Daily Current Affairs in BengaliCurrent Affairs

1-3rd May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1-3rd May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১-৩রা মে – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1-3rd May Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 25-26th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ফুড কনক্লেভ ২০২৩ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল?

(A) তেলেঙ্গানা
(B) কেরালা
(C) কর্ণাটক
(D) অন্ধ্র প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) তেলেঙ্গানা

  • ফুড কনক্লেভ ২০২৩-এর উদ্বোধনী সংস্করণ ২৮-২৯শে এপ্রিল, ২০২৩ এর মধ্যে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল।
  • তেলেঙ্গানা বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ, জলজ চাষ, ভোজ্য তেল এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্পে ৭,২১৮ কোটি টাকার প্রকল্প পেয়েছে।
[/spoiler]

২. প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয়। এটি ভারতে প্রথম কত সালে চালু হয়?

(A) ১৯৩০
(B) ১৯২৩
(C) ১৯৩৫
(D) ১৯২৮

[spoiler title=’উত্তর ‘ ] (B) ১৯২৩

  • প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। শ্রমিক আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করতে এই দিনটি পালিত হয়।
  • এটি মে দিবস নামেও পরিচিত।
  • ১লা মে, ১৮৮৬ সালে শিকাগোতে শ্রমিকরা আট ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটের আয়োজন করে।
  • ভারতে প্রথম শ্রম দিবস পালিত হয় ১লা মে, ১৯২৩ সালে, চেন্নাইতে।
[/spoiler]

৩. অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজিত কুমার মহন্তী
(B) রতন কুমার সিনহা
(C) শ্রীকুমার ব্যানার্জী
(D) কে এন ব্যাস

[spoiler title=’উত্তর ‘ ] (A) অজিত কুমার মহন্তী

  • প্রখ্যাত পদার্থবিদ এবং Bhabha অ্যাটমিক রিসার্চ সেন্টারের (BARC) পরিচালক অজিত কুমার মহন্তীকে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান এবং পরমাণু শক্তি বিভাগের সচিব নিযুক্ত করা হয়েছে।
  • কে এন ব্যাসের স্থলাভিষিক্ত হলেন তিনি।
  • তিনি দুবার CERN সায়েন্টিফিক অ্যাসোসিয়েট হয়েছেন।
[/spoiler]

৪. উদ্বোধনী ASEAN ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ (AIME-2023) কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) সিঙ্গাপুর
(B) চীন
(C) ভারত
(D) থাইল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (A) সিঙ্গাপুর

  • ভারতীয় নৌ জাহাজ সাতপুরা এবং INS দিল্লি ২রা মে ২০২৩ থেকে নির্ধারিত উদ্বোধনী ASEAN ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ (AIME-2023) এ অংশ নিতে সিঙ্গাপুর পৌঁছেছে।
  • মহড়া চলবে সাত দিন।
[/spoiler]

৫. মেরাজ আহমেদ খান এবং গণেমত সেখন সম্প্রতি ভারতের হয়ে সোনা জিতেছেন, এই দুজন কোন খেলার সাথে যুক্ত?

(A) বক্সিং
(B) দাবা
(C) স্টিপল চেজ
(D) শুটিং

[spoiler title=’উত্তর ‘ ] (D) শুটিং

  • মিরাজের কায়রোতে চলমান ISSF বিশ্বকাপ শটগানে এই কৃতিত্ব অর্জন করেছে তারা।
  • তারা ইভেন্টের ফাইনালে লুইস রাউল গ্যালার্দো অলিভেরোস এবং গ্যাব্রিয়েলা রদ্রিগেজকে ৬-০ পয়েন্টে পরাজিত করেছে।
[/spoiler]

৬. নিচের কোন দেশের রাষ্ট্রপতি তার সংবিধান পুনর্লিখনের জন্য গণভোটে জিতেছেন?

(A) ঘানা
(B) আজারবাইজান
(C) উজবেকিস্তান
(D) সুদান

[spoiler title=’উত্তর ‘ ] (C) উজবেকিস্তান

  • প্রেসিডেন্ট মিরজিওয়েভের বর্ণনা হলো, নতুন সংবিধান মানবাধিকার, স্বাধীনতা, লিঙ্গ সমতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির ওপর জোর দিয়েছে।
  • নতুন সনদে দুই মেয়াদের সীমা সহ রাষ্ট্রপতির মেয়াদ সাত বছর বাড়ানো হবে।
  • নতুন সংবিধানে নারীর অধিকার, সমতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আলোকপাত করা হয়েছে।
[/spoiler]

৭. ভারত ২০২৩ সালের এপ্রিলে এখন পর্যন্ত সর্বোচ্চ GST রাজস্ব সংগ্রহ অর্জন করেছে। এর পরিমান কত?

(A) ১,৮৭,০০০ কোটি টাকা
(B) ১,২৩,০০০ কোটি টাকা
(C) ১,৫৪,০০০ কোটি টাকা
(D) ১,৭২,০০০ কোটি টাকা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ১,৮৭,০০০ কোটি টাকা

  • এই বছরের এপ্রিল মাসে সংগৃহীত মোট পণ্য ও পরিষেবা কর, ১,৮৭,০০০ কোটি টাকারও বেশি।
  • মোট রাজস্বের মধ্যে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর, CGST হল ৩৮,৪৪০ কোটি টাকা, রাজ্যের পণ্য ও পরিষেবা কর, SGST হল ৪৭,৪১২ কোটি টাকা, সমন্বিত পণ্য ও পরিষেবা কর, IGST হল ৮৯,১৫৮ কোটি টাকা।
[/spoiler]

৮. ভারত এই দেশগুলির মধ্যে কোনটিকে টপকে এক নম্বর টেস্ট ক্রিকেট দলে পরিণত হয়েছে?

(A) ইংল্যান্ড
(B) শ্রীলংকা
(C) নিউজিল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) অস্ট্রেলিয়া

  • অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ICC পুরুষদের টেস্ট দলের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছে ভারত।
  • ভারতের রেটিং পয়েন্ট ১১৯ থেকে ১২১-এ উঠেছে।
  • ২০২১ সালের ডিসেম্বরে ভারত এক মাসের জন্য শীর্ষে ছিল।
  • তৃতীয় অবস্থানে ইংল্যান্ড।
[/spoiler]

৯. এদের মধ্যে কে সাউদার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) হিসেবে দায়িত্ব নিয়েছেন?

(A) বালাকৃষ্ণান মণিকান্তন
(B) অমর প্রীত সিং
(C) রবি গোপাল কৃষ্ণা কাপুর
(D) জিতেন্দ্র মিশ্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) বালাকৃষ্ণান মণিকান্তন

  • এয়ার মার্শাল বালাকৃষ্ণান মণিকান্তন ১লা মে ২০২৩-এ সাউদার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি অতি বিশেষ সেবা পদক (AVSM) এবং বায়ু সেনা পদক (VM) এর রাষ্ট্রপতি পুরস্কারের প্রাপক।
[/spoiler]

১০. নিচের কোন দেশ সম্প্রতি ACC Men’s প্রিমিয়ার কাপ জিতেছে?

(A) ভুটান
(B) শ্রীলংকা
(C) ভারত
(D) নেপাল

[spoiler title=’উত্তর ‘ ] (D) নেপাল

  • নেপাল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে ACC পুরুষদের প্রিমিয়ার কাপ জিতেছে।
  • ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নেপাল।
[/spoiler]

১১. সম্প্রতি ভান্তিকা আগারওয়াল ভারতের ১১ তম মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

(A) ব্যাডমিন্টন
(B) হকি
(C) টেবিল টেনিস
(D) দাবা

[spoiler title=’উত্তর ‘ ] (D) দাবা

  • দাবাতে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করলেন ভান্তিকা আগারওয়াল।
  • তিনি ২০২৩ সালের এপ্রিল মাসে স্পেনে মেনোর্কা ওপেনে মহিলা চ্যাম্পিয়ন হয়েছেন।
[/spoiler]

১২. বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালিত হয় কবে?

(A) ১লা মে
(B) ২রা মে
(C) ৩রা মে
(D) ৫ই মে

[spoiler title=’উত্তর ‘ ] (C) ৩রা মে

  • জাতিসংঘের সাধারণ পরিষদ ৩রা মে কে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা প্রেস ফ্রিডম ডে হিসেবে ঘোষণা করেছে।
  • এটি সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে উদযাপিত হয়।
[/spoiler]

১৩. কে ফোর্বসের ২০২৩ সালের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছে?

(A) বিরাট কোহলি
(B) নোভাক জোকোভিচ
(C) ক্রিস্টিয়ানো রোনালদো
(D) লিওনেল মেসি

[spoiler title=’উত্তর ‘ ] (C) ক্রিস্টিয়ানো রোনালদো

  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হয়েছেন।
  • তার বার্ষিক বেতন আনুমানিক ৭৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
[/spoiler]

১৪. সম্প্রতি কে লাইপজিগ বই পুরস্কার ২০২৩ (Leipzig Book Prize) জিতেছে?

(A) মারিয়া স্টেপানোভা
(B) ডেভিড চিপারফিল্ড
(C) অরুন্ধতী রায়
(D) শেহান করুণাতিলাকা

[spoiler title=’উত্তর ‘ ] (A) মারিয়া স্টেপানোভা

  • মারিয়া স্টেপানোভা, রাশিয়ান সাহিত্যের একজন শক্তিশালী সমসাময়িক লেখিকা।
  • তিনি এখন বার্লিনে নির্বাসিত জীবনযাপন করছেন, মর্যাদাপূর্ণ লাইপজিগ বই পুরস্কার ২০২৩-এ ভূষিত হয়েছেন।
  • মারিয়া স্টেপানোভা, রাশিয়ার একজন ইহুদি লেখক।
[/spoiler]

১৫. ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৩ কে জিতলেন?

(A) পঙ্কজ আদবানি
(B) মার্ক সেলবি
(C) রনি ও’সুলিভান
(D) লুকা ব্রেসেল

[spoiler title=’উত্তর ‘ ] (D) লুকা ব্রেসেল

  • মার্ক সেলবিকে হারিয়ে ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন লুকা ব্রেসেল।
  • এটি ছিল তার প্রথম বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ ট্রফি।
[/spoiler]

১৬. ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২৩-এ নিচের কোন দেশটি সর্বশেষ স্থান পেয়েছে?

(A) রাশিয়া
(B) ভিয়েতনাম
(C) চীন
(D) উত্তর কোরিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) উত্তর কোরিয়া

  • ভারত ১৮০টি দেশের মধ্যে ১৬১তম স্থানে রয়েছে।
  • ২০২২ সালে, ভারত ১৫০ তম স্থানে ছিল।
  • নরওয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button