Daily Current Affairs in BengaliCurrent Affairs

6 – 9th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6 – 9th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬-৯ জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6-9th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 1-5th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. আসন্ন গগনযান মিশনের জন্য কোন ফার্ম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সাথে চুক্তি করেছে?

(A) টাটা এলেক্সি
(B) সুজুকি মোটরস
(C) টাটা মোটরস
(D) টাটা পাওয়ার

[spoiler title=’উত্তর ‘ ] (A) টাটা এলেক্সি
Tata Elxsi আসন্ন গগনযান মিশনের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সাথে অংশীদারিত্ব করেছে। [/spoiler]

২. বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়?

(A) ৭ই জুন
(B) ১০ই জুন
(C) ৯ই জুন
(D) ৮ই জুন

[spoiler title=’উত্তর ‘ ] (D) ৮ই জুন

  • কানাডা সরকার ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে আর্থ সামিটের সময় একটি বিশ্ব মহাসাগর দিবস নির্ধারণের প্রস্তাব করেছিল।
  • জাতিসংঘ ২০০৮ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৮ই জুনকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
  • বিশ্ব মহাসাগর দিবস ২০২৩ এর থিম “Planet Ocean: The Tides are Changing”।
[/spoiler]

৩. নিচের কোন শহরটি ২০২৩ সালের জুন মাসে BIMSTEC এক্সপো এবং কনক্লেভের আয়োজন করবে?

(A) মুম্বাই
(B) নতুন দিল্লি
(C) কলকাতা
(D) বেঙ্গালুরু

[spoiler title=’উত্তর ‘ ] (C) কলকাতা

  • একটি BIMSTEC (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) এক্সপো এবং কনক্লেভ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য সদস্য দেশগুলোর সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের একত্রিত করা।
  • ১৩ই জুন থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই ইভেন্টে সাতটি বিমসটেক সদস্য দেশ – বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের ৪০০ টিরও বেশি বাণিজ্য ও শিল্প প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
[/spoiler]

৪. নিচের কোন দেশটি ওমান উপসাগরে ত্রিপক্ষীয় সামুদ্রিক মহড়ার প্রথম সংস্করণ চিহ্নিত করেছে?

(A) মনোজ মালব্য
(B) রাজীব সিনহা
(C) সৌরভ দাস
(D) সিভি আনন্দ বোস

[spoiler title=’উত্তর ‘ ] (B) রাজীব সিনহা

  • পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • তিনি সেপ্টেম্বর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
[/spoiler]

৫. নিচের কোন বিশ্ববিদ্যালয়ের জন্য রিতু কালরাকে ফিনান্স এবং CFO-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে?

(A) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
(B) স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়
(C) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
(D) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

[spoiler title=’উত্তর ‘ ] (D) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

  • রিতু কালরাকে হার্ভার্ড ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ফর ফিনান্স এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি হার্ভার্ডের কোষাগারের সহকারী ভাইস প্রেসিডেন্ট এবং বিশেষ প্রকল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
[/spoiler]

৬. নিচের কোন দেশটি ২০২৩ সালের জুনে সুহলে ISSF জুনিয়র বিশ্বকাপের পদক তালিকায় শীর্ষে ছিল?

(A) ভারত
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) চীন

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত
ভারত ছয়টি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক সহ ১৫টি পডিয়াম ফিনিশের সাথে তালিকার শীর্ষে রয়েছে। [/spoiler]

৭. নিচের কোন দল ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে?

(A) ওয়েস্ট হ্যাম
(B) AZ আলকমার
(C) FC বাসেল
(D) ফিওরেন্টিনা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ওয়েস্ট হ্যাম
এই জয়টি ১৯৮০ সালের FA কাপের পর ওয়েস্ট হ্যামের প্রথম রৌপ্যপাত্রের পুরস্কার এবং ৫৮ বছরে তাদের প্রথম ইউরোপীয় ট্রফি ছিল। [/spoiler]

৮. কোন দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপন করবে?

(A) US
(B) ইউক্রেন
(C) রাশিয়া
(D) পোল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (C) রাশিয়া

  • রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া ৭-৮ই জুলাই ২০২৩ তারিখের পর বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন শুরু করবে।
  • সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়া তার নিজস্ব সীমানার বাইরে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে।
[/spoiler]

৯. ৯ই জুন, ২০২৩ এ কার্গিলে যে ফুল উৎসব শুরু হয়েছিল তার নাম কি?

(A) Mindok hRgyaspa
(B) Bon Flower Festival
(C) Ladakh Flower Festival
(D) উপরের কোনটিই না

[spoiler title=’উত্তর ‘ ] (A) Mindok hRgyaspa
এই দিনে বৃহস্পতিবার বা শুক্রবার পাহাড় থেকে ফুল সংগ্রহ করা হয় এবং খুব ভোরে প্রিয়জনদের কবরে ফুল দিয়ে তাদের আত্মার জন্য প্রার্থনা করা হয়। [/spoiler]

১০. সেলেস্তে সাওলো জাতিসংঘের আবহাওয়া সংস্থার প্রথম মহিলা প্রধান। তিনি কোন দেশের অন্তর্গত?

(A) আর্জেন্টিনা
(B) জার্মানি
(C) ইতালি
(D) নরওয়ে

[spoiler title=’উত্তর ‘ ] (A) আর্জেন্টিনা

  • আর্জেন্টিনার একজন শীর্ষস্থানীয় আবহাওয়াবিদ জাতিসংঘের আবহাওয়া সংস্থার প্রথম মহিলা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
  • সেলেস্তে সাওলো সদস্য দেশগুলি থেকে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেয়েছে।
  • সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
[/spoiler]

১১. ২০২৩ সালের জুন পর্যন্ত নিচের কোন ফুটবল ক্লাবটি বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবে পরিণত হয়েছে?

(A) ম্যানচেস্টার ইউনাইটেড
(B) রিয়াল মাদ্রিদ
(C) লিভারপুল
(D) বার্সেলোনা

[spoiler title=’উত্তর ‘ ] (B) রিয়াল মাদ্রিদ

  • ফোর্বস অনুসারে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হিসাবে তালিকাভুক্ত হয়েছে।
  • স্প্যানিশ ক্লাব, রিয়াল মাদ্রিদ, ৬.০৭ বিলিয়ন ডলারের নেট ওয়ার্থ-এর সাথে টানা দ্বিতীয় বছর তালিকার শীর্ষে।
[/spoiler]

১২. কে এয়ার অফিসার-ইন-চার্জ অ্যাডমিনিস্ট্রেশন (AOA) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) এয়ার মার্শাল সুব্রতো মুখার্জি
(B) এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী
(C) এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ
(D) এয়ার মার্শাল অমর প্রীত সিং

[spoiler title=’উত্তর ‘ ] (C) এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ

  • এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ১লা জুন ২০২৩ এ এয়ার অফিসার-ইন-চার্জ অ্যাডমিনিস্ট্রেশন (AOA) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
  • তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র, এয়ার মার্শাল ১৩ই জুন ১৯৮৭ এ এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে ভারতীয় বিমান বাহিনীর প্রশাসনিক শাখায় কমিশন লাভ করেন।
[/spoiler]

১৩. জুনিয়র এশিয়া কাপ ২০২৩ হকিতে কোন দল জিতেছে?

(A) পাকিস্তান
(B) জাপান
(C) ভারত
(D) মালয়েশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (C) ভারত

  • ভারত পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ ২০২৩ জিতেছে।
  • ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত
  • পুরুষ জুনিয়র এশিয়া কাপে এটি ছিল ভারতের চতুর্থ শিরোপা।
  • ভারত এর আগে ২০০৪, ২০০৮ এবং ২০১৫ সালে তিনবার টুর্নামেন্ট জিতেছিল।
  • পাকিস্তান তিনবার টুর্নামেন্ট জিতেছে: ১৯৮৭, ১৯৯২ এবং ১৯৯৬ সালে।
[/spoiler]

১৪. বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) তৃতীয় সহ-সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) সুনীল কুমার
(B) সুমিত সিং
(C) মৃত্যুঞ্জয় মহাপাত্র
(D) রজত শর্মা

[spoiler title=’উত্তর ‘ ] (C) মৃত্যুঞ্জয় মহাপাত্র

  • ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO) ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্রকে WMO-এর তৃতীয় ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
  • WMO হল আবহাওয়া, জলবায়ু এবং জলের উপর জাতিসংঘের সংস্থা।
[/spoiler]

১৫. নিচের কোন রাজ্যে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির নির্মিত হচ্ছে?

(A) মধ্য প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) উত্তর প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) তেলেঙ্গানা
বিশ্বের প্রথম 3D-প্রিন্টেড হিন্দু মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়। [/spoiler]

১৬. নিচের কোন ব্যক্তি জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন?

(A) ডাঃ এস রাজু
(B) প্রবীণ সুদ
(C) মনোজ সোনি
(D) জনার্দন প্রসাদ

[spoiler title=’উত্তর ‘ ] (D) জনার্দন প্রসাদ

  • শ্রী জনার্দন প্রসাদ ১লা জুন, ২০২৩ এ ভারতের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের (GSI) ৫২ তম মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন।
  • তিনি ডাঃ এস রাজুর স্থলাভিষিক্ত হন, যিনি ২০২২ সালের মে থেকে GSI-এর মহাপরিচালক ছিলেন।
[/spoiler]

১৭. “The Power of One Thought” বইটির লেখক কে?

(A) আমোঘ লীলা প্রভু
(B) জগ্গি বাসুদেব
(C) বি কে শিবানী
(D) গৌর গোপাল দাস

[spoiler title=’উত্তর ‘ ] (C) বি কে শিবানী

  • “The Power of One Thought: Master Your Mind” বি কে শিবানীর একটি বই যার লক্ষ্য পাঠকদের ব্যক্তিগত পরিবর্তনের দিকে পরিচালিত করা।
  • তিনি টো১৭ সালে ‘নারী শক্তি পুরস্কার’-এও সম্মানিত হন।
  • “The Power of One Thought: Master Your Mind” বি কে শিবানীর একটি বই যার লক্ষ্য পাঠকদের ব্যক্তিগত পরিবর্তনের দিকে পরিচালিত করা।
  • তিনি ২০১৭ সালে ‘নারী শক্তি পুরস্কার’-এও সম্মানিত হন।
[/spoiler]

১৮. লাটভিয়ার প্রথম সমকামী প্রেসিডেন্ট (প্রকাশ্যে) হিসেবে নির্বাচিত হলেন কে?

(A) আন্দ্রিস বেরজিনস
(B) কার্লিস উলমানিস
(C) এডগারস রিঙ্কেভিক্স
(D) ভালদিস জাটলার

[spoiler title=’উত্তর ‘ ] (C) এডগারস রিঙ্কেভিক্স
লাটভিয়ান পার্লামেন্ট ২০২৩ সালের জুনে এডগারস রিঙ্কেভিকসকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। [/spoiler]

১৯. তামিলনাড়ুর প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে আরোহণকারী হলেন কে?

(A) মীরা রাঘবন
(B) গায়ত্রী ভেঙ্কটেশ
(C) মুথামিজ সেলভি
(D) ঐশ্বরিয়া শ্রীনিবাসন

[spoiler title=’উত্তর ‘ ] (C) মুথামিজ সেলভি

  • চেন্নাইয়ের একজন শিক্ষক মুথামিজ সেলভি তামিলনাড়ুর প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন।
  • তিনি চেন্নাইতে জাপানি ভাষা শেখান।
[/spoiler]

২০. সম্প্রতি কে SECI এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) আনন্দ কুমার
(B) আর.কে. সিং
(C) রাজীব কাপুর
(D) অজয় যাদব

[spoiler title=’উত্তর ‘ ] (D) অজয় যাদব
SECI : Solar Energy Corporation of India Limited [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button