Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) হেলিকপ্টার কারখানার উদ্বোধন করেছেন?

(A) বেলাগাভি
(B) কোচি
(C) তুমাকুরু
(D) কোয়েম্বাটুর

উত্তর
(C) তুমাকুরু

  • প্রধানমন্ত্রী মোদী ৬ই ফেব্রুয়ারী তুমাকুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) হেলিকপ্টার কারখানার উদ্বোধন করেছেন।

তুমাকুরুতে HAL হেলিকপ্টার কারখানা:

  • এই হেলিকপ্টার কারখানাটি এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা।
  • এটি প্রাথমিকভাবে লাইট ইউটিলিটি হেলিকপ্টার তৈরি করবে।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৫তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে তৃতীয়বারের মতো কে গ্র্যামি পুরস্কার জিতলেন?

(A) রিকি কেজ
(B) প্রবীণ ডি রাও
(C) পূর্বায়ন চ্যাটার্জি
(D) শঙ্কর মহাদেবন

উত্তর
(A) রিকি কেজ

  • ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ৫ই ফেব্রুয়ারি ২০২৩ এ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল।
  • বেঙ্গালুরু-ভিত্তিক সঙ্গীতশিল্পী রিকি কেজ তৃতীয়বারের মতো গ্র্যামি পুরস্কার জিতলেন।
  • তিনি তার অ্যালবাম ডিভাইন টাইডস উইথ স্টুয়ার্ড কোপল্যান্ডের জন্য এই পুরস্কার পেয়েছেন।
  • রিকি হলেন চতুর্থ ভারতীয় এবং ভারতের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন।
  • ২০১৫ সালে তিনি তার প্রথম গ্র্যামি জিতেছিলেন।

৩. প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য (EAC-PM) হিসাবে নিম্নোক্ত কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) শমিকা রবি
(B) প্রশান্ত আগরওয়াল
(C) ডাঃ অমি বেরা
(D) অরুণ কোহলি

উত্তর
(A) শমিকা রবি

  • শমিকা রবি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য (EAC-PM) হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • তিনি একজন অর্থনীতির অধ্যাপক এবং গবেষক।
  • তিনি বর্তমানে ব্রুকিংস ইনস্টিটিউশন ওয়াশিংটন ডিসি-তে গভর্নেন্স স্টাডিজ প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো।

৪. সম্প্রতি কে মাহিন্দ্রা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) ভি রামচন্দ্র
(B) রাউল রেবেলো
(C) ক্লেয়ার লোম্বারডেলি
(D) সিবি জর্জ

উত্তর
(B) রাউল রেবেলো

  • মাহিন্দ্রা ফাইন্যান্স রাউল রেবেলোকে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মনোনীত করেছে।
  • রাউল রেবেলো বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার এবং ২৯শে এপ্রিল ২০২৪-এ রমেশ আইয়ার অবসর নিলে MD এবং CEO হিসাবে দায়িত্ব নেবেন।
  • তিনি পূর্বে অ্যাক্সিস ব্যাঙ্কে ১৯ বছর দায়িত্ব পালন করেছিলেন।

৫. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডের কোন জেলায় ৪৫০ কোটি টাকার IFFCO ন্যানো ইউরিয়া লিকুইড ফার্টিলাইজার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

(A) হাজারীবাগ
(B) লোহারদাগা
(C) দেওঘর
(D) কোডারমা

উত্তর
(C) দেওঘর

  • এটি ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেডের (IFFCO) পঞ্চম সার ইউনিট।
  • সার কারখানাটি বার্ষিক ৬ কোটি ন্যানো ইউরিয়ার বোতল উৎপাদন করবে এবং ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কৃষকদের সার সরবরাহ করবে।

৬. কোন প্রকল্পের অধীনে ভারতীয় রেল গুজরাটের ঐতিহ্য প্রদর্শনের জন্য ‘গারভি গুজরাট সফর’ চালু করেছে?

(A) AMRUT
(B) প্রসাদ স্কিম
(C) স্বদেশ দর্শন
(D) এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্প

উত্তর
(D) এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্প

  • এই “গারভি গুজরাট” সফর ২৮শে ফেব্রুয়ারী ২০২৩-এ দিল্লি সফদরজং স্টেশন থেকে রওনা দেবে।
  • এটি স্ট্যাচু অফ ইউনিটি, চম্পানের, সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর, বেইট দ্বারকা, আহমেদাবাদ, মোধেরা এবং পাটন সহ গুজরাটের বিশিষ্ট তীর্থস্থান এবং ঐতিহ্যবাহী স্থানগুলি পরিদর্শন করবে।

৭. সম্প্রতি কোথায় ‘যুব সঙ্গম নিবন্ধন পোর্টাল’ লঞ্চ করা হয়েছে?

(A) বেঙ্গালুরু
(B) হায়দ্রাবাদ
(C) নতুন দিল্লি
(D) কলকাতা

উত্তর
(C) নতুন দিল্লি

  • যুব সঙ্গম নিবন্ধন পোর্টালটি ৬ই ফেব্রুয়ারি ২০২৩ এ লঞ্চ করা হয়েছে।
  • যুব সঙ্গম হল এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর অধীনে উত্তর-পূর্ব অঞ্চল এবং বাকি ভারতের যুবকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার একটি উদ্যোগ।
  • এই উদ্যোগের অধীনে, ২০ হাজারেরও বেশি যুবক সারা দেশে ভ্রমণ করবে এবং আন্তঃসাংস্কৃতিক শিক্ষার অনন্য সুযোগ পাবে।

৮. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যারন ফিঞ্চ। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) নিউজিল্যান্ড
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

উত্তর
(D) অস্ট্রেলিয়া

  • অস্ট্রেলিয়ার পুরুষ টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
  • ফিঞ্চ অস্ট্রেলিয়াকে ২০২১ সালে প্রথম ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন।
  • ২০১১ সালে অভিষেকের ১২ বছর পরেই ফিঞ্চ সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
  • এর আগে, তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ৫০-ওভারের ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button