Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  29th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ওয়ার্ল্ড মাইনিং কংগ্রেস ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(A) সিডনি, অস্ট্রেলিয়া
(B) মুম্বাই, ভারত
(C) ব্রিসবেন, অস্ট্রেলিয়া
(D) নতুন দীল্লি, ভারত

উত্তর
(C) ব্রিসবেন, অস্ট্রেলিয়া
অমৃত লাল মীনা, কয়লা মন্ত্রকের সচিব, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ওয়ার্ল্ড মাইনিং কংগ্রেস (ডব্লিউএমসি) ২০২৩-এ NLC ইন্ডিয়া লিমিটেড (NLCIL), কোল ইন্ডিয়া লিমিটেড (CIL) এবং NMDC সহ ভারতের প্যাভিলিয়নের উদ্বোধন করেন৷

২. Meaningful Brands 2023 অনুযায়ী কোন কোম্পানি ভারতে ব্র্যান্ড র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে?

(A) Google
(B) Facebook
(C) Microsoft
(D) Apple

উত্তর
(A) Google
অ্যামাজন এবং ইউটিউব যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

৩. জাতীয় পরিসংখ্যান দিবস (National Statistics Day ), ২০২৩ এর থিম কি ছিল ?

(A) Data for Sustainable Development
(B) Alignment of State Indicator Framework with National Indicator Framework for Monitoring Sustainable Development Goals
(C) Statistics in Trade
(D) Statistics in Governance

উত্তর
(B) Alignment of State Indicator Framework with National Indicator Framework for Monitoring Sustainable Development Goals
অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলনোবিসের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ২৯শে জুন পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হয়।

৪. প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট সম্পন্ন করলো –

(A) SpaceX
(B) Blue Origin
(C) NASA
(D) Virgin Galactic

উত্তর
(D) Virgin Galactic

  • ভার্জিন গ্যালাকটিক, রিচার্ড ব্র্যানসন দ্বারা প্রতিষ্ঠিত মহাকাশ ফ্লাইট কোম্পানি ।
  • সম্প্রতি সফলভাবে তার প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট চালু করেছে ভার্জিন গ্যালাকটিক ।
  • মিশনটি একটি ডানাযুক্ত রকেট প্লেন দিয়ে পরিচালিত হয়েছিল।

৫. ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি কাকে পয়েন্টস অফ লাইট পুরস্কারে ভূষিত করেছেন?

(A) নরেন্দ্র মোদি
(B) অজয় বঙ্গ
(C) রাজিন্দর সিং ধট্ট
(D) মিলখা সিং

উত্তর
(C) রাজিন্দর সিং ধট্ট

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা শেষ জীবিত শিখ সৈন্যদের একজন রাজিন্দর সিং ধট্টকে পয়েন্ট অফ লাইট সম্মানে সম্মানিত করেছেন।

৬. ২০২৩ সালের জুন মাসে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI) এর বিশেষ পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজেশ কুমার
(B) সুনিতা শর্মা
(C) অজয় ভাটনগর
(D) অশোক ভার্মা

উত্তর
(C) অজয় ভাটনগর
ঝাড়খণ্ড ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন সিনিয়র আইপিএস অফিসার অজয় ​​ভাটনগরকে সিবিআই-তে বিশেষ ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

৭. ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী, ভারতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান র‌্যাঙ্কিং কত? (জুন ২০২৩ অনুযায়ী)

(A) ৯৫
(B) ৯৯
(C) ১০০
(D) ১০৫

উত্তর
(C) ১০০

  • ভারতীয় পুরুষদের জাতীয় ফুটবল দল ফিফার সর্বশেষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১০০ তম স্থানে উঠে এসেছে লেবানন এবং নিউজিল্যান্ডের মতো দলগুলিকে ছাড়িয়ে।
  • পাঁচ বছর পর ভারতীয় পুরুষ ফুটবল দল শীর্ষ ১০০ ক্লাবে প্রবেশ করেছে।
  • এর আগে ২০১৮ সালে ভারত ৯৬তম স্থানে ছিল।
  • এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

৮. মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত বিশ্বের প্রথম বৈদ্যুতিক উড়ন্ত গাড়ির নাম কী?

(A) Alef Model A
(B) VoloCity
(C) PHEV TF-X
(D) e-Tesla FC

উত্তর
(A) Alef Model A
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বয়ংচালিত এবং বিমান চালনা সংস্থা আলেফ অ্যারোনটিক্স ঘোষণা করেছে যে এটির উড়ন্ত গাড়িটি US ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) থেকে একটি বিশেষ বিমানযোগ্যতা শংসাপত্র পেয়েছে।

৯. ২০২৪ সালের QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় “ভারতের এক নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়” এর স্থান দখল করে নিয়েছে ?

(A) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
(B) ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি
(C) চিতকরা বিশ্ববিদ্যালয়
(D) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

উত্তর
(A) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
চণ্ডীগড় ইউনিভার্সিটি (CU) QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪ -এ ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অর্জন করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।

১০. গজপতি কপিলেন্দ্র দেবের ৫৮৮তম রাজ্যাভিষেক দিবস সম্প্রতি কোন স্থানে পালিত হয়েছে ?

(A) কটক
(B) ইন্দোর
(C) মাদুরাই
(D) তিরুবনন্তপুরম

উত্তর
(A) কটক

  • মহান সূর্যবংশী রাজা গজপতি কপিলেন্দ্র দেবের ৫৮৮ তম রাজ্যাভিষেক দিবস কটক এবং ভুবনেশ্বরে বিভিন্ন সাংস্কৃতিক দল দ্বারা পালিত হয়েছে।
  • গজপতি কপিলেন্দ্র দেব মহামেঘবাহন আইরা খরবেলের পরে ওড়িশার সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button