Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন কাকে নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে?

(A) বিনোদ কাম্বলি
(B) কীর্তি আজাদ
(C) কপিল দেব
(D) মন্টি দেশাই

উত্তর
(D) মন্টি দেশাই

  • নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মন্টি দেশাইকে নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে।
  • তিনি আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকরের স্থলাভিষিক্ত হলেন।
  • তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজ, কানাডা, সংযুক্ত আরব আমিরাতের মতো দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
  • IPL এ রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২. প্রথম ইন্দো-আমেরিকান মহিলা হিসেবে মর্যাদাপূর্ণ ‘Harvard Law Review’-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে?

(A) অরুণা মিলার
(B) মনপ্রীত মনিকা সিং
(C) অপ্সরা আইয়ার
(D) সুরভী জখমোলা

উত্তর
(C) অপ্সরা আইয়ার

  • হার্ভার্ড ল স্কুলের ইন্দো-আমেরিকান ছাত্রী, অপ্সরা আইয়ার মর্যাদাপূর্ণ হার্ভার্ড ল রিভিউয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
  • ১৩৬ বছরের ইতিহাসে এই পদ পাওয়া তিনিই প্রথম ইন্দো-আমেরিকান মহিলা।
  • তিনি হার্ভার্ড ল রিভিউয়ের ১৩৭ তম সভাপতি নির্বাচিত হলেন।
  • এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৩. নিচের কোনটি “Bard” নামে একটি AI পরিষেবা লঞ্চ করেছে?

(A) Google
(B) Apple
(C) IBM
(D) Microsoft

উত্তর
(A) Google

  • জনপ্রিয় চ্যাটবট ChatGPT-এর সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য Google “Bard” নামে একটি AI পরিষেবা লঞ্চ করেছে।
  • নতুন AI-চালিত কথোপকথন পরিষেবাটি Google-এর LaMDA প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরী হয়েছে।

৪. নিউক্লিয়ার ফিউশন প্ল্যান্টে পরীক্ষার জন্য বিশ্বের প্রথম ‘সুপার’ ম্যাগনেট তৈরি করেছে কোন দেশের কোম্পানি?

(A) আমেরিকা
(B) যুক্তরাজ্য
(C) চীন
(D) জাপান

উত্তর
(B) যুক্তরাজ্য

  • যুক্তরাজ্যের কোম্পানি টোকামাক এনার্জি এমন একটি সুপার ম্যাগনেট তৈরী করেছে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় এক মিলিয়ন গুণ বেশি শক্তিশালী।
  • এটি পারমাণবিক ফিউশন প্রক্রিয়ার সময় তৈরি করা অত্যন্ত গরম প্লাজমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম করে।

৫. সম্প্রতি কে ‘Now You Breathe’ বইটির জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড ২০২৩-এ ভূষিত হয়েছেন?

(A) ভিপি নন্দকুমার
(B) অম্বিকাসুথান মঙ্গদ
(C) রাখি কাপুর
(D) অপর্ণা সেন

উত্তর
(C) রাখি কাপুর

  • লেখিকা রাখি কাপুর ৬ই ফেব্রুয়ারী ২০২৩-এ তার ‘Now You Breathe’ বইয়ের জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড ২০২৩-এ ভূষিত হয়েছেন।
  • গোল্ডেন বুক পুরষ্কার হল এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরষ্কার৷
  • ২০২২ সালের ডিসেম্বরে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে বছরের সেরা লেখক হিসেবেও তিনি ভূষিত হয়েছিলেন।

৬. রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম “জীবন্ত ঐতিহ্য বিশ্ববিদ্যালয়” হতে চলেছে৷ এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

(A) ১৯২০
(B) ১৯২৩
(C) ১৯২২
(D) ১৯২১

উত্তর
(D) ১৯২১

  • ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম “জীবন্ত ঐতিহ্য বিশ্ববিদ্যালয়” হতে চলেছে৷
  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়:
  • বিশ্ববিদ্যালয়টি ২০২৩ সালের এপ্রিল বা মে মাসে ইউনেস্কো থেকে হেরিটেজ ট্যাগ পাবে বলে আশা করা হচ্ছে।
  • ১৯৫১ সালে একটি কেন্দ্রীয় আইনের মাধ্যমে ইনস্টিটিউটটিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছিল।
  • এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যার চ্যান্সেলর হলেন ভারতের প্রধানমন্ত্রী।

৭. ব্যবসার জগতে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য হুরুন ইন্ডিয়ার পুরষ্কার ২০২২ এ ভূষিত হলেন কে?

(A) ডাঃ পেগি মোহন
(B) প্রভু চন্দ্র মিশ্র
(C) ডাঃ সান্দুক রুইত
(D) ভিপি নন্দকুমার

উত্তর
(D) ভিপি নন্দকুমার

  • Manappuram Finance Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO VP নন্দকুমার, ব্যবসার জগতে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য হুরুন ইন্ডিয়াস অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হয়েছেন।
  • IBS সফটওয়্যারের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ভি.কে. ম্যাথুস, হুরুন ইন্ডাস্ট্রি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হয়েছেন।

৮. রাফায়েল ভারান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়?

(A) ফ্রান্স
(B) পোল্যান্ড
(C) আর্জেন্টিনা
(D) স্পেন

উত্তর
(A) ফ্রান্স

  • ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন।
  • ২০১৩ সালে আন্তর্জাতিক ফুটবলে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।
  • তিনি ২০১৪ সালে FIFA ‘Best Young Player award’-এর জন্য মনোনীত হয়েছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button