Current Topics

এশিয়ান গেমস ২০২৩ পদক তালিকা ভারত PDF – Asian Games Medal Tally 2023, Indian Winners List

Asian Games 2023: India's medal tally

এশিয়ান গেমস ২০২৩ : ২৩শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে হ্যাংজু ২০২২ এশিয়ান গেমস । ২০২৩ সালে অনুষ্ঠিত হলেও এটি কিন্তু আসলে এশিয়ান গেমস ২০২২। আয়োজক দেশ চীন। দেখে নেওয়া যাক এবারের এশিয়ান গেমসে ভারত কতগুলি পদক জিতে নিয়েছেন এখনো পর্যন্ত । এই লিস্টি ক্রমাগত আপডেট করতে থাকা হবে যাতে সমস্ত পদক কভার করা যায়।

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক এই পোস্টের নিচে দেওয়া রয়েছে ।

একনজরে এশিয়ান গেমস ২০২৩

ইভেন্টএশিয়ান গেমস 2023
সংস্করণ১৯তম
বছর২০২৩
সময়সীমা২৩শে – ৮ই অক্টোবর, ২০২৩
আয়োজক দেশচীন
স্থানহাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো কেন্দ্র
মোট ইভেন্ট৪৮২
মোট খেলার সংখ্যা৪০ রকম
অফিসিয়াল ওয়েবসাইটwww.hangzhou2022.cn

এশিয়ান গেমস ২০২৩ – প্রধান অংশগ্রহণকারী দেশ

এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশগুলি হল –

  • ভারত
  • জাপান
  • চীন
  • দক্ষিণ কোরিয়া
  • ইরান
  • থাইল্যান্ড
  • উত্তর কোরিয়া
  • চাইনিজ তাইপেই
  • ইন্দোনেশিয়া
দেখে নাও : 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২

এশিয়ান গেমসে ২০২৩ – ভারতের স্বর্ণপদক

এশিয়ান গেমসে ২০২৩ এ ভারতের সমস্ত স্বর্ণ পদক জয়ীদের তালিকা দেওয়া রইলো

নংক্রীড়াবিদখেলাইভেন্ট
রুদ্রাঙ্ক পাতিল
ঐশ্বরী প্রতাপ সিং তোমর
দিব্যাংশ সিং পানওয়ার
শুটিংপুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দল
ভারতীয় ক্রিকেট দলক্রিকেটমহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট
হৃদয় চেদা
আনুশ আগরওয়ালা
দিব্যকৃতি সিং
সুদীপ্তি হাজেলা
অশ্বারোহীড্রেসেজ দল
মনু ভাকের
রিদম সাংওয়ান
এশা সিং
শুটিংমহিলাদের ২৫ মিটার পিস্তল দল
সিফট কৌর সামরাশুটিংমহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন
অর্জুন চিমা
সরবজ্যোত সিং
শিবা নারওয়াল (টিম ইন্ডিয়া)
শুটিংপুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দল
স্বপ্নিল কুসলে
ঐশ্বরিয়া প্রতাপ এবং
অখিল শিওরান (টিম ইন্ডিয়া)
শুটিংপুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের দল
পলক গুলিয়াশুটিংমহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল
রোহন বোপান্না
ঋতুজা ভোসলে
টেনিসমিশ্র দ্বৈত টেনিস দল
১০সৌরভ ঘোষাল
অভয় সিং
হরিন্দর পাল সিং
মহেশ মানগাঁওকর
স্কোয়াশপুরুষদের স্কোয়াশ দল
১১কিনান চেনাই
জোরভার সিং সান্ধু
পৃথ্বীরাজ টোন্ডাইমান
শুটিংপুরুষদের কিক দল
১২অবিনাশ সাবলেঅ্যাথলেটিক্সপুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ
১৩তাজিন্দরপাল সিং তোরঅ্যাথলেটিক্সপুরুষদের শট পুট
১৪পারুল চৌধুরীঅ্যাথলেটিক্সমহিলাদের ৫০০০ মিটার
১৫আন্নু রানীঅ্যাথলেটিক্সমহিলাদের জ্যাভলিন নিক্ষেপ
১৬জ্যোতি সুরেখা ভেন্নাম, ওজস প্রবীণ দেওতালেতীরন্দাজমিশ্র দল, তীরন্দাজি
১৭নীরজ চোপড়াঅ্যাথলেটিক্সপুরুষদের জ্যাভলিন নিক্ষেপ
১৮মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মুহাম্মদ আজমল ভারিয়াথোদি, রাজেশ রমেশঅ্যাথলেটিক্সপুরুষদের ৪x৪০০ মিটার রিলে
১৯জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী, পারনীত কৌরতীরন্দাজমহিলা কম্পাউন্ড দল
২০দীপিকা পাল্লিকাল, হরিন্দর পাল সান্ধুস্কোয়াশমিশ্র দ্বৈত
২১অভিষেক ভার্মা, ওজস প্রভিন দেওতালে, প্রথমমেশ জাওকারতীরন্দাজপুরুষদের যৌগিক দল
২২পিআর শ্রীজেশ, কৃষাণ পাঠক, বরুণ কুমার, অমিত রোহিদাস, জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং, সঞ্জয়, সুমিত, নীলকান্ত শর্মা, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, শমসের সিং, অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিত সিং, ললিত সিং। কুমার উপাধ্যায়হকিপুরুষদের দল
২৩জ্যোতি সুরেখা ভেন্নামতীরন্দাজমহিলা যৌগ ব্যক্তি
২৪ওজস প্রবীণ দেওতালেতীরন্দাজপুরুষদের যৌগ পৃথক
২৫অক্ষিমা, জ্যোতি, পূজা, পূজা, প্রিয়াঙ্কা, পুষ্প, সাক্ষী কুমারী, রিতু নেগি, নিধি শর্মা, সুষমা শর্মা, স্নেহাল প্রদীপ শিন্ডে, সোনালি বিষ্ণু শিঙ্গতকাবাডিমহিলাদের কাবাডি
২৬চিরাগ শেঠি, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডিব্যাডমিন্টনপুরুষদের ডাবলস
২৭রুতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আরশদীপ সিং, মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরান সিং, আকাশ দীপক্রিকেটপুরুষদের দল
২৮নীতেশ কুমার, পারভেশ ভাইন্সওয়াল, শচীন, সুরজিত সিং, বিশাল ভরদ্বাজ, অর্জুন দেশওয়াল, আসলাম ইনামদার, নবীন কুমার, পবন সেহরাওয়াত, সুনীল কুমার, নীতিন রাওয়াল, আকাশ শিন্দেকাবাডিপুরুষদের কাবাডি দল
দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু তালিকা | Venue of Important International Games

এশিয়ান গেমস ২০২৩ – ভারতের রৌপ্য পদক

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের সমস্ত রৌপ্য পদক জয়ীদের তালিকা দেওয়া রইলো।

নংক্রীড়াবিদখেলাইভেন্ট
আশি চৌকসে
মেহুলি ঘোষ
রমিতা জিন্দাল
শুটিংমহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দল
অর্জুন লাল জাট এবং
অরবিন্দ সিং
রোয়িংপুরুষদের লাইটওয়েট ডবল স্ক্যালস
নীরজ
নরেশ কালওয়ানিয়া
নীতেশ কুমার
চরণজিৎ সিং
জাসবিন্দর সিং
ভীম সিং
পুনিত কুমার
আশিস
ডিইউ পান্ডে
রোয়িংপুরুষদের আট
নেহা ঠাকুরপালতোলামেয়েদের ডিঙ্গি – ILCA4
আশি চৌকসে
মানিনী কৌশিক
সিফট কৌর সামরা
শুটিংমহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের দল
এশা সিংশুটিংমহিলাদের ২৫ মিটার পিস্তল
অনন্তজিৎ সিং নারুকাশুটিংপুরুষদের স্কিট
নওরেম রোশিবিনা দেবীউশুমহিলাদের ৬০ কেজি সান্দা
এশা সিং
পলকএবং
দিব্যা টিএস (টিম ইন্ডিয়া)
শুটিংমহিলাদের 10 মিটার এয়ার পিস্তল দল
১০সাকেত মাইনেনি
রামকুমার রামনাথন (টিম ইন্ডিয়া)
টেনিসপুরুষদের ডাবলস
১১এশা সিংশুটিংমহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল
১২ঐশ্বরী প্রতাপ সিং তোমরশুটিংপুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন
১৩সরবজোত সিং
দিব্যা টিএস
শুটিং১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দল
১৪কার্তিক কুমারঅ্যাথলেটিক্সপুরুষদের ১০,০০০ মি
১৫অদিতি অশোকগলফমহিলাদের গলফ
১৬মনীষা কির, প্রীতি রাজাক, রাজেশ্বরী কুমারীশুটিংনারী ফাঁদ দল
১৭হারমিলন বেইনসঅ্যাথলেটিক্সমহিলাদের ১৫০০ মি
১৮ অজয় কুমার সরোজঅ্যাথলেটিক্সপুরুষদের ১৫০০ মি
১৯মুরলী শ্রীশঙ্করঅ্যাথলেটিক্সপুরুষদের লং জাম্প
২০জ্যোতি ইয়ারাজিঅ্যাথলেটিক্সমহিলাদের ১০০ মিটার বাধা
২১কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, চিরাগ শেঠি,
সাতবিকসাইরাজ রঙ্কিরেড্ডি, এমআর অর্জুন,
ধ্রুব কপিলা, এইচএস প্রণয়, মিঠুন মঞ্জুনাথ,
সাই প্রতীক, রোহান কাপুর
ব্যাডমিন্টনপুরুষদের দল
২২পারুল চৌধুরীঅ্যাথলেটিক্সমহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ
২৩আন্সি সোজনঅ্যাথলেটিক্সমহিলাদের লং জাম্প
২৪মুহাম্মদ আজমল, ভিথ্য রামরাজ,
রাজেশ রমেশ, সুভা ভেঙ্কটেসন
অ্যাথলেটিক্সমিশ্রিত ৪x৪০০m রিলে
২৫মোহাম্মদ আবসালঅ্যাথলেটিক্সপুরুষদের ৮০০ মি
২৬তেজস্বিন শংকরঅ্যাথলেটিক্সপুরুষদের ডেক্যাথলন
২৭লভলিনা বোরগোহাইনবক্সিংমহিলাদের ৭৫ কেজি
২৮হারমিলন বেইনসঅ্যাথলেটিক্সমহিলাদের ৮০০ মি
২৯অবিনাশ সাবলেঅ্যাথলেটিক্সপুরুষদের ৫০০০ মি
৩০ভিথ্য রামরাজ, ঐশ্বরিয়া কৈলাশ মিশ্র, প্রাচি, সুভা ভেঙ্কটেসনঅ্যাথলেটিক্সমহিলাদের ৪x৪০০ মিটার রিলে
৩১কিশোর জেনাঅ্যাথলেটিক্সপুরুষদের জ্যাভলিন নিক্ষেপ
৩২সৌরভ ঘোষালস্কোয়াশপুরুষদের একক
৩৩অতনু দাস, তুষার শেলকে, ধীরাজ বোম্মাদেবরাতীরন্দাজপুরুষদের রিকার্ভ দল
৩৪রাজু তোলানি, অজয় ​​প্রভাকর খারে, রাজেশ্বর তেওয়ারি, সুমিত মুখার্জি, জাগ্গি শিবদাসানি, সন্দীপ ঠাকরলব্রিজপুরুষদের দল
৩৫অভিষেক ভার্মাতীরন্দাজপুরুষদের যৌগ পৃথক
৩৬দীপক পুনিয়াকুস্তিপুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি
৩৭গুকেশ ডি, বিদিত গুজরাথি, অর্জুন এরিগাইসি, পেন্টলা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানান্ধাদাবাপুরুষদের দল
৩৮কোনেরু হাম্পি, হারিকা দ্রোণাবল্লী, বৈশালী রমেশবাবু, ভান্তিকা অগ্রবাল, সাবিতা শ্রী বি.দাবামহিলা দল

এশিয়ান গেমস ২০২৩ – ভারতের ব্রোঞ্জ পদক

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের সমস্ত ব্রোঞ্জ পদক জয়ীদের তালিকা দেওয়া রইলো।

নংক্রীড়াবিদখেলাইভেন্ট
বাবু লাল যাদব ও লেখ রামরোয়িংপুরুষের জুটি
টুইগ জিন্দালশুটিংমহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল
জাসবিন্দর সিং, ভীম সিং,
পুনিত কুমার, আশিস
রোয়িংপুরুষদের চার
পারমিন্দর সিং, সাতনাম সিং,
জাকার খান, সুখমিত সিং
রোয়িংপুরুষদের চতুর্গুণ
ঐশ্বরী প্রতাপ সিং তোমারশুটিংপুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল
বিজয়বীর সিধু, আদর্শ সিং,
অনীশ ভানওয়ালা
শুটিংপুরুষদের ২৫ মিটার দ্রুত ফাইল পিস্তল দল
এবাদ আলীপালতোলাপুরুষদের উইন্ডসার্ফার – RS:X
আশি চৌকসেশুটিংমহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন
টিম ইন্ডিয়াশুটিংপুরুষদের স্কিট দল
১০বিষ্ণু সারাভাননপালতোলাপুরুষদের ডিঙ্গি ICLA7
১১আনুশ আগরওয়ালাঅশ্বারোহীড্রেসেজ পৃথক
১২জোশনা চিনপ্পা, আনাহাত সিং,
তানভি খান্না,
দীপিকা পাল্লিকাল (টিম ইন্ডিয়া)
স্কোয়াশমহিলা দল
১৩কিরণ বালিয়ানঅ্যাথলেটিক্সমহিলাদের শট পুট
১৪গুলভীর সিংঅ্যাথলেটিক্সপুরুষদের ১০,০০০ মি
১৫কিনান চেনাইশুটিংপুরুষদের ফাঁদ
১৬নিখাত জারিনবক্সিংমহিলাদের ৫০কেজি
১৭জিনসন জনসনঅ্যাথলেটিক্সপুরুষদের ১৫০০ মি
১৮নন্দিনী আগাসরাঅ্যাথলেটিক্সমহিলাদের হেপ্টাথলন
১৯সীমা পুনিয়াঅ্যাথলেটিক্সমহিলাদের ডিসকাস নিক্ষেপ
২০কার্তিকা জগদীশ্বরন, হীরাল সাধু,
আরতি কস্তুরী রাজ
রোলার স্কেটিংমহিলাদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে
২১বিক্রম রাজেন্দ্র ইঙ্গলে,
সিদ্ধান্ত রাহুল কাম্বলে,
আনন্দকুমার ভেলকুমার
রোলার স্কেটিংপুরুষদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে
২২আয়হিকা মুখার্জি, সুতীর্থ মুখোপাধ্যায়টেবিল টেনিসমহিলাদের ডাবলস
২৩প্রীতি লাম্বাঅ্যাথলেটিক্সমহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ
২৪অর্জুন সিং, সুনীল সিং সালামক্যানো স্প্রিন্টপুরুষদের ক্যানো ডাবল ১০০০ মি
২৫প্রীতিমহিলাদের 54 কেজিমহিলাদের ৫৪ কেজি
২৬বিথ্যা রামরাজঅ্যাথলেটিক্সমহিলাদের ৪০০০ মিটার বাধা
২৭প্রবীণ চিত্রভেলঅ্যাথলেটিক্সপুরুষদের ট্রিপল জাম্প
২৮নরেন্দ্র বেরওয়ালবক্সিংপুরুষদের ৯২+ কেজি
২৯মঞ্জু রানী, রাম বাবুঅ্যাথলেটিক্সমিশ্র দল রেস হাঁটা
৩০টিম ইন্ডিয়াস্কোয়াশমিশ্র দল
৩১পারভীন হুদাবক্সিংমহিলাদের ৫৭ কেজি
৩২সুনীল কুমারকুস্তিগ্রেকো-রোমান ৮৭ কেজি
৩৩অন্তিম পাংহালকুস্তিমহিলাদের ৫৩ কেজি
৩৪অঙ্কিতা ভকত, ভজন কৌর, সিমরনজিত কৌরতীরন্দাজমহিলাদের রিকার্ভ দল
৩৫এইচ এস প্রনয়ব্যাডমিন্টনপুরুষদের একক
৩৬খুশবু, মাইপাক দেবী আয়েকাম, লেইরেন্টনবি দেবী এলংবাম, প্রিয়া দেবী এলংবাম, চাওবা দেবী ওইনামসেপাক্তক্রমহিলাদের রেগু
৩৭সোনম মালিককুস্তিমহিলাদের ৬২ কেজি
৩৮কিরণ বিষ্ণোইকুস্তিমহিলাদের ৭৬ কেজি
৩৯আমান সেহরাওয়াতকুস্তিপুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি
৪০অদিতি স্বামীতীরন্দাজমহিলা যৌগ ব্যক্তি
৪১সবিতা পুনিয়া, বিচু দেবী খারিবাম, দীপিকা, লালরেমসিয়ামি, মনিকা, নবনীত কৌর, নেহা, নিশা, সোনিকা, উদিতা, ঈশিকা চৌধুরী, দীপ গ্রেস এক্কা, বন্দনা কাটারিয়া, সঙ্গীতা কুমারী, বৈষ্ণবী ভিট্টল ফালকে, নিক্কি প্রধান, সুশীলা চানু, সলিমা তেনুহকিমহিলা দল

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচের ডাউনলোড সেকশন থেকে পেয়ে যাবে ।

Download Section

  • File Name: Asian Games Medal Tally 2023, Indian Winners List
  • File Size: 1MB
  • No. of Pages: 06
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button