Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 11th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটি World Arthritis Day (WAD) হিসাবে পালিত হয়?

(A) ১১ই মার্চ
(B) ৩০শে সেপ্টেম্বর
(C) ১১ই অক্টোবর
(D) ১২ই অক্টোবর

উত্তর
(D) ১২ই অক্টোবর

  • ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে (ডব্লিউএডি) প্রতি বছর 12ই অক্টোবর পালিত হয় বাত এবং পেশীবহুল রোগের অস্তিত্ব এবং প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য।
  •     আর্থ্রাইটিস একটি একক রোগ নয় বরং জয়েন্ট সম্পর্কিত শতাধিক রোগের জন্য একটি বিস্তৃত শব্দ।
  • এই দিনটি প্রথম ১৯৯৬ সালে পালিত হয়।
  • ২০২২ সালের থিম: “It’s in your hands, take action”।

২. নিমোক্ত কে সম্প্রতি জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জিতেছেন?

(A) ফ্রান্সিস টিয়াফো
(B) নোভাক জোকোভিচ
(C) রাফায়েল নাদাল
(D) টেলর ফ্রিটজ

উত্তর
(D) টেলর ফ্রিটজ

  • ৯ই অক্টোবর ২০২২-এ আমেরিকান টেনিস খেলোয়াড় টেলর ফ্রিটজ জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছেন।
  • ফাইনালে তিনি তার মার্কিন প্রতিদ্বন্দ্বী ফ্রান্সিস টিয়াফোকে হারিয়েছেন।
  • এটি ছিল জাপান ওপেন চ্যাম্পিয়নশিপের ৪৭তম সংস্করণ যা টোকিওতে ৩-৯ই অক্টোবর 2022 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

৩. সম্প্রতি কোথায় FIFA U-17 Women’s World Cup শুরু হয়েছে?

(A) ভুবনেশ্বর
(B) মুম্বাই
(C) দেরাদুন
(D) লখনৌ

উত্তর
(A) ভুবনেশ্বর

  • ২০২২ সালের ১১ই অক্টোবর ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ শুরু হয়েছে।
  • ভারত প্রথমবারের মতো এই টুর্নামেন্টের হোস্ট করছে।
  • এই টুর্নামেন্ট ৩০শে অক্টোবর পর্যন্ত চলবে এবং এতে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
  • ম্যাচগুলি ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়াম, গোয়ার পিজেএন স্টেডিয়াম এবং নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

৪. প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন?

(A) অন্ধ্র প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(D) হিমাচল প্রদেশ

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ই অক্টোবর ২০২২-এ হিমাচল প্রদেশের উনা জেলায় চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন।
  • ট্রেনটি দিল্লি ও হিমাচল প্রদেশের মধ্যে চলাচল করবে।
  • বুধবার ছাড়া সব দিন চলবে।
  • এটি চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর দিয়ে যাবে।

৫. কোন রাজ্য প্রথমবারের মতো ‘Mental Health and Social Care Policy’ ঘোষণা করেছে?

(A) মেঘালয়
(B) মিজোরাম
(C) নাগাল্যান্ড
(D) সিকিম

উত্তর
(A) মেঘালয়

  • মেঘালয় সরকার ১০ই অক্টোবর ২০২২-এ ‘The State Mental Health and Social Care Policy’- চালু করেছে।
  • মেঘালয় হল উত্তর-পূর্বের প্রথম রাজ্য যেটি নিজস্ব মানসিক স্বাস্থ্য নীতি নিয়ে এসেছে।

৬. মহিলাদের বিভাগে সেপ্টেম্বর ২০২২-এর জন্য ICC মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি কে জিতেছেন?

(A) হরমনপ্রীত কৌর
(B) দীপ্তি শর্মা
(C) ঝুলন গোস্বামী
(D) স্মৃতি মান্ধানা

উত্তর
(A) হরমনপ্রীত কৌর

  • পাকিস্তানের উইকেটরক্ষক এবং ব্যাটার মোহাম্মদ রিজওয়ান পুরুষ বিভাগে ২০২২ সালের সেপ্টেম্বরের জন্য ICC মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
  • ইংল্যান্ডে ODI সিরিজে পারফরম্যান্সের জন্য হরমনপ্রীত এই পুরস্কার পেয়েছিলেন।
  • ১৯৯৯ সালের পর ইংল্যান্ডে এটাই ভারতের প্রথম সিরিজ জয়।

৭. শীঘ্রই মহাকাশে শুটিং করা প্রথম অভিনেতা হয়ে উঠবেন কে?

(A) মাইলস টেলার
(B) গ্লেন পাওয়েল
(C) ব্র্যাড পিট
(D) টম ক্রুজ

উত্তর
(D) টম ক্রুজ

  • অভিনেতা টম ক্রুজ শীঘ্রই মহাকাশে শুটিং করা প্রথম অভিনেতা হয়ে উঠবেন।
  • তিনি পরিচালক ডগ লিমানের সাথে একটি সিনেমার অংশ হিসাবে এটি করবেন।

৮. গিনিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ভি.এম. কোয়াত্রা
(B) শিল্পক অ্যাম্বুলে
(C) রাজকুমার রঞ্জন সিং
(D) অবতার সিং

উত্তর
(D) অবতার সিং

  • ভারত সরকার অবতার সিংকে গিনিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত করেছে।
  • তিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর পরিচালক।
  • গিনি আফ্রিকার একটি দেশ এবং এর রাজধানী কোনাক্রি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button