25th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla

25th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ষষ্ঠ ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ডস ২০২২-এ কাকে সম্প্রতি ‘Women Transforming India’s Award’-এ ভূষিত করা হল?
(A) রঘু জৈন
(B) বিনা মোদি
(C) আমান গুপ্ত
(D) রাহুল বাজাজ
- মোদি এন্টারপ্রাইজের চেয়ারপার্সন ডক্টর বিনা মোদি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
- এছাড়াও তিনি Godfrey Phillips India Ltd এর প্রেসিডেন্ট এবং MD এবং Indofil Industries Limited এর CMD।
২. কোন দিনটিকে প্রতিবছর ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ হিসেবে পালন করা হয়?
(A) ২৫শে এপ্রিল
(B) ১৫শে এপ্রিল
(C) ২৩শে এপ্রিল
(D) ২২শে এপ্রিল
- প্রতি বছর, ম্যালেরিয়া সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করতে ২৫শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়।
- এই দিনটি আফ্রিকান সরকার ২০০১ সাল থেকে পালন করেন তবে ২০০৮ সালে প্রথম আন্তর্জাতিক দিবস হিসাবে চিহ্নিত হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য পরিষদের (WHO) ৬০তম অধিবেশনে আফ্রিকান ম্যালেরিয়া দিবসকে বিশ্ব ম্যালেরিয়া দিবসে রূপান্তরিত করা হয়েছিল।
- ২০২২ সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম হল “Harness innovation to reduce the malaria disease burden and save lives”।
৩. কোন IIT গবেষকরা Covid-19 রোগের বিরুদ্ধে একপ্রকার ব্যথানাশক ঔষধকে কার্যকরী খুঁজে পেয়েছেন?
(A) IIT দিল্লি
(B) IIT মুম্বাই
(C) IIT মাদ্রাজ
(D) IIT খড়গপুর
- নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ ‘ইন্ডোমেথাসিন’ পরীক্ষার সময় হালকা এবং মাঝারি COVID-19 রোগীদের চিকিৎসায় দুর্দান্ত কার্যকারিতা দেখিয়েছে।
- গবেষণায় আরও প্রকাশ করা হয়েছে যে ইন্ডোমেথাসিন সমস্ত ভেরিয়েন্টের বিরুদ্ধে কাজ করে।
৪. আদিত্য বিড়লা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) পমিলা জসপাল
(B) বিশাখা মুলি
(C) শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত
(D) জয়তী ঘোষ
- তিনি অজয় শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হলেন।
- বিশাখা মুলি বর্তমানে কর্পোরেট ব্যাংকিং, প্রোপিয়েটারি ট্রেডিং, মার্কেটস এন্ড ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক।
৫. কোন রাজ্যে, ১৬৫ ফুট লম্বা ভারতীয় জাতীয় পতাকা (উত্তরপূর্ব অঞ্চলে উচ্চতম) স্থাপন করা হবে?
(A) মণিপুর
(B) আসাম
(C) নাগাল্যান্ড
(D) সিকিম
- পতাকাটি মণিপুরের মইরাং-এ ভারতীয় জাতীয় সেনা সদর দফতর কমপ্লেক্সে স্থাপন করা হবে।
- ১৬৫ ফুট লম্বা ভারতীয় জাতীয় পতাকার খুঁটি ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে।
- মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং ও রাজধানী ইম্ফল।
৬. Procter & Gamble India সম্প্রতি কাকে তার নতুন CEO হিসেবে নিযুক্ত করেছে?
(A) এল. ভি. বৈদ্যনাথন
(B) জে. শাহ
(C) পমিলা জসপাল
(D) সুমন কে. বেরি
- তিনি মধুসূদন গোপালনের স্থলাভিষিক্ত হয়েছেন।
- বৈদ্যনাথন এর আগে US ASEAN Business Council এর ইন্দোনেশিয়া চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৭. Hurun Global Healthcare Rich List 2022 অনুসারে, ২০২২ সালে হেলথকেয়ার সেক্টরে সবচেয়ে ধনী ব্যক্তি কে?
(A) সাইরাস পুনাওয়ালা
(B) জু হ্যাং
(C) লি শিটিং
(D) টমাস ফ্রেস্ট জুনিয়র
- তিনি একজন ভারতীয় বিলিওনার। তার মোট সম্পদ রয়েছে ২৬ বিলিয়ন ডলার।
- বিশ্বব্যাপী হেলথকেয়ার সেক্টরের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন টমাস ফ্রিস্ট জুনিয়র।
- তালিকার তৃতীয় এবং চতুর্থ হলেন চীনের – লি জিটিং এবং মিন্ড্রেয়ের জু হ্যাং।
৮. সম্প্রতি কোন শহরে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বাস পরিষেবা চালু করা হল?
(A) কলকাতা
(B) দিল্লী
(C) চেন্নাই
(D) মুম্বাই
- মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে মুম্বাইয়ের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বাসের উদ্বোধন করেছেন।
- বাসটিতে ওঠার জন্য যাত্রীদের এক বিশেষ স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে অথবা মোবাইল app ‘Chalo’ ব্যবহার করতে হবে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here