সাম্প্রতিকী | কারেন্ট অ্যাফেয়ার্স – অক্টোবর ১, ২, ৩, ৪, ৫ – ২০২০ | Daily Current Affairs
Daily Current Affairs – 1st, 2nd, 3rd, 4th, 5th October - 2020
সাম্প্রতিকী | কারেন্ট অ্যাফেয়ার্স – অক্টোবর ১, ২, ৩, ৪, ৫ – ২০২০
দেওয়া রইলো ১, ২, ৩, ৪, ৫ অক্টোবর – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
দেখে নাও অক্টোবর মাসের প্রথম সপ্তাহের – এর ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।
এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
বাংলা কুইজ ফেসবুক পেজসাম্প্রতিকী MCQ
১. ইসরো ২০২৫ সালে তার শুক্র মিশন চালু করার কথা ঘোষণা করেছে সম্প্রতি। ভারতের সাথে নিম্নলিখিত কোন দেশ এই মিশনে অংশ নেবে?
(A) জাপান
(B) ফ্রান্স
(C) আমেরিকা
(D) রাশিয়া
এই মিশনে ফ্রান্স ইসরোকে সহায়তা করবে।
২. প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস (International Day of Older Persons ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়?
(A) ৩০ সেপ্টেম্বর
(B) ২৯ সেপ্টেম্বর
(C) ২ অক্টোবর
(D) ১ অক্টোবর
আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রতি বছরের ১ অক্টোবর পালন করা হয়। জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় ১৯৯০ সালে। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
৩. ভারতের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ভারতের স্পোর্টস অথরিটির নতুন লোগোটি কোথায় উদ্বোধন করেছেন ?
(A) এইচ. পি. সি. এ. স্টেডিয়াম
(B) ওয়াংখেড়ে স্টেডিয়াম
(C) মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম
(D) ইডেন গার্ডেনস
৩০শে সেপ্টেম্বর মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম-এ ভারতের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ভারতের স্পোর্টস অথরিটির নতুন লোগোটি উদ্বোধন করেছেন ।
৪. উপজাতি বিষয়ক মন্ত্রী (Minister of Tribal Affairs ) দ্বারা প্রবর্তিত ভারতের বৃহত্তম হস্তশিল্প এবং জৈব পণ্য বাজারের নাম কী?
(A) Tribal E – Marketplace
(B) Tribes India E-Marketplace
(C) Handicrafts India E – Marketplace
(D) Tries E- Marketplace
২০২০ সালের গান্ধী জয়ন্তীতে উপজাতি বিষয়ক মন্ত্রী (Minister of Tribal Affairs ) ভারতের বৃহত্তম হস্তশিল্প এবং জৈব পণ্য বাজার Tribes India E-Marketplace প্রবর্তন করেছেন ।
৫. ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন কে?
(A) মহেশ কুমার
(B) রাজেন্দ্র পাণ্ডে
(C) সুরেশ চন্দ্র শর্মা
(D) বিনোদ শ্রীবাস্তব
ন্যাশনাল মেডিক্যাল কমিশন প্রতিষ্ঠিত হয়েছে ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর। এর প্রথম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলে সুরেশ চন্দ্র শর্মা। ন্যাশনাল মেডিক্যাল কমিশন “মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া” কে প্রতিস্থাপিত করেছে ।
৬. ২০১৯-২০২০ মরসুমের AIFF Women’s Footballer of the Year পুরষ্কার কে পেলেন?
(A) অদিতি চৌহান
(B) সঞ্জু যাদব
(C) মীনা দেবী
(D) লক্ষ্মী সিং
- AIFF Women’s Footballer of the Year – সঞ্জু যাদব
- AIFF Men’s Footballer of the Year – গুরপ্রীত সিং সান্ধু
৭. সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নিযুক্ত হলেন কে?
(A) আলাপন বন্দ্যোপাধ্যায়
(B) অত্রি ভট্টাচার্য
(C) রাজীব সিনহা
(D) এইচ কে দ্বিবেদী
রাজীব সিনহার জায়গায় সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
৮. ফর্মুলা ওয়ান রাশিয়ান গ্রাঁপি ২০২০ কে জিতলেন?
(A) লুইস হ্যামিল্টন
(B) ভালতেরি বোত্তাস
(C) সেবাস্তিয়ান ভেটেল
(D) মাইকেল শুমাখার
- প্রথম স্থানে রয়েছেন – ভালতেরি বোত্তাস
- দ্বিতীয় স্থানে রয়েছেন – ম্যাক্স ভার্সটাপেন
- তৃতীয় স্থানে রয়েছেন – লুইস হ্যামিল্টন
৯. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় “গঙ্গা অবলোকন” মিউজিয়াম এর উদ্বোধন করলেন?
(A) মির্জাপুর
(B) পাটনা
(C) বারানসী
(D) হরিদ্বার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি হরিদ্বারে গঙ্গা নদীর ওপর গঙ্গা অবলোকন সংগ্রহশালারও উদ্বোধন করেছেন। এ ধরণের সংগ্রহশালা দেশে এই প্রথম। তিনি ‘রোয়িং ডাউন দ্য গ্যাঞ্জেস’ বইটি প্রকাশ করেছেন এবং জল জীবন মিশনের নতুন লোগোও উদ্বোধন করেছেন।
১০. সম্প্রতি কে অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম “Vedantu” এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিযুক্ত হলেন?
(A) বিরাট কোহলি
(B) শাহরুখ খান
(C) যুবরাজ সিং
(D) আমির খান
সম্প্রতি অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম “Vedantu” এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিযুক্ত হলেন আমির খান। প্রসঙ্গত তিনি কিছুদিন আগে CEAT -এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবেও নিযুক্ত হয়েছেন ।
১১. Telecom Regulatory Authority of India (TRAI) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে?
(A) আর এস শর্মা
(B) উমাশঙ্কর ত্রিবেদী
(C) পি ডি ভাজেলা
(D) অজয় কুমার
Telecom Regulatory Authority of India (TRAI) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন পি ডি ভাজেলা।
TRAI প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালের ২০শে ফেব্রুয়ারী।
১২. বিশ্বের প্রথম “ট্রাম লাইব্রেরী” কোন শহরে চালু হল?
(A) টোকিও
(B) সিঙ্গাপুর
(C) কলকাতা
(D) মেলবোর্ন
কলকাতায় শুরু হলো ট্রাম লাইব্রেরি। চলবে ধর্মতলা থেকে শ্যামবাজার। মাঝে কলেজ স্ট্রিট থেকে লেনিন সরণি, নানা জায়গায় থামবে এই ট্রাম। ট্রামের ভিতরে থাকছে ওয়াই-ফাই পরিষেবাও। আপাতত একটিই ট্রামে শুরু হচ্ছে এই পরিষেবা। আর সেটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত।
১৩. প্রথম কোন রাজ্য প্যাকেট খোলা সিগারেট এবং বিড়ি এর বিক্রি ব্যান করল?
(A) কেরালা
(B) উত্তরপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) গুজরাট
মহারাষ্ট্র সম্প্রতি প্যাকেট খোলা সিগারেট এবং বিড়ি এর বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে ।
১৪. সম্প্রতি ভারত কোন দেশে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল এবং একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করেছে?
(A) নেপাল
(B) মালদ্বীপ
(C) মরিশাস
(D) বাংলাদেশ
ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপে ভারত ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল এবং একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করেছে।
মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি হলো – ইব্রাহিম মহম্মদ সলিহ ।
১৫. প্রতিবছর কোন দিনটি আন্তর্জাতিক কফি দিবস হিসাবে পালন করা হয়?
(A) অক্টোবর ১
(B) অক্টোবর ২
(C) অক্টোবর ৩
(D) অক্টোবর ৪
প্রতি বছর গোটা বিশ্বে ১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কফি দিবস। কফি-প্রেম উদযাপন করতেই এই দিনটির সৃষ্টি।
দেখে নাও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা – Click Here
১৬. প্রথম India Happiness Report 2020 তালিকাতে কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষে রয়েছে?
(A) পাঞ্জাব
(B) দিল্লী
(C) মিজোরাম
(D) আন্দামান-নিকোবর
শীর্ষে রয়েছে যথাক্রমে – মিজোরাম , আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পাঞ্জাব । নিচের দিকে রয়েছে – উত্তরাখন্ড ও ওড়িশা ।
১৭. বিশ্ব নিরামিষ দিবস (World Vegetarian Day ) কবে পালন করা হয়?
(A) অক্টোবর ১
(B) অক্টোবর ২
(C) অক্টোবর ৩
(D) অক্টোবর ৪
প্রতি বছর ১ অক্টোবর ‘বিশ্ব নিরামিষ দিবস’ পালন করা হয়। আমিষ খাদ্যকে বর্জন করে নিরামিষ খাবারকে গ্রহণের মাধ্যমে সুখী, আনন্দপূর্ণ জীবনযাপন করতেই প্রতি বছর ১ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে। প্রসঙ্গত, ‘বিশ্ব নিরামিষ দিবস’ প্রথমবার পালন করা হয়েছিল ১৯৭৭ সালে।
১৮. সম্প্রতি “অটল টানেল” এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই টানেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এর সাথে কোন রাজ্য কে যুক্ত করেছে?
(A) উত্তরাখণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মিজোরাম
পিরপঞ্জল পাহাড় খুঁড়ে তৈরি ‘অটল টানেলে’র দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। সমুদ্রতল থেকে গড় উচ্চতা ১০ হাজার ফুট। নির্মাণকারী সংস্থা ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’ (বিআরও) । এর মাধ্যমে মানালি থেকে লেহ্র মধ্যে দূরত্ব ৪৬ কিলোমিটার কমে যাবে। যাতায়াতের সময়ও কমবে অন্তত চার ঘণ্টা। এড়ানো যাবে তুষারপাত জনিত সমস্যা।
১৯. আন্তর্জাতিক অহিংস দিবস (International Day of Non-Violence ) কবে পালন করা হয়?
(A) সেপ্টেম্বর ৩০
(B) অক্টোবর ০১
(C) অক্টোবর ০২
(D) অক্টোবর ০৩
আন্তর্জাতিক অহিংস দিবস প্রতিবছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে পালিত হয়৷ এছাড়া ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় ৷
২০০৪ সালের জানুয়ারি মাসে প্যারিসে ইরানী নোবেল বিজয়ী শিরিন এবাদী তার একজন হিন্দী শিক্ষকের কাছ থেকে দিবসটির ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেন ৷ সিদ্ধান্তটি ধীরে ধীরে ভারতের জাতীয় কংগ্রেসের কিছু নেতাদের আকর্ষণ করতে থাকে ৷ ২০০৭ সালে সোনিয়া গান্ধী এবং ডেসমন্ড টিটু জাতিসংঘে সিদ্ধান্তটি পেশ করেন|
১৫ জুন ২০০৭, জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস করার ব্যাপারে ভোট দেন ৷ এরপর সাধারণ পরিষদ তার সদস্যদের কাছে অহিংসার বার্তা দিয়ে ২ অক্টোবর দিবসটি পালনের ব্যাপারে ঘোষণা দেয় ৷
Source :WikiPedia
২০. ফোর্বস এর বিচারে ২০২০ সালের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কে?
(A) Angelina Jolie
(B) Gal Gadot
(C) Sofia Vergara
(D) Kate Winslet
কলম্বিয়ান-আমেরিকান অভিনেত্রী Sofia Vergara ফোর্বস এর বিচারে ২০২০ সালের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ।
২১. সম্প্রতি কার নামানুসারে NASA তাদের NG-14 Cygnas মহাকাশযান টির নামকরণ করেছে?
(A) নীল আর্মস্ট্রং
(B) কল্পনা চাওলা
(C) সুনীতা উইলিয়ামস
(D) এডুইন অলড্রিন
NASA তাদের NG-14 Cygnas মহাকাশযান টির নামকরণ করেছে কল্পনা চাওলার নামে ।
কল্পনা চাওলা একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী এবং নভোযান বিশেষজ্ঞ। ২০০৩ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে প্রত্যাবর্তনের সময় কলম্বিয়া স্পেস সাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এক দুর্ঘটনার ফলে সাত জন ক্রুসহ বিধ্বস্ত হয় এবং কল্পনা সহ সকলে মারা যান।
২২. নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২০ সালের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ( Right Livelihood Award ) পেয়েছেন ?
(A) অ্যালেস বিয়ালিয়াটস্কি
(B) নাসরিন সোতৌদেহ
(C) ব্রায়ান স্টিভেনসন
(D) সুমাইরা আব্দুলালী
সুমাইরা আব্দুলালী ২০২০ সালের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছেন । এই পুরস্কারটিকে স্টকহোমের বিকল্প নোবেল বলা হয়ে থাকে ।
২৩. “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” – বইটি কে লিখেছেন ?
(A) আনন্দ নীলকান্তন
(B) সৌম্য রাজেন্দ্রন
(C) রূপা পাই
(D) রিচা ঝা
বাহুবলী সিরিজের লেখক আনন্দ নীলকান্তন সম্প্রতি তাঁর লেখা “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” বইটি সম্প্রতি প্রকাশ করেছেন।
২৪. মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকীতে বিশ্ব শান্তির জন্য তাঁর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে নিম্নলিখিত কোন বিল্ডিংটি গান্ধীজির ছবি তো বার্তা নিয়ে আলোকিত হয়েছিল ?
(A) আইফেল টাওয়ার
(B) এম্পায়ার স্টেট বিল্ডিং
(C) বুরজ খলিফা
(D) সিডনি অপেরা হাউস
দুবাইয়ের বুরজ খলিফা ২০২০ সালের ২ অক্টোবর সেজে উঠেছিল গান্ধীজির আলোকিত ছবি দিয়ে ।
২৫. ২০২০ সালের ৩ অক্টোবর ভারত ওড়িশায় কোন পারমাণবিক-সক্ষম সারফেস টু সারফেস (surface-to-surface nuclear-capable ) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে টেস্ট করলো ?
(A) টর্পেডো
(B) শৌর্য
(C) আকাশ
(D) নাগ
শৌর্য মিসাইলটি পাল্লা ৮০০ কিলোমিটার।
আরো দেখে নাও
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
To check our latest Posts - Click Here