Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) হেলিকপ্টার কারখানার উদ্বোধন করেছেন?

(A) বেলাগাভি
(B) কোচি
(C) তুমাকুরু
(D) কোয়েম্বাটুর

[spoiler title=’উত্তর ‘ ] (C) তুমাকুরু

  • প্রধানমন্ত্রী মোদী ৬ই ফেব্রুয়ারী তুমাকুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) হেলিকপ্টার কারখানার উদ্বোধন করেছেন।

তুমাকুরুতে HAL হেলিকপ্টার কারখানা:

  • এই হেলিকপ্টার কারখানাটি এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা।
  • এটি প্রাথমিকভাবে লাইট ইউটিলিটি হেলিকপ্টার তৈরি করবে।
[/spoiler]

২. মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৫তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে তৃতীয়বারের মতো কে গ্র্যামি পুরস্কার জিতলেন?

(A) রিকি কেজ
(B) প্রবীণ ডি রাও
(C) পূর্বায়ন চ্যাটার্জি
(D) শঙ্কর মহাদেবন

[spoiler title=’উত্তর ‘ ] (A) রিকি কেজ

  • ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ৫ই ফেব্রুয়ারি ২০২৩ এ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল।
  • বেঙ্গালুরু-ভিত্তিক সঙ্গীতশিল্পী রিকি কেজ তৃতীয়বারের মতো গ্র্যামি পুরস্কার জিতলেন।
  • তিনি তার অ্যালবাম ডিভাইন টাইডস উইথ স্টুয়ার্ড কোপল্যান্ডের জন্য এই পুরস্কার পেয়েছেন।
  • রিকি হলেন চতুর্থ ভারতীয় এবং ভারতের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন।
  • ২০১৫ সালে তিনি তার প্রথম গ্র্যামি জিতেছিলেন।
[/spoiler]

৩. প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য (EAC-PM) হিসাবে নিম্নোক্ত কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) শমিকা রবি
(B) প্রশান্ত আগরওয়াল
(C) ডাঃ অমি বেরা
(D) অরুণ কোহলি

[spoiler title=’উত্তর ‘ ] (A) শমিকা রবি

  • শমিকা রবি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য (EAC-PM) হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • তিনি একজন অর্থনীতির অধ্যাপক এবং গবেষক।
  • তিনি বর্তমানে ব্রুকিংস ইনস্টিটিউশন ওয়াশিংটন ডিসি-তে গভর্নেন্স স্টাডিজ প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো।
[/spoiler]

৪. সম্প্রতি কে মাহিন্দ্রা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) ভি রামচন্দ্র
(B) রাউল রেবেলো
(C) ক্লেয়ার লোম্বারডেলি
(D) সিবি জর্জ

[spoiler title=’উত্তর ‘ ] (B) রাউল রেবেলো

  • মাহিন্দ্রা ফাইন্যান্স রাউল রেবেলোকে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মনোনীত করেছে।
  • রাউল রেবেলো বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার এবং ২৯শে এপ্রিল ২০২৪-এ রমেশ আইয়ার অবসর নিলে MD এবং CEO হিসাবে দায়িত্ব নেবেন।
  • তিনি পূর্বে অ্যাক্সিস ব্যাঙ্কে ১৯ বছর দায়িত্ব পালন করেছিলেন।
[/spoiler]

৫. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডের কোন জেলায় ৪৫০ কোটি টাকার IFFCO ন্যানো ইউরিয়া লিকুইড ফার্টিলাইজার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

(A) হাজারীবাগ
(B) লোহারদাগা
(C) দেওঘর
(D) কোডারমা

[spoiler title=’উত্তর ‘ ] (C) দেওঘর

  • এটি ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেডের (IFFCO) পঞ্চম সার ইউনিট।
  • সার কারখানাটি বার্ষিক ৬ কোটি ন্যানো ইউরিয়ার বোতল উৎপাদন করবে এবং ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কৃষকদের সার সরবরাহ করবে।
[/spoiler]

৬. কোন প্রকল্পের অধীনে ভারতীয় রেল গুজরাটের ঐতিহ্য প্রদর্শনের জন্য ‘গারভি গুজরাট সফর’ চালু করেছে?

(A) AMRUT
(B) প্রসাদ স্কিম
(C) স্বদেশ দর্শন
(D) এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্প

[spoiler title=’উত্তর ‘ ] (D) এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্প

  • এই “গারভি গুজরাট” সফর ২৮শে ফেব্রুয়ারী ২০২৩-এ দিল্লি সফদরজং স্টেশন থেকে রওনা দেবে।
  • এটি স্ট্যাচু অফ ইউনিটি, চম্পানের, সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর, বেইট দ্বারকা, আহমেদাবাদ, মোধেরা এবং পাটন সহ গুজরাটের বিশিষ্ট তীর্থস্থান এবং ঐতিহ্যবাহী স্থানগুলি পরিদর্শন করবে।
[/spoiler]

৭. সম্প্রতি কোথায় ‘যুব সঙ্গম নিবন্ধন পোর্টাল’ লঞ্চ করা হয়েছে?

(A) বেঙ্গালুরু
(B) হায়দ্রাবাদ
(C) নতুন দিল্লি
(D) কলকাতা

[spoiler title=’উত্তর ‘ ] (C) নতুন দিল্লি

  • যুব সঙ্গম নিবন্ধন পোর্টালটি ৬ই ফেব্রুয়ারি ২০২৩ এ লঞ্চ করা হয়েছে।
  • যুব সঙ্গম হল এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর অধীনে উত্তর-পূর্ব অঞ্চল এবং বাকি ভারতের যুবকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার একটি উদ্যোগ।
  • এই উদ্যোগের অধীনে, ২০ হাজারেরও বেশি যুবক সারা দেশে ভ্রমণ করবে এবং আন্তঃসাংস্কৃতিক শিক্ষার অনন্য সুযোগ পাবে।
[/spoiler]

৮. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যারন ফিঞ্চ। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) নিউজিল্যান্ড
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) অস্ট্রেলিয়া

  • অস্ট্রেলিয়ার পুরুষ টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
  • ফিঞ্চ অস্ট্রেলিয়াকে ২০২১ সালে প্রথম ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন।
  • ২০১১ সালে অভিষেকের ১২ বছর পরেই ফিঞ্চ সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
  • এর আগে, তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ৫০-ওভারের ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button