

শেন ওয়ার্ন ক্যুইজ সেট 

১. শেন ওয়ার্ন এর আসল নাম কী ?

উত্তর
শেন কেইথ ওয়ার্ন ।

২. শেন ওয়ার্ন তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেট ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলেন ?

উত্তর
নিউজিল্যান্ড ।

৩. ২০০৮ সালে প্রথম বারের জন্য আইপিএল টুর্নামেন্ট চালু হয় এবং সেই বছর প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলের চ্যাম্পিয়ন হন শেন ওয়ার্ন । তিনি কোন দলের অধিনায়ক ছিলেন ?

উত্তর
রাজস্থান রয়্যালস ।

৪. শেন ওয়ার্ন ইংলিশ কোন ক্লাবের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন ?

উত্তর
Hampshire County Cricket Club .

আরও দেখে নাও :  মেসি স্পেশাল কুইজ – Quiz on Lionel Messi

৫. শেন ওয়ার্ন তাঁর জীবনের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলেন ?

উত্তর
ইংল্যান্ড ।

৬. শেন ওয়ার্ন এর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী ?

উত্তর
No Spin: My Autobiography .

৭. কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার ভূপৃষ্ঠের গভীরে প্রায় ১০০ টি আগ্নেয়গিরির একটি ক্লাস্টারের নাম তাঁর নামে রাখা হয়েছে । এই অঞ্চলের নাম কী রাখা হয়েছে ?

উত্তর
ওয়ার্নি ভলকানিক অঞ্চল ।

আরও দেখে নাও :  মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য

৮. বোলার হিসেবে বিশ্ব বিখ্যাত হলেও শেন ওয়ার্ন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন , কী সেই রেকর্ড ?

উত্তর
টেস্ট ক্রিকেটে শতক না করে সর্বোচ্চ রান করার রেকর্ড । ( Record for Most Test Runs Scored Without Scoring a Century)

৯. খেলোয়াড় হিসেবে শেন ওয়ার্ন কতবার আন্তর্জাতিক এক দিবসীয় বিশ্বকাপ জয় করেছেন ?

উত্তর
১ (১৯৯৯)

১০. শেন ওয়ার্নের শেষ আন্তর্জাতিক টেস্ট উইকেটের শিকার কে ?

উত্তর
অ্যান্ড্রু ফ্লিন্টপ । ( ইংল্যান্ড )

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button